![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপদে আপদে সামু ই শেষ আশ্রয়স্থল।
অনেক কষ্ট করে কিছু টাকা জমাইছি, বহু দিনের শখ একটা ট্যাবলেট কিনবো। দামের সাথে আমার চাহিদার সমন্বয়ে আমার কাছে ওয়ালটন ৮ বি ট্যাবলেট এর ফিচার গুল ভালো লেগেছে।
এর সম্পর্কে কয়েকটি বিষয় জানতে চাই।
১। এতে কোন গরিলা গ্লাস নাই। গরিলা গ্লাস ছাড়া ট্যাবলেট এ কি কোন সমস্যার সম্মুখীন হতে হবে??
২। গরিলা গ্লাস এর বিকল্প কি হতে পারে???
৩। যদি কোন সমস্যা দেখা দেয়, তার সম্ভাব্য সমাধান কি??
আমি এন্ড্রয়েড সম্পর্কে অনেক অজ্ঞ।
এক্সপারট ভাইরা সাহায্য করুন।
১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৪
মো: মেহেদী হাসান শুভ বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
মদন বলেছেন: কেনার আগে কিছু মতামত দেখে কিনুন হয়তো কাজে লাগতে পারে http://www.tabletbd.com/walton-walpad-8b.html
৩| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২১
দি সুফি বলেছেন: কষ্টের টাকা দিয়ে যখন কিনবেনই, ভালো জিনিস কিনুন!
৪| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
ভোরের সূর্য বলেছেন: ট্যাব যেহেতু কিনবেন তাই ভাল ব্রান্ড কেনাই ভাল কেননা এটা সম্পূর্ণ প্রফেশনাল ব্যবহারের জন্য।যদিও জানিনা কি জন্য আপনি ট্যাব কিনবেন তবে তথাকথিক চাইনিজ ব্রান্ড(ওয়ালন্টন,সিম্ফনী,ম্যাক্সিমাস) না কিনে ভাল জিনিস কিনুন কারন ট্যাবের সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ,ভাল রেজুলেশন এবং ভাল স্পীড।এসব পারফরমেন্স কতটা ভাল হবে ওয়াল্টনে সেটা সন্ধিহান। তাছাড়া এসব নতুন প্রডাক্টে কেম সার্ভিস(কেনার পর সমস্যা হলে ওরা ভালভাবে আপনার সেটা টা সার্ভিস করে দিতে পারবেনা কিনা) পাবেন সেটাও কেউ জানেনা।
যদি বাজেট কম হয় তাহলে আলাদা কথা। তবে যদি ২০০০০টাকার উপর বাজেট হয় তাহলে লেনোভো,আসুস প্যাড,স্যামসাং গ্যালাক্সি ৩ কিংবা গুগল নেক্সাস৭ কেনাই ভাল।আমি ব্যাক্তিগতভাবে গুগল নেক্সাস ব্যবহার করি এবং বেশ ভালই চাপ পড়ে এটার উপর।আজকে প্রায় ১বছর ৩মাস হতে চললো এখনোও ৮ ঘন্টা চলে একবার চার্জ দিলে আর প্রসেস্র স্পীডো খুব ভাল।আমি বলছিনা আমার ব্রান্ড কিনুন। আমি আগেই বলে দিয়েছি কি ব্রান্ড কিনতে পারেন।তবে যাই কিনুন না কেন।চাইনিজ থেকে দূরে থাকুন।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩২
সাইফুল আজীম বলেছেন: গরিলা গ্লাস না থাকলে সমস্যার তেমন কিছুই নাই। সাবধানে ব্যবহার করতে হবে এই আর কি! দুই বছর ধরে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ২ ব্যবহার করছি গরিলা গ্লাস ছাড়াই। গরিলা গ্লাসের বিকল্প হিসেবে ভালো মানের কভার ব্যবহার করতে পারেন যেমনটা আমি করে থাকি।