![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চ্যাড হার্লি, স্টিভ চেন ও জাওয়েদ করিম তখন একসাথে পেপালে(paypal.কম)(অনলাইন মানি ট্রান্সফার কোম্পানি) চাকরি করেন । ২০০৫ সালের প্রথম দিকে । স্টিভ চেনের জন্মদিনের পার্টি চলছে । সখ করে অনেকে সেই পার্টির ভিডিও করছে । জাওয়েদ করিম সেই পার্টিতে উপস্থিত হতে পারলেন না । কিন্তু স্টিভ চেনের ইচ্ছা হল যদি জাওয়েদ করিমও অনলাইনেই ভিডিও গুলো দেখতে পারতেন মন্দ হত না । আর সেই পার্টির শেষ হল আর ইউটিউবের যাত্রা শুরু হল । আগের একটি পোস্টেই বলেছিলাম সিলিকন ভ্যালিতে আইডিয়ার চড়া মূল্যের কথা । একটা আইডিয়া বিশ্বের সেরা ধনীদের কাতারে নিয়ে যেতে পারে আপনাকে ।
বিশ্বের সেরা অনেক কোম্পানির সদর দফতর সিলিকন ভ্যালিতে অবস্থিত ।
২৩শে এপ্রিল প্রথম ভিডিও আপলোড করা হল । বিনিয়োগ করার মত প্রতিষ্ঠানও পাওয়া গেল । ইউটিউবকে আর পিছনে তাকাতে হল না । হু হু করে আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করল ।
গুগল কিন্তু খুব ধূর্ত,চতুর এবং মহা কৌশলী । সার্চ ইণ্জিন ইয়াহুর পর গুগল শুধু তাদের কৌশলের কারনেই সবাইকে ছাড়িয়ে আজ শীর্ষে । । গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন বুঝতে পারলেন ইউটিউবের ভবিষ্যত কি হতে চলেছে । আর সঙ্গে সঙ্গে কিনে ফেললেন রেকর্ড পরিমান ১.৬৫বিলিয়ন দিয়ে ২০০৬ সালেই । ২৫ বছরের যুবক চ্যাড হার্লি, স্টিভ চেন ও জাওয়েদ করিম বুঝতেও পারলেন না তারা কত কম দামে ইউটিউব বিক্রি করলেন ।
যাই হোক এই পোস্ট দেওয়ার সময় একটা মজার তথ্য পেলাম । জাওয়েদ করিম বাংলাদেশী বংশদ্ভুত ।
জাওয়েদ করিমের পিতা বাংলাদেশী আর মা জার্মান । তথ্যটা দেখে বাংলাদেশী হিসাবে সত্যিই খুব ভাল লাগছে ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
মেহদী১০ বলেছেন: অনেক দিন ধরেই বন্ধ এখনও খুলে দেওয়া হচ্ছে না ।
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
সুলাইমান হাসান বলেছেন: চলতি নিয়ম বলেছেন, "কিন্তু সেই বাংলাদেশেই এখন ইউটিউব বন্ধ।"
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
মেহদী১০ বলেছেন: দুঃখ করা ছাড়া কিচ্ছু করার নাই
৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
দ্য গডফাদার বলেছেন: সুলাইমান হাসান বলেছেন: চলতি নিয়ম বলেছেন, "কিন্তু সেই বাংলাদেশেই এখন ইউটিউব বন্ধ।
চলতি নিয়ম বলেছেন: কিন্তু সেই বাংলাদেশেই এখন ইউ টিউব বন্ধ।
সহমত
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
মেহদী১০ বলেছেন: হুমম । এখন খুলে দেওয়া হয়ছে ইউটিউব ।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
খান মেহেদী ইমাম বলেছেন: ভাই ইউটিউব কি যে একটা দরকারি জিনিস তা বলার বাইরে। আর গুগোল সারা তো চলেই না আমাদের। ভাই ++++++++++++++++
৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
শের শায়রী বলেছেন: চমৎকার পোষ্ট। আরো বিস্তারিত যদি জানাতেন জওয়াদের উপর
৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
রিফাত হোসেন বলেছেন: সাহেব তখন ইউটিউব লোকসানের উপর ছিল, তাছাড়া পথ ছিল না ।
আর তারা হয়ত ভাল আইটির কেউ ছিল কিন্তু মার্কেটিং এর কেউ ছিল না । যেটা গুগল বুঝে ।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই অবাক
দেখাইল তাক
৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: যারা যারা বাংলাদেশে বসে ইউটিউব দেখতে চান তারা নিচের লিঙ্কে ট্রাই করুন।
ইউটিউব
সবাইকে ধন্যবাদ।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৮
এম ই জাভেদ বলেছেন: ভাল লাগল। জাওয়াদের ব্যাপারে আরও বিস্তারিত জানতে মন চায়।
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
ডাক্তার আমি বলেছেন: ভাল লাগল।
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
বিপদেআছি বলেছেন: জানতাম। বাংগালি মেধাবী জাতি , দুঃখের বিষয় এদেশের পরিচালকের পদে গরু , গাধারা, তবে একদিন অবস্হা বদলাবে , বাংলাদেশ মাথা উচু করে দাড়াবে।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
চলতি নিয়ম বলেছেন: কিন্তু সেই বাংলাদেশেই এখন ইউ টিউব বন্ধ।