নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান

হঠাৎ করে ইচ্ছে গুলো বোধয় দুটি ডানা পেলো আকাশ পানে উরে যেতে চায় তোমার মনের বারান্দাতে ভালোবাসায় আসকারাতে তোমায় শুধু ছোয়ে যেতে চাই

মেহেদী হাসান_আকাশ

লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার

মেহেদী হাসান_আকাশ › বিস্তারিত পোস্টঃ

ধরা পড়লে বেকারদের জরিমানা শিথিল জার্মানি এখন হচ্ছে বাংলাদেশেও হবে অদুর ভবিষ্যতে

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২০

জার্মানির বার্লিনে প্রকাশ্যে যৌনসম্পর্ক স্থাপনরীতি আশঙ্কাজনক হারে বাড়ছে। আর এ সম্পর্কের বেলায় স্থান বিবেচনার ক্ষেত্রেও কোনো বাছ বিচার করা হচ্ছে না। পার্ক, রাস্তা, পার্কিং-এর জায়গা, নদীর পাড়, বাগান, এমনকি বাড়ির ছাদ- যেখানে সম্ভব সেখানেই এটা করছেন দম্পত্তি কিংবা প্রেমিক যুগল।



বিষয়টি শহরে এত তীব্র আকার ধারণ করেছে যে কর্তৃপক্ষও এ নিয়ে উদ্বিগ্ন। অগত্যা এ ঘটনা নিয়ন্ত্রণে জরিমানার উদ্যোগ নিয়েছে পুলিশ।



অবশ্য জরিমানার ক্ষেত্রে নিয়ম খানিকটা শিথিল করেছে কর্তৃপক্ষ। বেকাররা এক্ষেত্রে ছাড় পাবেন। বিব্রতকর অবস্থায় ধরা পড়লে তাদের ৩৪ ইউরো জরিমানা দিতে হবে।



জার্মান পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১২ সালে উন্মুক্ত পরিবেশে এ রকম সম্পর্কে অংশ নেয়া ২৩৯ জনকে জরিমানা করেছে পুলিশ। জনপ্রতি গড়ে দেড়শো ইউরো জরিমানা করা হয়। আগের তিন বছরের তুলনায় এ বছরে জরিমানার হার দ্বিগুণ বেড়েছে।



বার্লিনের সবচেয়ে বিখ্যাত বাগান হচ্ছে ‘টিয়ারগার্টেন’ এবং সবচেয়ে জনপ্রিয় ‘ট্রেপটাওয়ার পার্ক’। এ দুটি জনপ্রিয় স্থানেও পুলিশের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।



জার্মান আইনে অবশ্য পাবলিক প্লেসে নগ্ন হতে বাধা নেই। দেশটির আইন অনুযায়ী খোলা আকাশের নিচে যৌনসম্পর্ক করতেও আইনগত নিষেধ নেই। অন্তত একটি টাওয়েল ব্যবহার করে নিজেদের ঢেকে রাখতে হবে। সংবাদ টি এই সাইট থেকে কপি করা তথ্য সুত্র :: ডয়চে ভেলে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.