নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন একদিন স্বর্গীয় অপ্সরা আমার সম্মুখে এসে বলুক চলো দুজন পৃথিবীর সৌন্দর্য উপভোগ করে আসি।

মেহেদি_হাসান.

ক্ষুদ্র একজন মানুষ লিখালিখি ভালো লাগে তবে এখনও লেখক হতে পারিনি, একজন পাঠক হিসেবেই পরিচিত।

মেহেদি_হাসান. › বিস্তারিত পোস্টঃ

হারলান কোবেনের "গন ফর গুড" পাঠপ্রতিক্রিয়া

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৫


বই: গন ফর গুড
লেখক: হারলান কোবেন
অনুবাদ: সালমান হক
প্রকাশক: চিরকুট প্রকাশনী
মুদ্রিত মূল্য: ৪৫০৳

কাহিনি সংক্ষেপঃ

ছোটো থেকে বড়ো ভাই কেইনের গুণমুগ্ধ উইল ক্লেইন। নিউজার্সির এক মফস্বল শহরে বাবা-মা, বোন আর ভাইকে নিয়ে ভালোই সময় কাটছিলো তার। কিন্তু সব হিসেব-নিকেশ বদলে যায় এক রাতে। উইলের প্রথম ভালোবাসার মেয়েটা নৃশংসভাবে খুন হয় নিজ বাসায় বেজমেন্টে। প্রধান সন্দেহভাজন- উইলের ভাই। পালিয়ে যায় কেইন, সব প্রমাণও তার বিরুদ্ধে। হাসিখুশি পরিবারটা আর হাসিখুশি থাকে না। ঘটনাটা পাল্টে দেয় প্রত্যেকের জীবনের গতিপথ। এক পর্যায়ে তারা ধরেই নেয় চিরতরে হারাতে হয়েছে কেইনকে।

এগারো বছর পরের ঘটনা। উইল প্রমাণ পায় তার ভাই বেঁচে আছে। শুধু তাই নয়, এতদিন ধরে সে যা বিশ্বাস করে এসেছে, সব বদলে যেতে থাকে একের পর এক। বাধ্য হয় সে সত্যের পিছু নিতে। কিন্তু জীবন তার জন্য যা সাজিয়ে রেখেছে, তা কল্পনাকেও হার মানাবে।



পাঠ প্রতিক্রিয়াঃ

শেষ করলাম টুইস্ট মাস্টার হারলান কোবেনের শ্বাসরুদ্ধকর থ্রিলার "গন ফর গুড"। সত্যি দুর্দান্ত! বইয়ের একদম শুরু থেকেই প্রত্যেকটা পৃষ্টার সাথে আটকে রেখেছিলেন কোবেন। কী হয়,কী হয় একটা ব্যাকুলতা নিয়ে সমান আগ্রহ নিয়ে পেজের পর পেজ উলটে গেছি। বইয়ের প্রতিটি অধ্যায় ছিলো টুইস্ট এবং সাসপেন্স এ ভরপুর। কোবেনের এর আগে কোন বই পড়া ছিলো না কিন্তু তার এই একটা বই পড়েই লেখকের ভক্ত হয়ে গেছি এবং আমার প্রিয় লেখকের তালিকায় চলে গেছে। পড়ার সময় টুইস্ট এবং পাল্টা টুইস্টে দারুন উপভোগ্য সময় কেটেছে। যে কোন ঘাগু পাঠককে ঘোল খাওয়াতে সক্ষম এই বইটা। একটানা পড়ে যেতে বাধ্য।

সালমান হকের অনুবাদ সহজ এবং সাবলীল ছিলো তার অনুবাদ করা কয়েকটি বই এর আগে আমি পড়েছি খুব ভালো অনুবাদ ছিলো পড়ার সময় মনে হয়ে বিদেশি বই পড়ছি না বাংলা মৌলিক বই পড়ছি। সত্যি দুর্দান্ত! পুরোপুরি উপভোগ্য একটা বই। থ্রিলার, রহস্য ভালোবাসলে আপনিও বইটি পড়তে পারেন সময় নষ্ট হবে না। হ্যাপি রিডিং...



ছবিঃ আমার তোলা

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে লেখা।
পড়ে আরাম পাওয়া গেলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

মেহেদি_হাসান. বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ রাজীব ভাই

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১০

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বইটা অনেকবার ডাউনলোড করতে চেয়েছি পারিনি। :(( রিভিউ ভালো হয়েছে।
আরেকটু লিখতেন, এতটুক আমি আগে ও পড়ছি। B-)

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫১

মেহেদি_হাসান. বলেছেন: কমেন্টের জন্যে ধন্যবাদ।
বইটক ডাউনলোড করতে পারবেন না কেননা এটা নতুন বই তাই এখনো pdf আসে নাই।
আসলে রিভিউ লেখার ইচ্ছে ছিলো না তবুও এইটুকু লিখেছি। আপনি রিভিউ পড়তে চাইলে গুডরিডসে পড়তে পারেন।
ভালো থাকবেন।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ রাজীব ভাই

ভালো থাকবেন।
বাইরে গেলে মাস্ক নিতে ভুলবেন না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৩

মেহেদি_হাসান. বলেছেন: মাস্ক অবশ্যই নেব। আপনিও ভালো থাকবেন।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৭

সোহানী বলেছেন: আপনার রিভিউ বইটি পড়তে আগ্রহ জাগিয়েছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৪

মেহেদি_হাসান. বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম সময় দিয়ে পড়ার জন্য।
হারলান কোবেন টুইস্ট মাস্টার থ্রিলার ভালো লাগলে বইটি পড়ুন ভালো লাগবে।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৫

অজ্ঞ বালক বলেছেন: কোবেনের এই বইডা আসলেই মারাত্মক!

