![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে হৈচৈ বিএনপির ত্রাণের ২২ ট্রাক আটকে দিয়েছে পুলিশ ।
সমালোচনা চলছে । যারা সমালোচনা করছেন তারা একটু ভাবুন,
"যে দেশে জাকাতের কাপড় নিতে গিয়ে ঠেলাঠেলি আর হুড়োহুড়ি করে পদদলিত হয়ে শত শত লোক মারা যাবার তিক্ত ঘটনা ঘটেছে, সে দেশে কি কোন ব্যক্তি বা সংগঠনকে ত্রাণ বিতরণের জন্য সুযোগ করে দেয়া যায় ?"
ত্রাণ দিতে হলে সরকারের প্রশাসন আছে, ঐ জেলার ডিসির নিকটে জমা দিন । ডিসি প্রশাসনের মাধ্যমে সবার মাঝে সমবন্টন করতে সক্ষম । ২২ ট্রাক ৭ লক্ষ রোহিঙ্গাদের মাঝে কিছুই না । বরং এই ২২ ট্রাক সহ আরও সাহায্য সমবন্টন করা ডিসির দায়ীত্ব ।
নাম ফুটানো বা রাজনীতির জন্য ফটোশেসন বড় কথা নয়, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ছাড়া শান্তিতে ত্রাণ বিতরণ সম্ভব নয় ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৬
মেহেদীহাসান- বলেছেন: অবশ্যই সরকার এই ত্রাণ বিতরণ করবে, তবে তা সরকারী লোক দিয়ে ডিসির মাধ্যমে । কোন দলের লোকের মাধ্যমে নয় ।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২
কানিজ রিনা বলেছেন: ত্রানদিতে যাওয়া সংগঠনগুল নিরপেক্ষ ভাবে
বিতরনের সহযোগীতায় যদি ডিফেন্স হাত
দেয় তাহলে কোনও বিচ্ছৃংখলা হওয়ার কথানা
সংগঠনের সহায়তা করা অবশ্যই কর্তব্য।
এখানে রাজনীতি করা ঠিক হবেনা। বিএনপি
হোক বা যে দলেরই হোক যার ত্রান তার
তার অবস্থায় সহযোতাই হবে দায়ীত্ব কর্তব্য।
ধন্যবাদ।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৬
প্রজ্জলিত মেশকাত বলেছেন: আপনার কাছ থেকে এর চেয়ে ভাল কোন লেখা কেউ আশা করেনা।।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৭
মেহেদীহাসান- বলেছেন: আমার উপর ভাল গবেষণা করেছেন দেখছি ।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: হারে
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
রুহুল আমিন খান বলেছেন: তাহলে বিএনপির ত্রান সরকার নিজেদর জিম্মায় নিয়ে রোহিঙ্গাদের বিতরন করছে না কেন
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯
মেহেদীহাসান- বলেছেন: ডিসিকে দিলেই ডিসিই বিতরণ করবে ।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭
নীল আকাশ ২০১৬ বলেছেন: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা তো খরচ হয় বিচারপরতি খায়রুল হকের রায় লেখার খরচ বাবদ। তাহলে সাধারণ মানুষ যদি ত্রাণ না দেয়, দুস্থেরা ত্রাণ পাবে কোত্থেকে?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮
মেহেদীহাসান- বলেছেন: আপনি ত বিএনপি নেতাদের চাইতে বড় রাজনীতিবীদ ।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮
মলাসইলমুইনা বলেছেন: কানিজ রিনা : আপনার কথাগুলোই আমি মনে হয় বলতে চেয়েছিলাম | আপনি দুর্ধর্ষ করে (অনে...ক গুছিয়ে) বলেছেন | ধন্যবাদ নেবেন |
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০
মেহেদীহাসান- বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭
মলাসইলমুইনা বলেছেন: সরকারি ব্যবস্থায় এই ত্রানগুলো বিতরণের ব্যবস্থা করা যেত না ? সাহায্যগুলোতো তাদের লাগবে তাই না ? আর পাঁচ/সাত লক্ষ রোহিঙ্গার সবাই কি এক জায়গায়ই না কি, সেটাতো মনে হয় না (আমি জানিনা)? তাদের ত্রাণ লাগবে | সরকারি উদ্যোগের বাইরে যে ত্রানগুলো সংগৃহিত হবে সেগুলোকে লাঠিপেটা না করে কিভাবে বিতরণ করা যায় সেটাই বেশি ভাবা দরকার বলে মনে হয়েছে আমার কাছে খবরটা পড়ার পর | মাননীয় মন্ত্রী সাহেবদের এ নিয়ে তির্যক মন্তব্য করার কোনো দরকারই ছিল না |