নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

You are who you keep seeking for!

১২৩৪

:))))))<

১২৩৪ › বিস্তারিত পোস্টঃ

গেটিং ব্যাক টু ইনোসেন্স! নববর্ষ। আর মিয়ানমারের বার্তা !

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৪

নববর্ষে আমি কি করলাম মায়ের প্রশ্ন! অনেক উত্তেজনার সাথে বললাম আজকে দারুন একটা কেস ছিল। এর আগে আমি একিউট এবডোমেন এর পেশেন্ট দেখেছি কিনতু আমার ফাস্ট ইন্ডিপেন্ডেন্ট ডায়াগনসিস এটা। একিউট এবডোমেন ডাক্তারদের কাছে উত্তেজনার একটি বিষয় কারণ বেপারটা ভীষণ সিরিয়াস। সঠিক সময়ে ডায়াগনসিস করতে না পারলে আর খুব অল্প সময়ে মধ্যে অপারেট না করতে পারলে রোগী মারা যেতে পারেন। সো আই সেভড এ লাইফ টুডে ! ইট গিভস মি থ্রিল।
যাই হোক। মা খুশি হয়নি আমার উত্তর শুনে। আমার মায়ের জবাব নববর্ষে অন্যের মেয়েরা কত সুন্দর সেজে গুঁজে হাসি মুখে পরিবারের সাথে সময় কাটাচ্ছে। আমার মা এবং আমার পুরো ফ্যামিলি আমাকে এলিয়েন হিসেবে দেখে কারণ আমার মতো আনসোশাল এবং এন্টিসোশাল মানুষ হতে পারে না এইটা তাদের বিশ্বাস ।
আমি ঘটনা কোন দিকে যাচ্ছে টের পেয়ে দ্রুত নববর্ষ উইশ করে কফি নিয়ে বসলাম। ক্যাফেইন এর দরকার হয় প্রতিবার নিজের ইন্ট্রোভার্ট পার্সোনালিটি নিয়ে বিব্রত হবার পর!
ফেইসবুক খুলে দুই একজন কে উইশ করলাম । নিউজফীড প্রচন্ড কালারফুল আজ।দেশ মিস করছি আর ভাবছি মায়ের আক্ষেপ কমানোর কোনো ওয়ে আছে কিনা! ফ্রেন্ডসদের শেয়ার করা দারুন সব উৎসব মুখর ছবিতে লাইক দিতে দিতে ভাবছি হোয়াট ইজ “নববর্ষ” ফর মি ?
হঠাৎ চোখে পড়লো এক ফ্রেন্ডএর শেয়ার করা অ্যালবাম ।মিয়ানমার এর আর্মি কার্ডিওলজিস্ট। ব্রিলিয়ান্ট বললে কম বলা হয়। তবে এইটুকু বলি ইন নেয়ার ফিউচার হি ইজ সার্টেনলি গোয়িং টু বি সামথিং ভেরি বিগ ইন হিজ কান্ট্রি। প্রচন্ড ব্রিলিয়ান্ট,আমার দেখা প্রচন্ড ভালো মানুষদের একজন।
ওর পোস্ট দেখে বুঝতে পারলাম ওদেরও নিউ ইয়ার আসছে মানডেতে এবং ওরা সেলেব্রেট করা শুরু করে ৪ দিন আগে থেকে। ওর শেয়ার করা ছবিগুলো দেখতে দেখতেই আই স্টার্টেড টু ফিল থ্রিলড এগেইন। ওয়াজ ফিলিং লাইক গেটিং নেয়ার টু মাই আনসার।
মিয়ানমারের কালচার বুদ্ধিজম এ প্রভাবিত। এই কালচারএর কিছু দিক আছে যেটা প্রচন্ড ভাবে নাড়া দেবার মতো। আমার ফ্রেন্ড এর ভাষায় নববর্ষ উৎযাপন শুরু হয় শিক্ষকদের সাথে দেখা করার মাধ্যমে । মিয়ানমার কালচার মতে মা-বাবার পর শিক্ষক সেকেন্ড পেরেন্ট। টিচারস টিচ, শো রাইট পাথ, দে আর আওয়ার গাইড,দে এনলাইট আওয়ার পাথ বাই শেয়ারিং উইজডম !
সো ওই স্টার্ট আওয়ার নিউ ইয়ার বাই আস্কিং ফরগিভনেস ফ্রম আওয়ার টিচার্স। ফর আওয়ার আনইন্টেনশনাল মিস্টেকেস, রুড ওয়ার্ডস। হোয়েন দে ফরগিভ, ওই আর ফ্রি ফ্রম আওয়ার মিস্টেকেস এন্ড ক্যান স্টার্ট এ নিউ জার্নি উইথ এ নিউ স্টাটিং। এই খানে এই ভিনদেশে এসেও ওরা ওদের রিচুয়াল পালন করতে ভুলে নি !ওরা নববর্ষ শুরু করছে রাশিয়ান টিচার দের সম্মান দিয়ে!
ওয়াজ স্পিচলেস ফর এ হোয়াইল।
নববর্ষ আমার কাছে শুধু সেলিব্রেশন ছিল না কখনোই। মুছে যাক গ্লানি ঘুচে যাক জড়া ওয়াজ নেভার জাস্ট ওয়ার্ডস ফর মি। ইট ওয়াস ম্যাজিক্যাল স্পেল। নব বর্ষের প্রথম দিনটা আমাদের সাদা শাড়ি লাল পাড় এর মত বিশুদ্ধ ,পবিত্র! মিয়ানমারের নববর্ষ যাপন আমার ফিকে হয়ে আসা নববর্ষ যাপনের অনুভূতি গুলোতে সকালের বৃষ্টির হবার পর রোদ উঠা পানি ভেজা গাদা ফুলের মতো প্রাণ ফিরিয়ে দিলো।
আই ডিড সেলিব্রেট “নববর্ষ" ইনডিড ইন মাই ওন ওয়ে ! মাকে ফোন করে বললাম, অনেক অনেক দিন আগে স্কুলে যাবার আগে ভোরে ভোরে শিউলি ফুল দেখে দেখে আমার সকাল শুরু হতো। সেই সাদা তে লাল কম্বিনেশন এ একটা আশ্চর্য পবিত্তরা ,বিশুদ্ধতা ছিল। আই ষ্টীল লুক ফর ইট ! আই রিএক্সপেরিএন্সড ইট টুডে। যে রিচুয়াল মনকে বিশুদ্ধতা দেয় তার থেকে ভালো ভাবে সেলিব্রেশন আর কি হতে পারে!
While holding my patient’s hand, while giving her hope that” we got you, don’t you worry”, I got something back too! That innocent feeling of doing something good, for something good! আমাদের নববর্ষ উৎযাপনের মূল কথাটাও তো তাই আসলে!গেটিং ব্যাক টু ইনোসেন্স!
সবার নববর্ষ অনেক অনেক মঙ্গলময় হোক, অগ্নি শানে সূচি হোক আমাদের প্রত্যেকের জীবন। সবাইকে নব বর্ষের শুভেচছা !
I can't stop myself from sharing my friend's picture here with his great consent. :) #NewYearCelebrationByHonouringTheTeachers.