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৫

মেহেদি_হাসান. বলেছেন: ঠিক বলেছেন আমি তার আরেকটা বই "টেল নো ওয়ান" পড়েছি এটাও ভালো ছিল তবে "গন ফর গুড" আমি এগিয়ে রাখবো বইটা আমাকে ঘোল খাইয়ে ছেড়েছে।

মন্তব্যের জন্যে ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৮

ফয়সাল রকি বলেছেন: সালমান হকের থ্রিএএম অনুবাদ সিরিজ পড়েছি। অনুবাদ ভালো লেগেছে। এটা পড়া হয়নি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫

মেহেদি_হাসান. বলেছেন: নিগ পিরোগ এর থ্রি এ এম সিরিজ আমিও পড়েছি সালমান হকের অনুবাদে দারুন লেগেছে।
যদি আপনি থ্রিলার পাঠক হয়ে থাকেন তাহলে এই বইটা পড়তে পারবেন ভালো লাগবে।

মন্তব্যের জন্যে ধন্যবাদ, ভালো থাকবেন।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:১৯

জুন বলেছেন: আপনার লেখায় লেখক কে যেমন চিনতে পারলাম তেমনি আপনার চমৎকার রিভিউ লেখার দক্ষতাকেও মেহেদি হাসান। আমি এই লেখকের নাম শুনি নি। আপনার লেখায় অচেনা লেখকের বইটি পড়ার আগ্রহ বেড়ে গেল অনেকটাই :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৪

মেহেদি_হাসান. বলেছেন: আপনার মন্তব্য আমার কাছে অনেক দামী ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মুল্যবান সময় নষ্ট করে আপনি আমার রিভিউ পড়েছেন এবং মন্তব্য করেছেন এটা আমার অনেক বড় প্রাপ্তি। আপনার ভ্রমন কাহিনি আমি নিয়মিত পড়ি কিছু পড়ি কাহিনি কয়েকবার করে পড়ি ভ্রমনকাহিনি আমার সব সময়ই প্রিয়। পুরো পৃথিবী ভ্রমন করবার ইচ্ছে আছে আমার তা হয়তো এ জীবনে সম্ভব নয় তবুও আপনার মতো মানুষ আছে বলেই আপনাদের লেখা পড়ে কিছুটা ভ্রমন করবার স্বাদ পাই।
ম্যাম আপনি যদি থ্রিলার, সাসপেন্স লাভার হয়ে থাকেন তাহলে হারলান কোবেনের বই পড়তে পারেন ভালো লাগবে। আমি লিখতে পারিনা তবুও লেখার চেষ্টা করেছি। যাইহোক আপনাকে আবারো ধন্যবাদ ভালো থাকবেন, আপনার জন্যে শুভকামনা।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৩

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অসাধারণ লিখেছেন ভাইয়া। অনেক অনেক শুভেচ্ছা জানাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৮

মেহেদি_হাসান. বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ রিভিউ পড়ে মন্তব্য করার জন্য। আপনার জন্যে শুভকামনা, ভালো থাকবেন।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি কি সেবা প্রকাশনীর “শী, রিটার্ন অব শী” দুটি অনুবা্দ বই পড়েছেন? পড়ে না থাকলে অবসরে পড়তে পারেন, পড়ার মতো বই। আপনার পাঠপ্রতিক্রিয়া বেশ ভালো হয়েছে। ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০২১ সকাল ১১:৫৮

মেহেদি_হাসান. বলেছেন: সেবার মাসুদ রানা এবং তিন গোয়েন্দা ছাড়া তেমন বই পড়া হয়নি। সেবার এই বইদুটি এখনো পড়তে পারিনি তবে লিস্ট করে রেখেছি শীঘ্রই পড়বো। আপনাকে অনেক ধন্যবাদ রিভিউটি পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন স্যার।

১০| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৬

ওমেরা বলেছেন: নেশা জাতীয় কোন কিছুই ভালো না তবে এই একটা মাত্র নেশা খুব খুব ভালো সেটা হল বই পড়ার নেশা। আপনার মাঝে এই নেশা আছে জেনে ভালো লাগলো ।
বই রিভিও ভালো হয়েছে ।
ধন্যবাদ আপনাকে ।

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৬

মেহেদি_হাসান. বলেছেন: ছোটবেলা থেকেই আমার বই পড়ার অভ্যাস। আপনাকে অনেক ধন্যবাদ রিভিউ পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

১১| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৮

খায়রুল আহসান বলেছেন: রিভিউ ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.