![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জিবনে সব হারিয়ে একা । আজ ও কিন্তু তেমন কিছুই পাইনাই । না পাওয়ার কারনে একা ।
কিছু গল্প
সাজিয়েছি অল্প ।
কেননা পড়বে তুমি অল্প
।
একটা চোখ
কিছু পাপড়ী
ভেজায় শিক্ত
জরিয়ে অশ্রু
লুকিয়ে কাঁদে
তোমার পানে ।
কেনো জানিনা
মন বলে
দেখিনাই তোমায়
এর আগে ।
তোমার চেতনায়
তোমার প্রতিক্ষায়
রয়েছে এই মন ।
কবে দেখবো তোমায় . . .
(মেহেদি)
©somewhere in net ltd.