![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্দালিব পার্থ আর গোলাম মোওলা রনি(আওয়ামিলীগ) কেন আমার ফেবারিট আসলে তাদের কথা শুনলে যে কেউ বুঝবে । তাদের উপস্থিতিতে কোন টকসো হলে আমি গোগ্রাসে গিলতে থাকি । এরা সত্য কথা, বাস্তবিক কথাগুলা এত সুন্দর করে বলে শুনলেই দেশ নিয়ে নতুন করে আশা জাগে ।
আজ বাংলাভিশনে এই দুইজন তরুন এমপি এসেছিলেন ।
তাদের কাছে এক মহিলা রাগে আর ক্ষোভের সাথে প্রশ্ন করলেন আপনারা বাংলাদেশকে কি আফগানিস্তান বানাতে চান ?
তারা সুন্দর করে বুঝায় দিলেন কেন হেফাজত ইসলামীকে কৌশলে রাজনৈতিকভাবে হ্যান্ডেল করতে হবে ।
রনি বললেন আওয়ামিলীগ বিএনপি একটা সমাবেশ করলে ২-৩ লাখ জোগার করতে তাদের জান বেরিয়ে যায় আর হেফাজতে ইসলামী ডাক দিলে ১৫-২০ লক্ষ লোক বেরিয়ে আসে নানা বাধার মুখেও । আবার সরকার থেকে তাদের বিএনপি জামায়াত বলে দূরে ঠেলে দেওয়া হচ্ছে তাহলে তারা তো নিজেরাই একটা দল খুলে বসতে পারে । এবং বাংদেশের মানুষ যে ধর্মপ্রান তারা ক্ষমতায় না আসলেও বিরাট বড় প্রভাব ফেলতে পারে রাজনীতিতে ।
পার্থ বললেন বাংলাদেশ যাতে জঙ্গি না হয় সে জন্যই তো তাদের সাথে বসে সুন্দর করে আলোচনা করে তাদের বোঝানো উচিত যে এগুলা দাবি তোমাদের মানলাম আর এগুলো মানা সম্ভব নয় । তাদেরকে আন্দোলনের কোন সুযোগ দেওয়া যাবে না । যতই তারা আন্দোলনে যাবে তাদের প্রভাব এবং শক্তি বেড়ে যাবে বইকি কমবে না ।
এদেরকে কোনভাবেই সরকার কিংবা আইন দিয়ে তখন ধরে রাখা কঠিন হবে ।
সবশেষে মিসরের যে উদারহন আসল সেটা সত্যিই আমাদের ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট । মিসরে কিন্তু ব্রাদারহুড নামে যে দলটা ক্ষমতায় আছে সেটা কিন্তু এমনই ইসলামিক দল, যা কেউ চায় না কিন্তু জনগন ভোট তাদেরকেই দিয়েছে ।
আমরা ২-৪জন লোক অনলাইনে চিল্লাপাল্লা করে মহাভারত অশুদ্ধ করে ফেলতেছি কিন্তু বেশীরভাগ লোকই কিন্তু অনলাইনে কোন দিনই আসবে না এবং তাদের ভোটে ধর্ম অবশ্যই একটা প্রভাব ফেলবে ।
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩
মেহদী১০ বলেছেন: ধুর করেন কেন?
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৫
আস্তবাবা বলেছেন: আসলে ঐ মহিলা তাদের কথাগুলো বুঝতে পারেননি।
হুজুরদের বঞ্চনা ক্ষোভ আছে। আমাদের রাষ্ট্রযন্ত্র কোনদিন তাদের দিকে থাকায়নি। শুনতে চায়নি এই অন্যতম বড়ো অংশের মনোভাব।
তাদের অধিকাংশ দাবি আজকের নয়। এটা বহুদিনের। তারাও ভাল করে বুঝে তাদের কট্টর দাবি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব নয়।
তাই তারা দাবি আসছে ঠিকি, কিন্তু তেমন কঠোর ভাবে নয়।
সরকারের উচিত তাদের প্রধান প্রধান যৌক্তিক দাবি গুলো মেনে ফেলা, তাইলেই তারা মাদ্রাসাতে ফিরে যাবে। প্রধান্দাবিগুলো শুধু হুজুর নয় বাংলাদেশের ধার্মিক সকল লোকের দাবি। কুটূক্তিকারি ব্লগারদের শাস্তি সকল মুসলমান চায়। এটাই প্রথম ও প্রধান দাবি।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
রিফাত হোসেন বলেছেন: ধূরররররররর