![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার
১. আল্লামা শফি বলেন, ‘আপনারা মেয়েদের স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করাইতেসেন। কেন করাইতেসেন? তাদের ক্লাস ফোর-ফাইভ পর্যন্ত পড়াইবেন যাতে বিবাহ শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব রাখতে পারে। আপনার মেয়েকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইতেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন। কিছুদিন পর আপনার মেয়ে, নিজে নিজে একটা স্বামী জোগাড় কইরা লাভ ম্যারেজ, কোর্ট ম্যারেজ কইরা চইলা যাবে। আপনার কথা স্মরণ করবে না’। তথ্য সুত্র : ঢাকাটাইমস২৪
হেফাজতের আমিরের দাবি, সহশিক্ষা থাকলে ছেলেদের পড়ায় মনযোগ থাকে না। তিনি বলেন, “মহিলাদের ক্লাসের সামনে দিকে বসানো হয়, পুরুষরা কি লেখাপড়া করবে?”
শফির দাবি মেয়েরা হচ্ছে “তেঁতুলের মত। ছোট্ট একটা ছেলে তেঁতুল খাইতেসে, তা দেখলে আপনার মুখ দিয়া লালা ঝরবে। তেতুল গাছের নিচ দিয়া আপনি হাইটা যান তাইলেও আপনার লালা ঝরবে। দোকানে তেঁতুল বিক্রি হইতে দেখলেও আপনার লালা ঝরবে। ঠিক তেমনি মহিলাদের দেখলে দিলের মাঝে লালা ঝরে। বিবাহ করতে মন চায়। লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ করতে মন চায়। দিনরাত মেয়েদের সাথে পড়ালেখা করতেসেন, আপনারা দিল ঠিক রাখতে পারবেন না। রাস্তাঘাটে মেয়েদের সাথে চলাফেরা করতেসেন, আপনার দিল ঠিক রাখতে পারবেন না। যতই বুজুর্গ হন আপনার মনের মাঝে কু খেয়াল আইসা যাবে। এইটা মনের জেনা, দিলের জেনা। এইটা একসময় আসল জেনায় পরিণত হবে। কেউ যদি বলে মেয়ে মানুষ দেখলে আমার দিলের মাঝে লালা ঝরে না, তাহলে বলব তোমার ...(লেখার যোগ্য না), তোমার পুরুষত্ব নষ্ট হয়া গেছে। তাই মহিলাদের দেখলে তোমার কু ভাব আসে না। "
তথ্য সুত্র : ঢাকাটাইমস২৪
আমার কোন দায় দায়িত্ব নেই চাইলে মুল লেখা এইখানথেকে দেখে আসতে পারেন
২| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬
মোমের মানুষ বলেছেন: আর কত চামচামি করবেন, ৪-০ তে হারার পর, এটাকে ৫-০ বানালেন। তারপরও জনতার চাহিদা, মনের আকান্খা বুঝতে ব্যর্থ হচ্ছেন?
৩| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮
লিঙ্কনহুসাইন বলেছেন: শফি একটা ভণ্ড
৪| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০১
রবিন আলম বলেছেন: শফি নিয়ে আর কত গ্যাজাবেন? আর কিছু না পাইলে, চুদুর বুদুর.কম নিয়ে গ্যাজান।
৫| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫
ভুলে ভরা জিবন বলেছেন: আমরা মুসলিম, ইসলামের হেফাজতকারী নই। একমাত্র আল্লাহই ইসলামের হেফাজতকার। যারা হেফাজতে ইসলাম দাবী করে, তারা মুশরিক ও খোদা দাবীকারী। এদের তো কঠিন শাস্তি দেওয়া উচিত
৬| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: শফি হুজুর বনাম মডারেট মুসলিম । আসলে ভণ্ড কারা? জানতে হলে পড়ুন।
Click This Link
৭| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১
লীনা জািম্বল বলেছেন: বেসম্ভব কথা -----
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬
মুক্ত মণ বলেছেন: ঢাকাটাইমস ২৪ লীগ