নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন একদিন স্বর্গীয় অপ্সরা আমার সম্মুখে এসে বলুক চলো দুজন পৃথিবীর সৌন্দর্য উপভোগ করে আসি।

মেহেদি_হাসান.

ক্ষুদ্র একজন মানুষ লিখালিখি ভালো লাগে তবে এখনও লেখক হতে পারিনি, একজন পাঠক হিসেবেই পরিচিত।

মেহেদি_হাসান. › বিস্তারিত পোস্টঃ

২০২০ সালে আমার বই পড়া

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪১


২০২০ সাল ছিলো বিষ সাল, অদৃশ্য এক ভাইরাস হঠাৎ এসে আমাদের জীবন যাত্রা সব লন্ডভন্ড করে দিলো দেশে লকডাউন দিলো সাথে সাথে সাধারণ মানুষ ঘরের মধ্যে আটকে গেলো আমি ছিলাম তাদের মধ্যে একজন ফলে পেয়েছি বই পড়ার এবং সিনেমা দেখার অবকাশ।

আমার গুডরিডস চ্যালেঞ্জ ছিলো ৫২ টা,করোনার কারনে অনেক বেশি অবসর সময় কাটিয়েছি যার কারনে এ বছর বই পড়ার সময় বেশি পেয়েছি। বছর শেষে দেখা গেলো আমি প্রায় ৯০টা শেষ করে ফেলেছি। আমান চ্যালেঞ্জ ছিলো সপ্তাহে ১ টা বই পড়বো কিন্তু গুনীজনরা বলেন সব মন্দেরই একটা ভালো দিক আছে আমি তাই মনে করি কেননা করোনার কারনেই এতো অবসর সময় পেয়েছি যার কারনে আমার চ্যালেঞ্জ থেকেও কিছু বই বেশি পড়তে পেরেছি।

আমার পড়ার তালিকায় সবচেয়ে বেশি বই ছিলো আমার প্রিয় দুই লেখক হুমায়ুন আহমেদ এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই এছাড়া দেশি বিদেশি লেখকদেরও বই পড়েছি। নিচে মাস অনুযায়ী কোন মাসে কোন বই পড়েছি তা দেয়া হলোঃ

জানুয়ারীঃ
১.আঙ্গুল কাটা জগলু- হুমায়ুন আহমেদ
২.নীল পাহাড় - ওবায়েত হক
৩.স্যান্ডস্ট্রম- জেমস রলিন্স
৪.দ্য গার্ল উইথ ড্রাগন ট্যাটু- স্টিগ লারসন
৫.বিপদ- হুমায়ুন আহমেদ
৬.থ্রি-টেন এ এম( 3:10am) - নিগ পিরোগ
৭.কপালকুণ্ডলা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৮.হীরের আংটি- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৯.থ্রি- টুয়েন্টি ওয়ান এএম(2:31am)- নিগ পিরোগ

ফেব্রূয়ারীঃ
১০.পাগলা সাহেবের কবর- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১১.কাঠের শরীর- কিঙ্কর আহসান
১২.একুশে ফেব্রুয়ারি - জহির রায়হান
১৩.ও আমার চাঁদের আলো- ইমদাদুল হক মিলন
১৪.তিন গোয়েন্দা (ভলিউম ১.২)- রাকিব হাসান
১৫.থ্রি থার্টিফোর এএম(3:34am)- নিগ পিরোগ

মার্চঃ
১৬.হলুদ হিমু কালো র্যাব- হুমায়ুন আহমেদ
১৭.মধ্যাহ্ন ১ - হুমায়ুন আহমেদ
১৮.হারানো কাকাতুয়া - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১৯.নেমেসিস- মোহাম্মদ নাজিম উদ্দিন
২০.তেতুল বনে জোছনা - হুমায়ুন আহমেদ
২১.মেঘেদের দিন - সাদাত হোসাইন
২২.পরিণীতা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৩.সাম্ভালা ১ - শরীফুল হাসান

