![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামী বিরোধী হিসেবে জামায়াতী আর বাম দলের কিছু নেতাদের আদর্শ এক ও অভিন্ন।
*১৯৭৫ সালে জাসদের ষড়যন্ত্র ছিল ১৫ আগস্ট ট্রাজেডির পেছনে, ইন্ধন দিয়েছে স্বাধীনতা পরাজিত শক্তি।
*১৯৬৬ ছয় দফাও জামাতের মত বামরা বিরোধিতা করেছিল।
*১৯৭০ নির্বাচনে জামায়াত মুসলিম লীগের মত বাম দলের নেতারা আওয়ামীলীগ কে ভোট না দিতে কাজ করে।
* মুক্তিযুদ্ধের সময় অনেক বাম নেতাদের ভারত নজরবন্দি রাখে যাতে স্বাধীনতা বিরোধিতা না করার সুযোগ পায়।
*বঙ্গবন্ধু হত্যার পর বাম দলের কিছু নেতা আনন্দে মেতেছিল আর যুদ্ধাপরাধীরা জেলখানার ভিতরে বারবার জাতীয় পতাকার খুঁটির দিকে তাকাচ্ছিল কখন পাকিস্তানি চাঁদ-তারা পতাকা উড়বে।
*দেশে সৈর শাসকদের জামায়াতি বামাতিরা সম্মিলিত ভাবে সাপোর্ট দেবার ঘটনাও আছে।
*২০০৭/০৮ সালে বামাতি বুদ্ধিজীবী যেমন সুবিধা নিয়েছিল মইন উদ্দিন ফখরদ্দিন সরকারের কাছে থেকে, জামায়াতও সমান সুবিধা নিয়েছিল। তাদের একটি নেতাও আক্রান্ত হয়নি।
* শোনা যায়, ভারতীয় জঙ্গি দল উল্ফার টাকাতে বাংলাদেশে বৃহৎ দুটি বামাতি পত্রিকা প্রতিষ্ঠিত হয়েছে, আবার সেই উল্ফাকে অস্ত্র সর্বরাহ করতো জামায়াতি নেতারা।
*বর্তমান সরকারের বিরোধীতা করে সকল ছোট বড় আন্দোলনে জামায়াতের শিবিরের পোলাপান সরারসি বা ছব্দবেশে মাঠে নেমেছে আর অন্তরাল থেকে ইন্ধন ও তথ্য সন্ত্রাস ঘটিয়ে সাপোর্ট দিয়েছে বাম দলেন কর্মীরা ।
* এবছর হঠাৎ সড়ক থেকে ছাত্র দের উস্কে দেয় জামায়াত শিবির যে আওয়ামীলীগ অফিসে ছাত্রদের আটক রেখে চোখ তুলে নেয়া হয়েছে, ছাত্রীদের ধর্ষণ করা হয়েছে। আর সেই গুজব ছড়াতে শিবিরের পাশাপাশি নাস্তিক ব্লগার আসিফ মহিউদ্দিনও অনলাইনে এসে গুজব ছড়ায়। সাথে যোগ দেয় অনেক নাট্য অভিনেত্রী যারা জামায়াতীর পয়সা পেয়েছে।
*সর্বশেষ ব্যারিস্টার মইনূলের ভিডিও ফাঁস। তিনি শিবিরের সম্মেলনে তাদের উচ্চ প্রশংসা করে সাফল্য সংগীত গাইলেন।
* তারপরের ঘটনা সবার জানা, বামাতি মইনূলকে মাসুদা ভাট্টি প্রশ্ন করতেই তিনি তাকে চরিত্রহীন বলে গালি দিলন !
আর সেই জামায়াতের প্রতিনিধি মঈনুলকে সাপোর্ট দিতে নাস্তিকের রানী তসলিমা নাসরিন কলমের কালি ছুড়ে মারলেন মাসুদা ভাট্টির শরীরের উপরে!
