নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদীহাসান-

"সত্যমে-ব-জয়তে"

মেহেদীহাসান- › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়ার ২০৩০ ভিশন হল সমকামীতার ভিশন !!

১১ ই মে, ২০১৭ রাত ১০:৪৯

rainbow symbol is for LGBT ( Lesbian Gay Bisexual transgender) community!
উইকিপিডিয়া দিয়ে উদাহরণ দিলাম।
সমকামী পতাকার উপর থেকে নিচে পর্যন্ত প্রতি রঙের কম্বিনেশন আর খালেদা জিয়ার ২০৩০ ভিশনের রঙের কম্বিনেশন দেখুন।।
কিছুদিন পূর্বে দেখেছি বিশ্বে সমকামীতারা ফ্লাগ নিয়ে রং মেখে সমকামীতাদের অধিকার ও বিয়ে নিয়ে আন্দোলন শুরু হয় । সে সময়ে অনেকের ফেসবুকে বেগম জিয়ার মত সমকামীতার রঙের কম্বিনেশন সহ প্রোফাইল ছবি দিতে দেখেছি । অনেক সমকামী নাকি নিজেকে প্রচার বিমুখ করে লজ্জায় এভাবে ছবি প্রকাশ করেনি । কিন্তু বেগম জিয়া নির্লজ্জের মত সেই রং মেখে ছবি দিয়ে সমকামীতার ভিশন দিয়েছেন !!
খালেদা জিয়া কেন সমকামিতা প্রতীককে ভিশন হিসেবে দেখালেন??
রহস্যজনক।।।
হয়তো ২০৩০ সালের মধ্যে দেশে সমকামীতাকে উন্মুক্ত করে দিয়ে উদার দেশ হিসেবে গড়তেই এই ভিশন ।
তাই বলা চলে, বেগম জিয়ার ২০৩০ ভিশন হল সমকামীতার ভিশন !!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৭ রাত ১১:৪৭

মহেড়া বলেছেন: বাকি কি মমিসিং নাকি ???

২| ১১ ই মে, ২০১৭ রাত ১১:৫৪

মানবী বলেছেন: খালেদা জিয়া বা তার ভিশন নিয়ে বা তার বিরোধিতা নিয়ে নয়।

রংধনুর অধিকারটি সমকামীদের পুরোপুরি দিয়ে দিতে আমি নারাজ। তারা রংধনুকে নিজের সিম্বল মানতে পারে তার অর্থ এই নয় যে আমি বা আমরা রঙধনুকে ভালোবাসা ছেড়ে দিবো, রঙধনু দেখে ইচ্ছসিত হবোনা, রঙধনু ছাতা কিনে মনের আনন্দে ঘুরে বেড়াবোনা।


রঙধনুর ব্যবহার দেখলেই সমকামী বলটা রঙধনুর অধিকার তাদের পুরোপুরি সমর্পণের সমান।

৩| ১২ ই মে, ২০১৭ ভোর ৪:১৫

সৌমিক আহমেদ খান বলেছেন: এটা কি ট্রল করে বানাইসে?

৪| ১২ ই মে, ২০১৭ সকাল ৮:৪৮

অতৃপ্তনয়ন বলেছেন: কথা তো খারাপ বলেন নাই। ভালোই বলেছেন ছবি তো সে কথাই প্রমাণ করছে।

৫| ১২ ই মে, ২০১৭ দুপুর ১:০০

কানিজ রিনা বলেছেন: প্রতিটা সরকারের উচিৎ সমকামীদের জন্য
মানুষীক হাসপাতাল গড়ে তলা। তাদের মানষীক সুস্ততা একান্ত ভাবে অপরিহার্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.