| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘরোদ্দুর
আমি স্বপ্ন দেখে বেড়ানো মানুষ। স্বপ্ন আর বাস্তবের ভেতর পার্থক্য করাই হয়ে পড়ে অনেক সময় কঠিন। আমার একটি প্রিয় স্বপ্ন হলো, একদিন বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভাল চিন্তা করতে শুরু করবে। দুর্নীতি শব্দটি আশ্রয় নেবে শুধু ডিকশনারীর পাতায়। সাংসদ/মন্ত্রীগন তাঁদের শপথভঙ্গকে মনে করবেন আত্মহত্যা। কি মনে হয়, পুরন হবে আমার এ স্বপ্ন? হতেই হবে, আমি যে স্বপ্নের কারিগর!
বনের ধারে গভীর কালো খাদ
উঠলো জেগে বিচিত্র এক সাধ।
শহর ছেড়ে ডুববো সবুজ মাঝে
মন বেচারা সেই সুখেতে সাঁজে!
কালো খাদে মুখ লুকিয়ে কাঁদে
একলা পাহাড় বিষণ্নতার ছাদে।
আলোর রেখা যায়না তাতে ধরা
সবুজ ঘাসে লাগলো কীসের খরা!
ইট-পাথরের রোবট জীবন শেষে
সেই পাহাড়কে দারুণ ভালোবেসে,
আবোল-তাবোল মনটা ছুটে চলে
সবুজ ঘাসে ফুল ফোটাবে বলে!!
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৭
মেঘরোদ্দুর বলেছেন: শেষটা আমার নিজের কাছেই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাই।
২|
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৮
শুঁটকি মাছ বলেছেন: সুন্দর
আপু একটু আগে আপনি আমার যে পোস্টে মন্তব্য করেছিলেন ওটা একটা কারণে মুছে ফেলতে হয়েছে।একারণে মন্তব্যের জবাব দেয়া হয়ন। দয়া করে কিছু মনে করবেন না
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৯
মেঘরোদ্দুর বলেছেন: আমি বুঝতে পেরেছি ভাই। মনে করার কারণ নেই কিছু। অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্য প্রদানের জন্য....
৩|
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৪
অন্ধবিন্দু বলেছেন:
সবুজ ঘাসে লাগলো কীসের খরা!
সত্যিই তো ! সবুজ ঘাসেও খরা লেগে গেলো। মনের ছোঁয়ায়, সবুজ ঘাসে ফুল আসুক... কবিতায় ভালো লাগা।
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১০
মেঘরোদ্দুর বলেছেন: একরাশ ভালোলাগা থাকলো মন্তব্যের প্রেক্ষিতে।
৪|
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৭
মামুন রশিদ বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা ।
কেমন আছেন আপু? অনেক দিন পর..
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৩
মেঘরোদ্দুর বলেছেন: ভালো আছি ভাই। আপনাদের ভীষণ মিস করি। ঢাকা এলে বাসায় ঢু দিতে ভুলবেন না আশা করি। এই ব্লগে লগইন করাটাই ঝামেলার। অনেক চেষ্টা করে তারপর সফল হই। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
৫|
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার ছন্দ, চমৎকার কবিতা +++
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৭
মেঘরোদ্দুর বলেছেন: ধন্যবাদ অথর্ব। শুভকামনা আপনার জন্য।
৬|
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২০
আমিনুর রহমান বলেছেন:
ছন্দময় কবিতা +++
আমরা সবাই মিলে একদিন আপনার বাসায় হামলা চালাবো ভাবছি !
আপনারা কেমন আছেন?
৭|
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৬
মেঘরোদ্দুর বলেছেন: এমন হামলা বড় বেশী কাঙ্ক্ষিত হামলা। চলে আসুন যেকোনো ছুটির দিন। আমরা ভালোই আছি, গরমটা না থাকলে এককাঠি বেশী আরাম পেতাম। লেখাটি পড়ার জন্য বিশেষ ধন্যবাদ তো থাকলোই। শুভকামনা বরাবরের মত।
৮|
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৯
অবাকবিস্ময়২০০০ বলেছেন: ভাল
৯|
২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৬
একজন আরমান বলেছেন:
শেষটা বেশি ভালো লেগেছে আপু।
১০|
২২ শে মে, ২০১৪ রাত ১০:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ফেইসবুকে আপনাকে কোন নামে পাওয়া যাবে? যাই হোক, ফেইসবুকের এ স্টেটাসটি পড়ার জন্য অনুরোধ করছি। শীঘ্র রিসপন্স করবেন আশা করি।
সম্ভব হলে আমাকে আপনার ফ্রেন্ডলিস্টে এ্যাড করুন।
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৪
কাজী আলিম জামান বলেছেন: আবোল-তাবোল মনটা ছুটে চলে
সবুজ ঘাসে ফুল ফোটাবে বলে!!
এই লাইন দুটো বেশি ভালো