| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহেদী হাসান_আকাশ
লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার
অপরাধীর শরীরের ক্যাভিটি সার্চ হলো অপরাধতত্ত্বের তদন্তমূলক একটি বিষয়। চোর বা চোরাচালানকারীদের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়।
ক্যাভিটি শব্দের অর্থ হল রন্ধ্র। চোরাচালানকারীরা অনেক ক্ষেত্রে পুলিশের চোখ ধুলো দিতে শরীরের বিভিন্ন রন্ধ্র যেমন, নাকের ফুটো, মুখগহ্বর, পায়ুছিদ্র, যোনিগহ্বর প্রভৃতি স্থানে মাদক, চুরি করে সোনা বা অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখে। অপরাধীদের এই ধরণের অপরাধ প্রমাণ করতে শরীরের রন্ধ্রে যে তল্লাশি চালানো হয় তাকেই ক্যাভিটি সার্চ বলে।
ক্যাভিটি সার্চ মূলত দুধরণের হয়। ভিজুয়াল ও ম্যানুয়াল।
ভিজুয়াল পদ্ধিতে শরীরের বিভিন্ন রন্ধ্রে বা পুরুষ ও মহিলার গোপন অঙ্গে জোরালো আলো ফেলে দেখা হয় কোনো জিনিস লুকিয়ে রাখা হয়েছে কি না। দ্বিতীয় অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে হাত, আঙুল বা চিমটে ঢুকিয়ে খোঁজা হয় নিষিদ্ধ বস্তুটি।
প্রিজনার অপারেশন সার্ভিস ডাইরেকটিভস
শরীরে তল্লাশি চালানোর জন্য মার্কিন মার্শাল সার্ভিস-এর একটি আলাদা প্রোটোকল ডকুমেন্ট ‘দ্য প্রিজনার অপারেশন সার্ভিস ডাইরেকটিভস’ রয়েছে।
চার ধরনের শরীরী তল্লাশি
মার্কিনওই নথি অনুসারে মার্শালদের প্যাট ডাউন সার্চ, ইন-কাস্টডি সার্চ, ডিজিটাল ক্যাভেটি সার্চ এবং স্টিপ সার্চ এই চার ধরণের তল্লাশির ক্ষমতা রয়েছে।
তল্লাশির ক্ষেত্রে নিয়মাবলী
২|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০
HHH বলেছেন: ঠিক করছে :!> :!>
৩|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১
পাঠক১৯৭১ বলেছেন: বেশ আনন্দ পাচ্ছেন মনে হয়?
৪|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২
পাঠক১৯৭১ বলেছেন: সমস্যার কারণ হলো, ওরা মনে করেছিল ভারতীয় মেয়েটার নাম দেবযোনী।
৫|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯
পথহারা নাবিক বলেছেন: ফুটু দিলে ভালো কইরা বুঝতাম!! ![]()
৬|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
আল ইফরান বলেছেন: দেবযানিরে কোনটা করছিলো, ভিজুয়াল নাকি ম্যানুয়াল ?
কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩
নানাভাই বলেছেন: শরীরের বিভিন্ন রন্ধ্র যেমন, নাকের ফুটো, মুখগহ্বর, পায়ুছিদ্র, যোনিগহ্বর প্রভৃতি স্থানে মাদক, চুরি করে সোনা বা অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখে। অপরাধীদের এই ধরণের অপরাধ প্রমাণ করতে শরীরের রন্ধ্রে যে তল্লাশি চালানো হয় তাকেই ক্যাভিটি সার্চ বলে।
কূটনীতিক দেবযানীর ক্যাভিটি সার্চ শিরোনাম হওয়া উচিৎ ছিল।
বিনুদুন পাইলাম।