নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে যে বসে অাছে একা একা

কিছুই নেই বলার

মেহরিন সাদিয়া সুমি

এই ব্লগে লুলদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ, লুলরা প্রবেশ করলে তাদের সাথে সাথে ব্লকড করা হবে। বর্তমানে ব্লকড অাছে রাজিয়েল , লুলসালু ,পাহাড়ের কান্না , আমি ছাড়া সবাই ভাল , রাজিব খান

মেহরিন সাদিয়া সুমি › বিস্তারিত পোস্টঃ

এটা মম ও মুন্নার দ্বিতীয় বিয়ে

০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ২:১৯

দারুচিনি দ্বীপ-এর নায়িকা লাক্স-চ্যানেল আই সুপারস্টার জাকিয়া বারী মম ও নাট্যনির্মাতা এজাজ মুন্নার দীর্ঘ প্রেমের আনুষ্ঠানিক সফল পরিণতি ঘটলো। প্রায় চার বছর ধরে প্রেম আর এক বছর ধরে বিয়ের জোরালো গুঞ্জনের অবসান ঘটিয়ে গত বুধবার তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।



পারিবারিকভাবে সম্পন্ন হওয়া এ বিয়ের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানা যায় একাধিক নির্ভরযোগ্য সূত্রে। সূত্র জানায়, এই বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় একরকম মিডিয়ার অগোচরে। এক্ষেত্রে দাওয়াতপত্র পাননি এ দুজনের নাটক ক্যারিয়ারের নিকট বন্ধু-বান্ধবরাও।



জানা যায়, মূলত সংবাদ মাধ্যমের চোখ এড়ানোর জন্যই মিডিয়ার অন্য কাউকে সে অর্থে এ বিয়ের বিষয়টি জানানো হয়নি। তাই এমন সংবাদের সত্যতা জানতে গেলে মম-মুন্নার একাধিক নিকট সতীর্থ অনেকটাই গাছ থেকে পড়েন। তাঁরা বলেন, প্রেমের বিষয়টা তো পরিষ্কার- এটা এখন সবার কাছেই ওপেন সিক্রেট হয়ে গেছে।



কিন্তু বিয়ের বিষয়টি তো ওরা কাউকে জানায়নি। এরপর গেল দুদিন ধরে এমন সংবাদের সত্যতা খুঁজতে এ দুজনের মোবাইল ফোনে চেষ্টা করেও প্রতিনিয়ত বন্ধ পাওয়া গেছে। দীর্ঘ প্রেমের লুকোচুরি খেলার পর বিয়ের আনুষ্ঠানিকতা নিয়েও মম-মুন্নার এমন আচরণকে অনেকেই ছেলেমানুষি ও পাগলামি হিসেবে আখ্যায়িত করেছেন।



এদিকে একাধিক বিশ্বস্ত সূত্র এ বিয়ের সত্যতা স্বীকার করেছে নাম প্রকাশে অনিচ্ছার শর্ত দিয়ে। সূত্রগুলো জানায়, গত মঙ্গলবার দুপক্ষের হলুদ সন্ধ্যা সম্পন্ন হওয়ার পর বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ২৭ নম্বরের জিনডিয়ান রেস্টুরেন্টে বৌভাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুপক্ষের নিকটাত্মীয়দের বাইরে মিডিয়ার তেমন কেউ উপস্থিত ছিলেন না।



আরও জানা যায়, ওই অনুষ্ঠানের দাওয়াতপত্রে দুই পরিবারের পক্ষ থেকে যৌথভাবে জানানো হয়, পিতা মজিবুল বারী ও মাতা আয়শা আকতারের কন্যা জাকিয়া বারী মম এবং মরহুম এমএ কাদের ও মরহুমা সাইদা বেগমের পুত্র এজাজ মুন্নার বিয়ে ৩১ মার্চ সন্ধ্যা সাতটায় ঢাকার জিনডিয়ান রেস্টুরেন্টে সম্পন্ন হতে যাচ্ছে।



এ রিপোর্ট লেখা পর্যন্ত মম-মুন্নার বিয়ের কাবিন কত টাকা ধার্য হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এই বিয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসে।

জানা যায়, মিডিয়ার প্রায় সবাই এজাজ মুন্না ও অভিনেত্রী তাজিন আহমেদের প্রেম-বিয়ে এবং সংসার ভাঙ্গনের কথা জানলেও জানা হয়নি এর মধ্যে আরও অনেক কিছু।



বিশেষ করে এজাজ মুন্নার খুব কাছের একটি সূত্র জানায়, মমর সঙ্গে এজাজ মুন্নার পরিচয় অন্তত আরও ৭/৮ বছর আগে থেকে। তখন মমর পরিচয় ছিল শুধু নৃত্যশিল্পী হিসেবে। তখন থেকেই মমর নৃত্যপ্রতিভা ও রূপের মায়ায় ক্রমশ ডুবতে থাকেন মুন্না। এর ফাঁকেই তাজিন আহমেদের সঙ্গে তাৎক্ষণিক প্রেম-বিয়ে ও ভাঙনের মুখে পড়েন প্রেমিক মুন্না।



