নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান

হঠাৎ করে ইচ্ছে গুলো বোধয় দুটি ডানা পেলো আকাশ পানে উরে যেতে চায় তোমার মনের বারান্দাতে ভালোবাসায় আসকারাতে তোমায় শুধু ছোয়ে যেতে চাই

মেহেদী হাসান_আকাশ

লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার

মেহেদী হাসান_আকাশ › বিস্তারিত পোস্টঃ

দাঁতের রং ঝকঝকে উজ্জল ও সাদা রাখতে কি কি যত্ন নেয়া প্রয়োজন

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৪২

১. নিয়মিত সকাল ও রাতে ভালো মানের টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। চিনিযুক্ত খাবার যেমন চকোলেট, চুইংগাম, মিষ্টি, কোমল পানীয় ইত্যাদি খাওয়ার সাথে সাথে দাঁত ব্রাশ করে নিতে হবে।





২. নিয়মিত শরীর ও দাতের জন্য উপকারি খাবার যেমন রকমারি ফলমূল, শাক-সব্জি, মাছ, চর্বিবিহীন মুরগির মাংস, চর্বিবিহীন কচি লাল মাংস, বিভিন্ন ধরনের সব্জি ও লৌহ জাতীয় খাবার গ্রহণ করতে হবে।





৩. দাঁতের মাড়িতে পাথরের মতো কালো কালো জমে থাকলে বা ইনফেকশন হয়ে থাকলে স্কেলিং করিয়ে নিন।





৪. ভাঙ্গা দাতের অংশ থাকলে ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে।





৫. ডায়াবেটিসের রোগিদের মুখে লালার পরিমান কম থাকে তাই এক্ষেত্রে ঘন ঘন পানি পান করতে হবে।

লেখাটি এই ওয়েব সাইট থেকে নেয়া

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৯

বাধা মানিনা বলেছেন: আমার দাত দিয়ে রক্ত পড়ে। কিছুক্ষন চুপচাপ থাকলে, অনেক ক্ষন কথা বললে, রাগ করলে, প্রচন্ড উত্তেজিত হলেও রক্ত পরে। কি করা উচিত বুঝতে পারছি না।

২| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৩

থিস্‌ট মাইন্‌ড বলেছেন: সবই ঠিক আছে শুধু কোমল পানীয় খাওয়ার পর সাথে সাথে ব্রাশ করবেন না, কারণ কোমল পানীয়তে ফসফরিক এসিড থাকে, পান করার কিছুক্ষন পর্যন্ত এটা দাতেঁর এনামেল কে নরম রাখে ফলে আপনি সাথে সাথে ব্রাশ করলে এনামেল ক্ষয় হবে।

৩| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৭

থিস্‌ট মাইন্‌ড বলেছেন: বাধা মানিনা @ আপনার এই প্রবলেমটাকে জিনজিভাইটিস বলে। আশেপাশের কোন ডেন্টাল চেম্বারে গিয়ে বি ডি এস ডিগ্রী ধারী কোন ডেন্টিস্টের কাছে স্কেলিং করিয়ে নিবেন, আর ভিটামিন সি জাতীয় খাবার বেশী করে খাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.