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০০

ক্লে ডল বলেছেন: আপনার প্রোফাইল ঘুরে এলাম। দীর্ঘ সাত বছর পর পোষ্ট দিলেন! ওয়েল্কাম ব্যাক! !:#P

চমৎকার! মিয়ানমারদের বর্ষবরণের এ রীতি জেনে সত্যিই অভিভূত হলাম!!

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৪

১২৩৪ বলেছেন: অনেক ধন্যবাদ। সাত বছর পর ফিরে এলেও সামু মিস করতাম অনেক। ভালো লাগছে অনেক ! যদিও আগের কাওকেই দেখছিনা তেমন! ভালো থেকেন।

২| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৮

হাসান মাহবুব বলেছেন: তোমাকে দেখে অবাক হলাম। অনেক পরিবর্তন টের পেলাম। পৃথিবীটা বেঁচে উঠুক তোমার হাত ধরে।

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৭

১২৩৪ বলেছেন: হামা ভাই আমার যে কি ভালো লাগছে আপনার কমেন্ট দেখে! আমি আপনাদের সব সময় মনে করতাম ! আপনি যে আমাকে মনে রাখবেন ভাবি নি!
অনেক ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। আশা করি আগের সবার সাথে আবার দেখা হবে সামু তে! ভালো থেকেন অনেক।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪০

শ্রাবণধারা বলেছেন: লেখার বিষয়বস্তু ভাল ছিল, ভাষাটা উৎকট, বিরক্তিকর !!!!

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১০

১২৩৪ বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আমি অনেক দিন লিখি না আর বাংলা সাত বছর ধরে প্রাকটিস এ নাই এ জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কোথায় ভুল গুলো চোখে পড়েছে জানালে ভালো হতো।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৯

রওশন জমির বলেছেন:
চিন্তার জায়গাটা চমতকার!

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৭

১২৩৪ বলেছেন: ন্যবাদ লিখাটা পড়ার জন্য এবং আপনার কমেন্টের জন্য । ভালো থেকেন।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৫

জুন বলেছেন: ইশ কতদিন কতদিন পর আপনাকে দেখলাম । সেইযে সোনালুর বন দিয়ে হারিয়ে গিয়েছিলেন আর আজ । আপনি যা বল্লেন মায়ানমার স্টুডেন্ট সম্পর্কে তা একশভাগ সত্য । আরাকানিদের জন্য তাদের ইমেজটা আজ সংকটাপন্ন । জাপানীদের কথা বাদই দিলাম নইলে মায়ানমার থাই এরা অনেক আদর্শবান অনেক দেশের চেয়ে। এআইটিতে আমার ছেলে তার জাপানী ক্লাশমেটকে প্রশ্ন করেছিল তোমরা কথায় কথায় এত বার ধন্যবাদ আর মাথা ঝুকাও কেনো । ছেলেটির উত্তর দ্বীতিয় মহাযুদ্ধের বর্বরতা থেকে একটা জাতিকে টেনে তুলতে তাদের জন্মের পর থেকেই এই শিক্ষা চলছে । থাইরা কথার আগে পিছে কা আর কাপ বলেই চলছে । আর আমরা আমাদের জাতির ভেতর হিংসার বীজ বুনেই চলেছি ।
অনেকদিন পর আপনাকে দেখে অনেক কথা বলে ফেল্লাম । ভালো থাকবেন :)

৬| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

বিজন রয় বলেছেন: ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩১

বিজন রয় বলেছেন: ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.