এর মাঝে মমর অবস্থারও বেশ উত্থান-পতন হয়। অবনতিটা হচ্ছে এরকম- মম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তারই সহপাঠী মাসুদের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এক বছরের মাথায় বিয়েও করেন। পরিবারের অলক্ষে ওই বিয়ে সম্পন্ন হয় এবং সেই বিশ্ববিদ্যালয় জীবনের সংসার এক বছরের মাথায় ভেঙেও যায়।



কারণ, মম ততদিনে মাসুদের সংসারের চেয়ে গ্ল্যামার দুনিয়ার প্রতি একটু বেশিই ঝুঁকে পড়েন। এরপরই লাক্স-চ্যানেল আই সুপার স্টার ও দারুচিনি দ্বীপ-এর নায়িকা নির্বাচিত হওয়ার ঘটনাটি রাতারাতি তারকা খ্যাতি এনে দেয় মমকে। আবার ততদিনে পুরনো পরিচিত মমর বড় ভাই এজাজ মুন্নার জীবনেও নেমে আসে তাজিন আহমেদ-কেন্দ্রিক অন্ধকার।



তালি বাজানোর জন্য একে একে মিলে যায় দুই হাত। শুরু হয় দুজনার মধ্যকার কিছু দুঃখ আর কিছু স্বপ্ন-গল্পের ভাগাভাগির পালা। একে একে গেল প্রায় তিন বছরে এজাজ মুন্নার সব নাটকের অন্যতম চরিত্রে ঠাঁই পান জাকিয়া বারী মম। এর মধ্যে মিডিয়ায় মুখে মুখে গুঞ্জরিত হতে থাকে দুজনার নীরব প্রেম-বিয়ের খবর।



আনুষ্ঠানিকভাবে যার সফল পরিণতি ঘটলো গত বুধবার। যদিও সেটা সম্পন্ন হয়েছে মিডিয়ার নাকের ডগায় পর্দা টেনে দেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে মম-মুন্নার সতীর্থদের প্রতিক্রিয়া একটাই- প্রেমটা না হয় লুকানোর বিষয়। না লুকালে প্রেমের মজাটাও সেরকম পাওয়া যায় না। তাই বলে বিয়ের অনুষ্ঠানেও এমন লুকোচুরি কেন?



নাকি দুজনারই দ্বিতীয় বিয়ে বলে সবার সামনে আবারও বর-কনে সাজতে একটু লজ্জা করলো! যহোক, এই নব দম্পতির নতুন জীবন সুন্দর হোক, অবসান ঘটুক সব দ্বিধার। তাদের জন্য রইলো শুভ কামনা ও শুভেচ্ছা।

মন্তব্য ২৫ টি রেটিং +১০/-২২

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ২:২৬

শওকত হোসেন বলেছেন: কাট পেস্ট। বাসি খবর

২| ০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ২:২৬

ক্যামেরাম্যান বলেছেন: তাই তো বলি 'এজাজ মুন্নার বিয়ের খবর আগে কোথায় যেন পড়েছিলাম' এরকমটা মনে হচ্ছিলো কেন।

৩| ০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ২:২৯

টানজিমা বলেছেন: এক পোষ্ট কইবার দেন???
আর কতবার দিবেন????????? X( X( X( X( X( X(

টানজিমা বলেছেন: সুমি আফায় পরে পোষ্ট দিয়াও চাইরটা + পাইয়া গেল গা......
আর লাল সাগর আগে দিয়াও ১টার বেশি পাইল না........
এই দুষ্ক রাখি কই????

৪| ০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ২:২৯

আলী-পরাগ বলেছেন: তৃতীয় বিয়ের খবর শোনার অপেক্ষায় থাকুন। এরা এমনই।

৫| ০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ২:২৯

পপকর্ণ বলেছেন: ভালোই তো খোঁজ-খবর রাখেন দেখছি!

৬| ০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ২:৪২

সুনীল রায় বলেছেন: বিয়ে করেছে ভাল কথা কিন্তু ভাব ধরে কেন? ভাবটা এরকম যেন প্রিন্স উইলিয়াম জাপানের রাজকন্যাকে পালিয়ে বিয়ে করেছেন। তাই কঠোর গোপনীয়তা। আরে ওরা যদি পত্রিকা টেলিভিশনে ঘোষণা দিয়ে বিয়ে করত তাহলেও ওদের বিয়ের ওনুষ্ঠানে কত জন লোক যেত। আসলে এ ধরণের গোপনীয়তা রক্ষা করে পাবলিককে বোঝাতে চাচ্ছে তারা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। যতসব ফালতু লোকজন।

৭| ০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৫

চাচামিঞা বলেছেন: এক্সুসিভ নিউজ ওনলি @ সামু :-B

৮| ০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ২:৫২

আমি-মুসাফির বলেছেন: আপনে কি ম্যারেজ মিডিয়া'র লোক নাকি??

