নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদীহাসান-

"সত্যমে-ব-জয়তে"

মেহেদীহাসান- › বিস্তারিত পোস্টঃ

\'দিল দিল পাকিস্তান।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:১১

জিয়াউর রহমানের জন্ম কলকাতায়, খালেদার জন্ম বীরভূমে। এই দুই জন ভারতীয় মিলে জন্ম দিয়েছে এক পাকিস্তানীকে, সে হল তারেক জিয়া। তারেকের জন্ম করাচীতে ১৯৬৪ সালে। জিয়া ছাড়া যার জন্ম, সেই কোকোও ত পাকি ঔরসজাত 'যুদ্ধ শীশু'।
বিস্তারিত: জিয়া খালেদা তারেক বা কোকো কেউ বগুড়াতে বা বাংলাদেশি হিসেবে জন্ম নেননি। জিয়ার পিতা কলকাতা চাকুরী করতের। সেই সূত্রে জিয়ার জন্ম কলকাতা হলেও ১৯৪৭ সালের ভারত পাকিস্তান ভাগাভাগি হলে জিয়ার পিতা ভারত ত্যাগ করলেন ঠিকই কিন্তু পূর্ব বাংলাতে না এসে পশ্চিম পাকিস্তানে চলে গেলেন। সেই করাচীতেই জিয়ার স্কুলে পড়ালেখা জীবন শুরু। জিয়া বাংলাও ভাল জানতেন না, তার প্রথম ভাষা উর্দু, দ্বিতীয় ভাষা ইংরেজি আর রাষ্ট্রপতি হবার পর বাংলা ভাষার এক শিক্ষক রেখেছিলেন বাংলা শেখার জন্য। অপরদিকে ১৯৪৭ সালে খালেদার মা বাবা রিফিউজি হয়ে বাংলাদেশে আসেন। জিয়া উর রহমান চাকুরী সূত্রে পূর্ববঙ্গ সফরে এসে খালেদাকে বিয়ে করেন। তার পর খালেদার পশ্চিম পাকিস্তানে জিয়ার সঙ্গে চলে যান। সেই পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ক্যান্টনমেন্টেই খালেদা জিয়ার সঙ্গে বসবাস করতেই পাকিস্তানি বিভিন্ন আর্মি অফিসারদের সঙ্গে সক্ষ্যতা গড়ে উঠে। তাই ১৯৭১ জিয়া এদেশে ট্রান্সফার নিয়ে এসে থাকলেও যুদ্ধকালীন সময়ে খালেদাজিয়া সেই পরিচিত পাকিস্তানী আর্মি অফিসারদের ভাল আতিথেয়তা প্রদান করেন।
যাহোক, জিয়া ও খালেদার প্রথম সন্তান তারেক জন্ম নেন ১৯৬৪ সালে করাচী শহরে, যিনি জন্ম সূত্রে পাকিস্তানি। কোকো হলেই সেই যিনি খালেদাজিয়ার জিয়া ছাড়াই জন্ম। 'যুদ্ধ শিশু'। এইজন্য হয়তো বিএনপি কোকোকে শিশু মুক্তিযোদ্ধা লিখে প্রচার করছে।
জিয়ার পিতামাতা এতই পাকিস্তান ভক্ত যে তারা কোনদিন এদেশে আসেননি। জিয়ার পিতামাতার কবরও আছে করাচী শহরে। অর্থাৎ খালেদা বা জিয়ার মূল শেকর আছে পাকিস্তানেই।
তাই বলা যায়, বিএনপির এই পরিবারের কেউ বগুড়া বা বাংলাদেশি নয়। জিয়ার বাবার জন্ম বগুড়াতে, তাই জিয়ার দাদা বাড়ি বগুড়া কিন্তু তারেকের দাদা বা বাবার বগুড়া নয়। জিয়া খালেদা তারেক কোকো এরা বাংলাদেশি নয়। এদের দেশ পাকিস্তান, এরা দিল দিল পাকিস্তান।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:৫১

অ্যালেন সাইফুল বলেছেন: বিশ্বাস করবো কীভাবে?

