নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান

হঠাৎ করে ইচ্ছে গুলো বোধয় দুটি ডানা পেলো আকাশ পানে উরে যেতে চায় তোমার মনের বারান্দাতে ভালোবাসায় আসকারাতে তোমায় শুধু ছোয়ে যেতে চাই

মেহেদী হাসান_আকাশ

লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার

মেহেদী হাসান_আকাশ › বিস্তারিত পোস্টঃ

পুরুষের হবে ডিম্বানু আর নারীর হবে শুক্রানু পুরুষ পুরুষ থাকলে তোদের সমস্যাটা কি?

২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৬

এতোদিন পুরুষের শুক্রানু আর নারীর ডিম্বানুর সমন্বয়ে জন্মনিতো একটি শিশু। কোন মানব শিশুকে পৃথিবীতে আসতে হলে নারী ও পুরুষের শুক্রানু-ডিম্বানুর যৌথ মিশ্রনেই আসতে হতো। এ ক্ষেত্রে নারী পুরুষ দুজনকেই প্রয়োজন।



তবে এবার সেই চিরায়িত হিসাব বদলে দিতে চলেছেন বিজ্ঞানীরা। পুরুষের দেহে তৈরি হচ্ছে ডিম্বাণু! নারী শরীরে পাওয়া যাচ্ছে শুক্রাণু! অবাক করার মত হলেও এবার এই অবাস্তবকে বাস্তবায়িত করার লক্ষ্যে দৌড় লাগাল বিজ্ঞান। জাপানের বিজ্ঞানীরা দাবি করেছেন অদূর ভবিষ্যতে মহিলাদের শরীরে শুক্রাণু ও পুরুষদের শরীরে ডিম্বাণু তৈরি করা সম্ভব হবে।



কয়োটা বিশ্ববিদ্যালয়ের গবেষক কাতসুহোকো হায়াসি তার গবেষণা পত্রে ইঁদুরের ত্বক কোষ থেকে প্রাইমোরডিয়াল জার্ম কোষ তৈরি করার প্রক্রিয়ার কথা বলেছেন।



এই প্রাইমোরডিয়াল জার্ম কোষ থেকে পুরুষ ও মহিলা জনন কোষ তৈরি হয়। যে জনন কোষ গুলি পরবর্তী কালে পুরুষ দেহে শুক্রাণু ও নারী দেহে ডিম্বাণুতে পরিণত হয়।



যদিও ত্বক কোষ থেকে প্রাইমোরডিয়াল জার্ম কোষ তৈরি করার পদ্ধতিটি একেবারে তার প্রাথমিক পর্যায়ে রয়েছে তবুও এই গবেষণা সম্পর্কে ভীষণই আশাবাদী কাতসুহোকো হায়াসি। এই গবেষণা সাফল্য পেলে চিকিৎসাবিজ্ঞানে নতুন দিক খুলে যাবে। বদলে যাবে বন্ধ্যাত্বের সংজ্ঞা। সন্তানহীন মায়েদের বন্ধ্যাত্ব ঘুচে যাবে।তবে এর সঙ্গে সঙ্গে সম্ভব হবে আরও এক অবাস্তব। নারী শরীরে তৈরি করা যাবে শুক্রাণু। পুরুষ শরীরে ডিম্বাণু। সুত্র অলশেয়ারনিউজ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩২

বাগসবানি বলেছেন: জাপানিরা তো জনসংখ্যা নির্মূলে ব্যস্ত ছিল । হঠাৎ আবার কি হইল ।
এখন কি তো তবে আমরা উভলিঙ্গ সমাজগঠন করব?

২| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

ইউরো-বাংলা বলেছেন: যত্তসব ভন্ডামী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.