![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিধু বলে আড় চোখে, কুছ নাহি পরওয়া..
স্ত্রী দিলে গলে দড়ি, বলে এটা ঘরোয়া..
আসলে স্ত্রী গলায় দড়ি দিলে বিষয়টি আর ঘরোয়া থাকেনা।
"আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন, ভারতে যা ঘটছে তা সেদেশের অভ্যন্তরীণ বিষয়! "
এটি যদি ভারতের অভ্যন্তরীণ বিষয় হয়ে থাকে তবে রোহিঙ্গা ইস্যুও মিয়ানমারের অভ্যন্তরীণ ছিল! তাই ছিল কি?
কেউ যদি ঘরের মধ্যে বউকে ল্যাংটা করে পশুর মতো পেটায়, আর তার চিৎকার বাহিরে আসে। তবে সেই বউ পেটানো যেমন গৃহের অভ্যন্তরীণ বিষয় থাকেনা, তেমনি কোন দেশ তার নির্দিষ্ট কিছু গোষ্ঠীর উপর হত্যা নিধন চালালে সেটা আর সেই দেশের অভ্যন্তরীণ বিষয় থাকতে পারেনা!
১৯৭১ সালে বাঙালির উপর গণহত্যা পাক সামরিক শাসক পাকিস্তানি অভ্যন্তরীণ বিষয় বলে প্রচার করেছিল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটা প্রমাণ করেছিলেন যে পাক-সেনাদের নিপীড়ন কোনভাবেই পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নয়, সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আর সেটি প্রমাণ করে সমস্ত বিশ্বকে বাঙালি জাতির পক্ষে করেছিলেন বলেই আজ আমরা স্বাধীন জাতি।
তিনি এটাও বলেছেন, যে ভারতের সাঙ্গে আমরা রক্তে মাংসে মিশে আছি তাই তাদের অবজ্ঞা হবে তা করা আমাদের উচিৎ হবেনা ।
যদি তাই হয় তবে ভারতের সাধারণ নাগরীকরা কি করলো ? তাদের পাশে অামরা দাঁড়াতে পারছিনা কেন যারা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে ? ভারতের যে দল স্বাধীনতার জন্য এতো অবদান দিয়েছে সেই দল বিজেপি নয়, সেটা হলো কংগ্রেস । আর এই দাঙ্গাতে জনগণের পক্ষে কথা বললে সেই দলের বিপক্ষে হয়না যারা অামাদের স্বাধীনতা দিতে সাহায্য করেছে ।
ভারত নামক দেশটির অবদানকে অস্বীকার করতে কেউ বলছেনা, বরং মানোবতার দিক চিন্তা করে কৌশলগত ভূমিকা ঠিক রেখে জনগণের পক্ষে কাজ করূণ । যদি না পারেন কোন বিতর্কীত মন্তব্য দেবার দরকার নেই , কেননা জনগণের সেন্টিমেন্টে লাগে । এ দেশের মানুষ অনেক মানবতা বাদী ।
সুতুরাং ভারতে যা ঘটতে তা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে চাপিয়ে গেলে সভ্য জাতি মেনে নিবেনা। মানবতা মনুষ্যত্ব বলে কিছু ব্যাপার থাকে। প্রতিবাদ করার ভাষা না থাকলে না বলুন, সাপোর্ট দিবেননা।
সাথে সাথে জাতিকে সজাগ রাখুন যাতে ভারতের রেষ ধরে এদেশে কিছু উগ্রবাদী বিতর্কিত কাজ না করে বসে।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৯
নেওয়াজ আলি বলেছেন: মনোহর লেখা।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪
একাল-সেকাল বলেছেন:
আওয়ামীলীগ ভারত কে এদেশের ভাসুর বানিয়েছে। সমালোচনা তো দুরের কথা, যেন নাম মুখে আনাই পাপ। ভারতের ভ্রাতৃবধু হওয়ার জন্যও এদেশের একটা শ্রেণী সর্বদাই সেজেগুজে বসে থাকে।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:১৯
মেহেদীহাসান- বলেছেন: সব দল সেটা বানিয়েছে ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন: ওবায়দুল কাদের সাব এর কথার কোনো মূল্য নাই ।