২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ব্লগের নিয়ম নিতি বলে কিছু আছে তাই আপোনারে কিছু বললাম না,

৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:৪০

শোভনের শোভন বলেছেন: জন্মের চেয়ে কম্ম প্রাধান্য পাক।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের জন্মও কলকাতায়। কিন্তু বাংলাদেশের মানুষের সম্মানের আসনে আছেন, হৃদয়ে আছেন।
আর জিয়া সন্তানরা কোথায় আছে সেটা আর না ই ভাবলাম.।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৮:০০

টারজান০০০০৭ বলেছেন: রাজনৈতিক সমর্থন মানুষের চিন্তা চেতনাকে যে কতটুকু কলুষিত করে আপনার এই পোস্ট তার একটা উদাহরণ। চিন্তা চেতনারেতো কন্ডোম পড়াইতে পারবেননা , অন্ততঃ কলমের আগায় কন্ডোম লাগাইয়া পোস্ট নিয়ন্ত্রণ করতে পারেন কিনা দেখেন !

সামুর প্রতি অনুরোধ, বস্তুনিষ্ঠ না হইলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে কুৎসা বন্ধ করার ব্যবস্থা করুন, সে যে দলেরই হোক না কেন।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:০২

আততায়ী আলতাইয়ার বলেছেন: খালেদার সাথে পোস্টমেকার সম্পর্ক অনেক ক্লোজ তা না হলে খালেদার হাড়ির খবর ক্যামনে যানে

৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৫৪

ইউনিয়ন বলেছেন: আপনার পোষ্টের শানেনজুল ভাল উদ্দেশ্যে বহন করে না। আমাদের দেশে এক সময় ব্রিটিশদের রাজত্ব ছিল। তখন আমরা যদিও জাতিতে বাঙালি ছিলাম তদাপি রাষ্ট্রীয় পরিচয় ছিল বৃটিশ-বাঙালী। পাকিস্তানী আমলে আমাদের রাষ্ট্রীয় পরিচয় ছিল পাকিস্তানি। স্বাধীনতার পর বাঙালি থেকে রাষ্ট্রীয় পরিচয় হয়েছে বাংলাদেশি।

আপনার কথা অনুযায়ী খালেদা যদি এদেশে রিফিউজি হ য়ে এসে থাকে তাহ লে এতে তার হাত ছিল না। যেমন, সিরিয়ার অনেক শিশু অন্যদেশে রিফিউজি হয়ে যাচ্ছে এতে তাদের হাত নেই।

জিয়ার বাবা-মা বাঙালি ছিল এটা আপনি লিখেছেন, তৎকালীন রাষ্ট্রী আইনে সে বাংলাদেশী হিসেবে গ্রহীত হবে। এখনো এই আইন আছে বলে মনে হয়।

আপনার মত ব্যক্তিদের কারণে আমেরিকার বারিক্কাকে অনেক কিছু শুনতে হয়েছে। কিন্তু সে থেমে থাকেনি।

বর্তমানে অনেক ধনী পরিবার সন্তান প্রসবকালীন সময়ে বিদেশে সন্তান প্রসব করছে। অনেকের ঘরে বিদেশি বউ!

মানুষের জন্ম নিয়ে টানাটানি না করে কর্ম নিয়ে কথা বলুন।
তাদের নাগরিকত্ব নিয়ে রাষ্ট্রীয়ভাবে কোন আপত্তি আছে কিনা সেটা বলুন।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৬

আরিফুর রহমান হাওলাদার বলেছেন: আচ্ছা দরলাম আপনার কথা সত্য। কিন্তু আমার একটা প্রশ্ন আপনার বাবা দাদার কি বাংলাদেশে জন্ম । আর ওনারা যদি ব্রিটিশ বা পাকিস্তানের জন্ম হয় আপনি তাদের ঘরে জন্ম নিয়েছেন। তার মানে আপনি ও ওই দলে তো কাউকে ছোট করে দেখার মতো তো কিছু নাই ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

মেহেদীহাসান- বলেছেন: তাদের জন্ম যে দেশের শাসনামলে হোক, তাদের জন্মভূমি ছিল বঙ্গ ।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজাইরা...

৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজের নিকটাও একজন পাকিস্তানী গায়কের নামে। হাহাহা...

১০| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: হুম।

১১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:২৫

আরণ্যক রাখাল বলেছেন: সত্য কইলে অনেকের গা জ্বলে রে জ্বলে। বুঝি

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৫

প্রজ্জলিত মেশকাত বলেছেন: তালগাছ বলেছেন, "নিজের নিকটাও পাকিস্তানি গায়কের নামে।" ধন্যবাদ তালগাছ সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.