![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার
বুধবার সকাল ৮টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের সামাদ ফকিরের স্ত্রী মিনি বেগমের পেট থেকে এক অদ্ভুদ আকৃতির শিশুর জন্ম হয়েছে। শিশুটির মাথা ও হাত ২টি মানুষ আকৃতির হলেও কোমড়ের নিচের অংশ অদ্ভুদ আকৃতির।
পা বিহীন শিশুটির মলদার ও কোন লিঙ্গ নেই,পিছনে কোমড়ের নিচে ছোট ১টি লেজ রয়েছে এবং পা দুটি জোড়া লাগানো নৌকার মস্তুলের মতো।শিশুটি জন্মের ৫মিনিট পরেই মৃত্যু বরণ করে তার মা অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে। অদ্ভুদ শিশুটিকে দেখার জন্য শত শত মানুষ ভির করে। শিশুটি ছবি
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
হেডস্যার বলেছেন:
অদ্ভুদ শিশুটিকে দেখার জন্য শত শত মানুষ ভির করে।
বাঙ্গালীর খাইয়া দাইয়া আর কি কাম !!