নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষ

মেহদী১০

ফেসবুকে আমি........

মেহদী১০ › বিস্তারিত পোস্টঃ

আপনি নারী । রাস্তা দিয়ে হাটছেন । এমন সময় কেউ যদি ইচ্ছাকৃতভাবে আপনার শরীর হাত দেয় আপনি কি করেন ?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

বাসা থেকে বের হলেই আমার প্রথম কাজ হল রাস্তার চারপাশের খুটিনাটি বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে দেখা ।

আমার ভার্সিটির বাসে তখন আমি ।

যথারীতি জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছি ।

একটা স্টপেজে তখন কিছু সময়ের জন্য দাড়ালো ।

হঠাৎ দেখলাম এক মেয়েকে পাশ কাটিয়ে এক ছেলে চলে গেল । শুধু পাশ কাটিয়ে গেল বললে ভুল হবে মেয়েটার শরীরকে স্পর্শ করে গেল ।

আমি প্রথমে ভেবেছিলাম ব্যাপারটা মনে হয় অনিচ্ছাকৃত । কিন্তু ছেলেটা যখনই মেয়েটাকে অতিক্রম করল মেয়েটা অদ্ভতভাবে সেখানেই দাড়িয়ে গেল । বারবার পেছনে তাকাতে লাগল । বুঝলাম মেয়েটার শরীরে সে ইচ্ছাকৃতভাবেই এবং ভালভাবে হাত কিংবা শরীর দিয়ে স্পর্শ করেছে ।

কিন্তু সেই ছেলেটা একবারের জন্য পিছন ফিরে না তাকিয়ে দ্রুত সামনের দিকে হাটা দিল ।

মেয়েটার সাথে একটা ছেল ছিল(আমার ধারনা তার প্রেমিক) । সে ততক্ষনে একটু সামনে চলে এসেছে । যখন দেখল মেয়েটা তার পাশে নাই তখন সে পিছনে তাকাল বলল কি ব্যাপার দাড়িয়ে আছ কেন ? আস ।

মেয়েটা নিশ্চুপভাবে সামনে এগিয়ে গেল ।

একটিবারের জন্যই ছেলেটাকে কিছু বলল না ।



এমন ঘটনা অনেক মেয়ের সাথেই ঘটে কিন্তু তারা ব্যাপারটা সুন্দরভাবে এড়িয়ে যায় । ভাবে ঝামেলা করে লাভ কি ।

মেয়েদের আমি একটা কথা বলতে চাই আপনি যতদিন চুপ থাকবেন ততদিন এমন অপরাধ শুধুই বাড়বে বৈকি কমবে না । আপনি যদি আজ প্রতিবাদ করতেন দেখতেন ঐ নরপশুটা আর কারও শরীরে হাত দেওয়ার আগে দশবার ভাবত ।

যদি মেয়েটা নিজে একবার আওয়াজ তুলত আমি নিজে বাস থেকে নেমে যেতাম কেননা আমি প্রতক্ষদর্শী আমি অবশ্যই এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে তার সঙ্গী হতাম । এভাবে হয়ত অনেকেই এগিয়ে আসত ।

অন্যায়ের বিপক্ষে প্রতিবাদে আমরা সবাই আছি কিন্তু প্রতিবাদের শুরুটা কিন্তু আপনাকেই করতে হবে ।



মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:১১

উদাস যুবক বলেছেন: কবে মানুষ হবো আমরা???

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

মেহদী১০ বলেছেন: সেটাই প্রশ্ন । কবে হব ।

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯

বইয়ের পোকা বলেছেন: সহমত।
আমরা না জাগলে কেমনে সকাল হবে? ঐখানে যদি মেয়েটি প্রতিবাদ করতো তাহলে হয়তো ঝগড়া হতো বা মারামারিও হতে পারতো, তবু বদ ছেলেটি এর পরের বার এরকম করার আগে অন্তত চিন্তা করত।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

মেহদী১০ বলেছেন: হুমম ।

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

আকরাম বলেছেন: আপনি নিজে কেন প্রতিবাদ করলেন না??? X(( X( X( X( X(

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫

মেহদী১০ বলেছেন: যার প্রতিবাদ করার কথা সে যদি চুপ থাকে আপনি আগ বাড়িয়ে কিছু করতে পারেন না । এতে মেয়েটা পড়ে ঝামেলার ভয়ে বলতে পারত কিছুই ঘটে নাই তখন বিপদে কি পরত ভেবে দেখেছেন ?
তাছাড়া আমি বাসে ছিলাম । এমন সুযোগ ছিল না যে মেয়েটাকে জিজ্ঞেস করব আপনি চুপ করে আছেন কেন ?
আপনি ছেলেটাকে দাড়াতে বলুন আমি সাথে আছি ।

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

মৈত্রী বলেছেন: Click This Link

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪২

মেহদী১০ বলেছেন: হমম দেখলাম ।

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

তথই বলেছেন: X( X( X( X( X( X(

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭

আরজু পনি বলেছেন:

সচেতনতা সকল ক্ষেত্রেই কাম্য।।

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: পায়ের জুতা দিয়া সাথে সাথে বাড়ি দেয়া উচিত, আর সব মেয়েরই এই সাহসটা থাকা উচিত। এখানে লম্পটদের সাথি হওয়ার কোনো সু্যোগ নেই।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

তাসজিদ বলেছেন: কিছু হারামজাদা রাস্তায় এ সব কাজ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.