![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার
গবেষকদের গবেষণার যেন শেষ নেই। বিষয়-বৈচিত্রও দিনকে দিন ছাড়িয়ে যাচ্ছে কল্পনাকেও। আজ বেগুনের গুণ আবিস্কার হলো তো আগামিকাল আবিস্কার হবে এর বে-গুন। এবার গবেষকরা পেলেন পর্নোছবির কুফল। পর্নো আসক্ত নারীদের জন্য এটা ভারি দু:সংবাদও বটে। মাত্রাতিরিক্ত পর্নো ছবি কিংবা কোন অশ্লীল নগ্ন ছবি দেখার ফলে নারীদের অন্ধ হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে বলে গবেষকরা দাবি করছেন।
নতুন এক গবেষণায় দেখা যায়, পর্নো ছবি দেখার ফলে সুস্থ নারীদের দর্শনেন্দ্রিয়ের রক্ত প্রবাহ হ্রাস পায়। এতে তাদের দৃষ্টিশক্তি ব্যাহত হতে পারে। দাবি বিশেষজ্ঞদের।
নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্রোনিনজেন মেডিকেল সেন্টারের ইউরোনিউরোলজিস্ট ডা. গার্ট হোলস্টেজ বলেছেন, গবেষণার ফলাফলে ধারণা করা হয়, হার্ডকোর যৌন, নগ্ন ও উত্তেজনামূলক দৃশ্যসংবলিত ছবি দেখার সময় নারীদের চোখে আগের চেয়ে অনেক বেশি মাত্রায় যৌন উদ্দীপনা তৈরি হতে দেখা যায়।
এ মাসের জার্নাল অব সেক্সচুয়াল মেডিসিনে প্রকাশিত ফলাফলে সমীক্ষায় অংশগ্রহণকারীদের মোট তিন ধরনের ছবি দেখানো হয়েছিল। একটি ক্যারিবিয়ান সাগরের প্রাণীর ওপর তথ্যচিত্র,একটি হালকা পর্নো (ডবল-এক্স) ছবি এবং একটি একেবারেই খোলামেলা পর্নো (থ্রি-এক্স) ছবি। সূত্র : অলশেয়ার নিউজ
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৭
নীল জানালা বলেছেন: দারুন খবর হোনাইলেনতো মেন্দি ভাই!!!