![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার
অক্টোবরেই গাঁটছড়া বেঁধেছেন সাইফের সঙ্গে। তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা কারিনা নাকি মা হতে চলেছেন। কিন্তু সবকিছু নস্যাৎ করে দিয়ে বেবো জানালেন তিনি আদপেও কোনওদিন মা নাও হতে পারেন!
মিডিয়ার ওপর এ দিন কিছুটা ক্ষুব্ধ কারিনা বলেন, ‘আগে লোকের মাথাব্যাথা ছিল আমাদের বিয়ে নিয়ে। এখন চিন্তা হয়েছে কবে আমার সন্তান হবে সেটা নিয়ে কে বলতে পারে, আমি হয়ত কোনওদিনই মা হব না। আমার মাত্র ৩২ বছর বয়স। সাইফের দুটি সন্তান রয়েছে। আমরা কোনও সেকেলে ভারতীয় দম্পতি নই যারা শুধু সন্তানের জন্ম দিতে বিয়ে করে। আমরা আধুনিক।’
বিয়ের পর অভিনেত্রীদের দর কমে যাওয়ার মিথও এদিন উড়িয়ে দিয়েছেন কারিনা। বলেন, "আমি বিয়ের পর আমার থেকে বয়সে ছোট অভিনেতা ইমরান খানের সঙ্গে কাজ করছি। সেটাই আশা করি এই মিথ্যাকে ভুল প্রমাণ করেছি। আমার মনে হয় বিয়ের পর অভিনয় জীবন শেষ হয়ে যায় এটা অত্যন্ত সেকেলে ধারনা। আমরা ২০১৩ সালে রয়েছি। বিয়ে করেও কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমি নিজে নিয়েছি। আমি আর সাইফ আধুনিক মানুষ। মনে হয় ভারতের জনতা এখনও `ডায়নোসর` যুগে পড়ে রয়েছে।" লেখাটি ঢাকাটাইমস২৪ থেকে নেয়া
©somewhere in net ltd.