নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান

হঠাৎ করে ইচ্ছে গুলো বোধয় দুটি ডানা পেলো আকাশ পানে উরে যেতে চায় তোমার মনের বারান্দাতে ভালোবাসায় আসকারাতে তোমায় শুধু ছোয়ে যেতে চাই

মেহেদী হাসান_আকাশ

লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার

মেহেদী হাসান_আকাশ › বিস্তারিত পোস্টঃ

মহিষ যদি মানুষের বাচ্চা জন্ম দিতে পারে তাহলে মানুষের দরকার কি?

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫০

থাইল্যান্ডে মানব শিশুর আকৃতির বাচ্চা প্রসব করেছে একটি বিস্ময়কর মহিষ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



থাইল্যান্ডের সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, মহিষের সদ্যজাত বাচ্চাটিকে মনুষ্য শিশুর মতোই পাটিতে রাখা হয়েছে। শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ খানিকটা মানুষের মতো মনে হলেও মুখাবয়ব একেবারেই মানুষের আকৃতির। অবশ্য হাত-পা’র আকৃতিতে খানিকটা মহিষের সাদৃশ্য আছে। কিন্তু সবদিক থেকে মহিষের বাচ্চাটিকে মানুষের আকৃতিরই মনে হচ্ছে।



সংবাদ মাধ্যম জানিয়েছে, ভূমিষ্ট হওয়ার পরপরই বাচ্চাটি মারা যায়।



স্থানীয় বাসিন্দারা এই বিস্ময়কর ঘটনাকে সৌভাগ্যের প্রতীক অলৌকিক ঘটনা ধরে নিয়ে মঙ্গলের জন্য প্রার্থনা-অর্চনা শুরু করেছেন। ছবিটি এইখানে

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৭

আরিফুর রহমান বাবুল বলেছেন: Picture kotay?

২| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৭

আরিফুর রহমান বাবুল বলেছেন: Picture kotay?

৩| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৮

মো: আজিজ মোর্শেদ বলেছেন: কিছু আগে এক নির্বোধ বালক কতৃক গাভী ধর্ষনের খবর পেপারে পড়েছিলাম! এটা কি তারই কোন আলামত B:-) :-B :||

৪| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২০

ভবঘুরে তানিম বলেছেন: এটা ২০১২ সালের ঘটনা মনে হয়। বিভিন্ন পেজ আর নিউজের ওয়েবসাইট গুলা জনপ্রিয়তা পাওয়ার জন্য কিছুদিন পর পরই এটা নতুন করে প্রচার করে, দেখতে দেখতে বিরক্ত হয় গেলাম।। :D

৫| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৭

ভবঘুরে তানিম বলেছেন: এটা ২০১২ সালের ঘটনা মনে হয়, বিভিন্ন পেজ র নিউজের ওয়েবসাইটগুলা জনপ্রিয়তা পাওয়ার জন্য এ ধরনের খবর কয়েকদিন পরপরই প্রকাশ করে, দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম। #:-S #:-S

৬| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮

ভবঘুরে তানিম বলেছেন: এটা ২০১২ সালের ঘটনা মনে হয়, বিভিন্ন পেজ র নিউজের ওয়েবসাইটগুলা জনপ্রিয়তা পাওয়ার জন্য এ ধরনের খবর কয়েকদিন পরপরই প্রকাশ করে, দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম। #:-S #:-S

৭| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৩

ডরোথী সুমী বলেছেন: সৃষ্টিকর্তা তাঁর দেয়া অস্বাভাবিক জিনিস আবার তুলে নিয়েছেন। মানুষকে অস্বস্তিতে পরতে দেননি। এই হল তার মহিমা। এই ধরনের ঘটনায় আরও বেশি করে তাঁর গৌরব করা দরকার।

৮| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৬

এস এইচ খান বলেছেন: নাস্তিক মামুদের জন্য চমৎকার রেফারেন্স ;) মামুরা কই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.