মিডিয়া বলতে সাংবাদিক (পত্রিকা, টিভি নিউজ ইত্যাদি) বুঝানো হয়েছে।

কারন আপনার বেশিরভাগ পোস্টই বিবাহ সম্পর্কিত।
দেশে ম্যারেজ জার্নালিজম নামে একটি নতুন কিছু শুরু করতে পারেন

৯| ০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৫

বর্ণিল আধার বলেছেন: কফি-ফেস্ট........

১০| ০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৭

আঁধার রাত বলেছেন: ছোট কালের ছোট জামাতো এখন বড় কালে আর হয়না তা যতই সুন্দর হোক। বড় জামা দরকার। আরো বড় হলে আরো বড় জামা দরকার। দর্জিরো অভাব নাই কাপড়েরও অভাব নাই।
সং সার সুখের হোক..........................

১১| ০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৩:০০

কাক্কা বলেছেন: সহপাঠী মাসুদের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এক বছরের মাথায় বিয়েও করেন। পরিবারের অলক্ষে ওই বিয়ে সম্পন্ন হয় এবং সেই বিশ্ববিদ্যালয় জীবনের সংসার এক বছরের মাথায় ভেঙেও যায়।

কারণ, মম ততদিনে মাসুদের সংসারের চেয়ে গ্ল্যামার দুনিয়ার প্রতি একটু বেশিই ঝুঁকে পড়েন। এরপরই লাক্স-চ্যানেল আই সুপার স্টার ও দারুচিনি দ্বীপ-এর নায়িকা নির্বাচিত হওয়ার ঘটনাটি রাতারাতি তারকা খ্যাতি এনে দেয় মমকে। আবার ততদিনে পুরনো পরিচিত মমর বড় ভাই এজাজ মুন্নার জীবনেও নেমে আসে তাজিন আহমেদ-কেন্দ্রিক অন্ধকার।

>>>>>>>>>>>>>>>
এইখানে একটা সংশোধন করে দেই। মাসুদ সাহেব মম'র ক্লাসমেট বা সহপাঠি ছিলেন না। তিনি মম'র বিভাগরেই সিনিয়র ছাত্র ছিলেন। তাদের প্রেমও ক্যাম্পাসে বেশ দেখার মত ছিল। সেই মাসুদ সাহেবও কিন্তু এখন মিডিয়াতেই আছেন। তিনিও নির্দেশক মানে প‌্যাকেজ নাটক বানান আর কি।

১২| ০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৯

ইউেক বলেছেন: ২নম্বর মানুষদের ২নম্বর বিয়ের ২নম্বর খবর !! লেখক ও একটা ২নম্বর কারন কপি পেস্ট লেখার কোন সুত্রের নাম লিখা হয় নাই.....

২ নম্বর দেশের সব শালা ২ নম্বর .........................

এ বিগ মাইনাস ফর ইউ.................

১৩| ০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৪

অবাঞ্চিত বলেছেন: এক্সুসিভ নিউজ ওনলি @ সামু

১৪| ০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৬

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: সামুর বিনোদন রিপোর্টাররে কইষ্যা মাইনাস

১৫| ০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৯

বুমবুম বলেছেন: বিয়ার expire date কবে?:|

১৬| ০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩২

আন্ধার রাত বলেছেন:
এদের বিয়ের খবর জেনে পাবলিকের লাভ কী?

১৭| ০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৪:০১

তায়েফ আহমাদ বলেছেন: কাইল থেইকাই চিনাতা করতেছিলাম, এই এক বিয়ার খবর এতজনে দিলো, অথচ, ব্লগের বিবাহবিষয়ক সংবাদদাতার কোন খবরই নাই!:)
এখন, সেই চিন্তার অবসান হৈলো!

১৮| ০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৪:১৩

কাব্য বলেছেন: এই বিয়া কয়দিন টিকবো :|| ?

১৯| ০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৬

মামুন বিদ্রোহী বলেছেন: আন্ধার রাত বলেছেন:
এদের বিয়ের খবর জেনে পাবলিকের লাভ কী?

২০| ০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩৩

কালীদাস বলেছেন: অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য।

বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। রবীন্দ্র পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি। অনবদ্য...অসাধারণ...

পড়তে পড়তে চোখে পানি এসে গেল। শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত। লেখাটিকে স্টিকি করা হোক...


এদের বিয়ের খবর জেনে পাবলিকের লাভ কী? মাইনাস!

২১| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১০:৫৭

টেকি মামুন বলেছেন: অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য।

বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। রবীন্দ্র পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি। অনবদ্য...অসাধারণ...

পড়তে পড়তে চোখে পানি এসে গেল। শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। লেখকের
বক্তবের সাথে পুরোপুরি একমত। লেখাটিকে স্টিকি করা হোক..


এদের কাজ কাম শারীরিক ছাড়া আর কিছুই না । পুরাই মাইনাস.

২২| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১১:১৫

একাকী বালক বলেছেন: মাইনাস।

২৩| ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ৮:১৮

লুথা বলেছেন:
+++

আরো বিয়ে দেখার অপেক্ষায় আছি ;)

২৪| ২৭ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৯

রাজুবিডি বলেছেন: মাইনাস----

২৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

েবনিটগ বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.