ব্যরিস্টার মইনূলের ব্যক্তিচরিত্র জানি না, তবে তার রাজনৈতিক চরিত্র নেই বললেই চলে । সুবিধার জন্য তিনি নিজেই বামাতি ও জামাতির দ্বারে দ্বারে ঘুরছেন ।
ব্যরিষ্টার মঈনুল হোসেন আদর্শহীন নৈতিক চরিত্রহীন বলেই বঙ্গবন্ধুকে ছেড়ে খুনী মুশতাকের দল ডিএলের এক নম্বর সদস্য হয়ে সেনাশাসক জিয়ার জেল খাটেন।ক্ষমতার খায়েশ আছে বলেই ওয়ান ইলেভেন সরকারের উপদেষ্টা হয়ে এখন ঐক্যফ্রন্টে।
অথচ তিনি সরাসরি একটি মিডিয়ায় লাইভে এসে একজন নারীকে যে অপমান করেছেন তা ত শুধুমাত্র জাহেলিয়াতের যুগের পুরষদের চরিত্রের সাথে মিলে, দুরাচার দুর্যধন ও দুসশাসনের সাথেই মিলে । এমন হীন মানসীক ভারসাম্যহীন ব্যক্তিকে কেন মিডিয়ার ব্যক্তিত্ব হিসেবে ফোকাস করা হয় বুঝিনা ।
অপর দিকে তাসলিমা নাসরীন একজন সেই মহিলা যিনি রাস্তায় দাড়িয়ে প্রস্রাব করার জন্য নারীদের উৎসাহ দেন, তার নিজের লেখা বইতেই তিনি নিজের চরিত্রের বহুগামীতা ফুটে তুলেছেন । তার মত নাস্তিক ও স্বঘোষিত বহুগামী নারী কিনা একজন উচ্চ বংশীয় ও উচ্চ শিক্ষিত মহিলার চরিত্রে দাগ লাগাতে কলকাতা থেকে কলমের কালি ছুড়ে মেরেছেন , সেটাও আবার কিনা জামায়াতীর প্রতিনিধি ব্যারিস্টার মইনূলকে সাপোর্ট দিতে ।
আসলে, স্বার্থের কারণে ও আওয়ামী বিরোধীতার খাতিরে সকল নাস্তিকেরা জামায়াতের সুরেই কথা বলে , আর একে অপরের কোলে উঠে এরা পথ চলে ।
২| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
পড়ে মনে হলো, আপনি যা বুঝেন না, সেটা নিয়ে লিখেছেন। না বুঝে বলার যায়গা হলো টং চায়ের দোকান।
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫
মেহেদীহাসান- বলেছেন: আপনি কি বুঝেন তা স্ববিস্তারে লিখুন ।
৩| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: থাক, আমি আর মন্তব্য করলাম না।
৪| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮
কে ত ন বলেছেন: কৈত্থেকে কি আবিষ্কার করে কি সব উড়াধুরা বুঝান, মানুষরে কি ছাগল পাইছেন নাকি? না গঞ্জা ভক্ষণ করে ব্লগে এসেছেন? আপনার পোস্টের আগা কোথায় আর মাথা কোথায়?
এদেশে জামায়াত আর বাম বাদ দিলে ভালোর তালিকায় থাকে কেবল জাতীয় পার্টি? আপ্নে কি তাইলে বেহাইয়া কাগুর দল করেন?
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬
মেহেদীহাসান- বলেছেন: ব্লগে ঢুকতে হলে কোন সংজ্ঞা জানা প্রয়োজন, তা লিখে দিন আমি মুখস্ত করে নিব ।
৫| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি সহজ সরল মানুষ। নেতাদের সম্পর্কে যা জানি । তা সেইটুকু যে।।।
ইহারা ডান হাতি, বাম হাতি উভয় হাতি। যে হাত ই হোক। তাহারা ক্ষমতার জন্য যখন যে হাত দরকার তখন সেই হাত ব্যবহার করে।ইহাদের কোন নীতি নাই। কখন মুখ দিয়ে খাবে। কখন পশ্চাদ দিয়া বুঝা যায় না । ডান পন্থি বাম পন্থি এই গুলো ছলনা মাত্র
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০২
স্রাঞ্জি সে বলেছেন:
ভাই, আমি একটা কথা বিশ্বাস করি যে, রাজনীতির মারপ্যাঁচে সবাই এক আদর্শে ছোঁয়াচে রোগে আক্রান্ত।