এপ্রিলঃ
২৪.দিঘির জলে কার ছায়া গো - হুমায়ুন আহমেদ
২৫.মধ্যবিত্ত - কিঙ্কর আহসান
২৬.হিমু রিমান্ডে - হুমায়ুন আহমেদ
২৭.নবনী - হুমায়ুন আহমেদ
২৮.শেষ বিকেলের মেয়ে - জহির রায়হান
২৯.ঝিলের ধারে বাড়ি - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৩০.পটাশগড়ের জঙ্গলে - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৩১.গোলমাল - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

মেঃ
৩২.বনি- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৩৩.চক্রপুরের চক্করে - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৩৪.ছায়াময় - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৩৫.সোনার মেডেল - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৩৬.নবীগঞ্জের দৈত্য - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৩৭.কুঞ্জপুকুরের কান্ড - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৩৮.অদ্ভুতুড়ে - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৩৯.এ্যাঞ্জেলস এন্ড ডেমনস - ড্যান ব্রাউন
৪০.পাতালঘর - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪১.জঙ্গল গড়ের চাবি - সুনীল গঙ্গোপাধ্যায়
৪২.হরিপুরের হরেক কান্ড - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৩.দুধসায়রের দ্বীপ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৪.বিপিনবাবুর বিপদ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৫.আমি তপু - মুহম্মদ জাফর ইকবাল
৪৬.মনজুয়াড়ি - শাম্মি তুলতুল
৪৭.নবাবগঞ্জের আগন্তুক - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৮.কন্ট্রাক্ট - মোহাম্মদ নাজিম উদ্দিন

জুনঃ
৪৯.নেক্সাস - মোহাম্মদ নাজিম উদ্দিন
৫০.সাইকো ২ - রবার্ট ব্লচ
৫১.কনফেশন - মোহাম্মদ নাজিম উদ্দিন
৫২.রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি - মোহাম্মদ নাজিম উদ্দিন
৫৩.করাচি - মোহাম্মদ নাজিম উদ্দিন
৫৪.থ্রি ফোর্টিসিক্স এএম (3:46am) - নিগ পিরোগ
৫৫.মেঘের ছায়া - হুমায়ুন আহমেদ
৫৬.হিমুর মধ্যদুপুর - হুমায়ুন আহমেদ
৫৭.নিঃসঙ্গ নক্ষত্র - সাদাত হোসাইন

জুলাইঃ
৫৮.দ্য পোয়েট - মাইকেল কনেলি
৫৯.হিমুর নীল জোছনা - হুমায়ুন আহমেদ
৬০.ষোল নাম্বার ফটীক ঘোষ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৬১.দ্য গার্ল হু প্লেইড উইথ ফায়ার - স্টিগ লারসন
৬২.হিমুর আছে জল - হুমায়ুন আহমেদ
৬৩.আমাজনিয়া - জেমস রলিন্স
৬৪.তিন ডাহুক - সালমান হক
৬৫.নন্দিত নরকে - হুমায়ুন আহমেদ

আগস্টঃ
৬৬.দি দ্য ভিঞ্চি কোড - ড্যান ব্রাউন
৬৭.রাজবাড়ির রহস্য - সুনীল গঙ্গোপাধ্যায়
৬৮.গজাননের কৌটা - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৬৯.প্রেতসাধনা - রাকিব হাসান
৭০.অ্যালং কেইম অ্যা স্পাইডার - জেমস প্যাটারসন
৭১.২৫ শে মার্চ - রবিন জামান খান
৭২.বিজয়নগরের হিরে - সুনীল গঙ্গোপাধ্যায়
৭৩.টেল মি ইয়োর ড্রিমস - সিডনি সেলডন

