নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপুর্নতায় পুর্ন এ জিবন ।

গধুলির রংঙ্গে মেহেদি

আমি জিবনে সব হারিয়ে একা । আজ ও কিন্তু তেমন কিছুই পাইনাই । না পাওয়ার কারনে একা ।

গধুলির রংঙ্গে মেহেদি › বিস্তারিত পোস্টঃ

এক নস্ট ছেলের কাহিনী।

০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:০০

চলোনা দুজনে আজ মিলে গড়ি আমাদের সপ্নের পৃথিবী। গান শনা আর বলা ছারা কিছুই জানি না। আমি কিন্তু গায়ক না।



আমি নস্ট একটা ছেলে। লিখাটা পরলে হয়তো বুঝতে পারবেন যে কেনো।।।।।



ভাই জিবনের এই উইন্ডোজ সিস্টেম টা অনেকাংশ কম্পিউটার এর মতো হয়ে গেছে।



কিছু ভাইরাস জনিত লোক আমার মেন্টালিটি তাদের মতো করে নিয়েছে।



তাদের আর্থিক ভালোর জন্য আমার জিবনের সকল চাউয়া পাওয়া আজ ধংসের দিকে।





কিছু মানুষ যারা তাদের আর্থিক লাভের জন্য আমায় তাদের বাসায় নিয়ে যায় যা কথা ছিলো তার উল্টো টা আমার সাথে ঘটায়।





ভাই আমি বাপের ১ টাই ছেলে।

আমার পিতা মাতার ১ টা ভুলের জন্য আজ আমার জিবন অচল হয়ে যাচ্ছে।



গতো ৩ বছরে আমার জিবন থেকে সব হারিয়ে গেছে।



এই ৩ বছরে যা দেখেছি আর জেনেছি আর যা করেছি তা অনেক এর ভাগ্যে আসে না।





আজও আমার লোক সমাজে আমি কনো দাম পাইনা।

জিবনের মুল ভিত্তি গঠিত হউয়ার আগেই আমি ভেংগে গেছি।





আমি ssc পাস করি ২০১১ তে।

জিপিএ ৪.৯৪ পাই বিজ্ঞান শাখা থেকে।



তারপর আমার মামা আমায় তাদের বাসায় নিয়া যায় পাবনা তে। আমি যেতে চাইনাই কিন্তু আমার মা বাবা আমায় জোর করে পাঠায় দিছিলো।





যাই হোক তখন থেকেই আমার জিবনের কালো মেঘ ধরেছে আজও শেয প্রান্ত দেখতে পারি নাই।



মেঘগুলো বৃষ্টিপাত হয়ে বের হচ্ছে আমার চোখ দারা।





জিবনের কথা গুলি পাট বাই পাট পোস্ট করবো।



এই অধম এর জিবনের ইতিহাস জান্তে ইচ্ছা থাকলে পড়তে পারেন।







আজ রাতে ১২ টায় প্রথম পোস্ট করবো।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.