সেপ্টেম্বরঃ
৭৪.কাকাবাবু ও বজ্রলামা - সুনীল গঙ্গোপাধ্যায়
৭৫.ঝিকরগাছার ঝঞ্জাট - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৭৬.মিথস্ক্রিয়া - কিশোর পাশা ইমন
৭৭.নির্বাসন - সাদাত হোসাইন
৭৮.হিমু এবং একটি রাশিয়ান পরী - হুমায়ুন আহমেদ
৭৯.নীলমুর্তি রহস্য - সুনীল গঙ্গোপাধ্যায়
৮০.ভেন্ট্রিলোকুইস্ট - মাসুদুল হক
৮১.অপারেরশন তেল আবিব ১ - আবুল আসাদ
৮২.হরিবাবুর বাড়ি - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৮৩.অলিভার টুইস্ট - চার্লস ডিকেন্স
৮৪.মোহন রায়ের বাশি - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

অক্টোবরঃ
৮৫.হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই - হুমায়ুন আহমেদ
৮৬.নিখোজকাব্য - সালমান হক
৮৭.ব্লাড ওয়ার্ক - মাইকেল কনেলি

নভেম্বরঃ
৮৮.উল্কা রহস্য - সুনীল গঙ্গোপাধ্যায়
৮৯.সাধুবাবার লাঠি - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

এছাড়াও ২০২০ সালে পড়া শুরু করেছি কিন্তু রিডিং ব্লক কিংবা অলস্যের কারনে শেষ করতে পারিনি তার মধ্যে...
১.ম্যাগপাই মার্ডার্স - অ্যান্টনি হরোউইটয্
২.বাদশাহ নামদার - হুমায়ুন আহমেদ
৩.সেই সময় - সুনীল গঙ্গোপাধ্যায়
৪.পূর্ব পশ্চিম - সুনীল গঙ্গোপাধ্যায়
৫.ট্রাইটন একটি গ্রহের নাম- মুহম্মদ জাফর ইকবাল

নভেম্বর এবং ডিসেম্বর মাস ছিলো আমার মুভি এবং সিরিজ দেখার মাস যার কারনে এ দুমাসে তেমন কোন বই পড়া হয়নি। কিন্তু অনেকগুলো মুভি এবং সিরিজ দেখেছি।

ছবিঃ ফেইসবুক

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩২

ইসিয়াক বলেছেন: বাহ! বেশ তো ,পড়তে থাকুন।

হ্যাপি ব্লগিং।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৭

মেহেদি_হাসান. বলেছেন: সরি রিপ্লাই দিতে লেট হয়ে গেলো।
আপনি আমার পোস্টে প্রথম মন্তব্যকারী অনেক অনেক ধন্যবাদ।

২| ১৩ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগে স্বাগতম।

অনেক বই পড়েছেন । খুব ভাল।

পূব-পশ্চিম ও সেই সময় এক যুগ আগে পড়েছি এখনো ভূমিসূতা-ভরত যেন ফিরে আসে ।

++++++

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২০

মেহেদি_হাসান. বলেছেন: আপনাকে ধন্যবাদ

প্রথম আলো আমি পড়েছি ভরত ভূমিসূতার কথা সারাজীবন মনে থাকবে

পূর্ব-পশ্চিম, সেই সময় শুরু করেছি কিন্তু এখনো শেষ করতে পারিনি।

দুঃখিত রিপ্লাই দিতে লেট হয়ে গেলো।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রচুর বই পড়েছেন। বই মনের চোখকে খুলে দেয়-----শুভকামনা রইল

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২১

মেহেদি_হাসান. বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: প্রথমতঃ, ব্লগে বিলম্বিত সুস্বাগতম! শুভ হোক আপনার ব্লগযাত্রা, নিরাপদ ও আনন্দময় হোক আপনার এ ব্লগ বিচরণ!

মাত্র এক বছরে (তাও আবার শেষের দেড় মাস বাদে) ৯০টি বই পড়ে শেষ করেছেন, এ এক বিশাল অর্জন। তার মানে প্রতি চারদিনেরও কম সময়ে একেকটি বই পড়ে শেষ করেছেন, ব্রাভো!!!

এবারে এর মধ্য থেকে পছন্দের দুই একটি বই এর উপর রিভিউ লিখে ফেলেন।

আপনার পাঠ-তালিকায় শরৎচন্দ্র ও বঙ্কিমচন্দ্রও রয়েছেন দেখে প্রীত হ'লাম।

পোস্টে প্লাস। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.