![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখার অস ুখ টা আমার ছোটবেলা থেকেই ছিলো, স্বপ্নের মাঝেই আমি হারিয়ে যেতাম তারার দেশে -মেঘের ছোয়ায় একটু পুল কিত অনুভব করি-মেঘগুলো ও যেন হারিয়ে যায়- আমার ঐ কালো কুচকুচে ভালবাসার মানুষটির দিকে চেয়ে থাকি হাজার বছর-তাও আবার স্বপ্নের মাঝে- সেদিন স্বপ্নে পাহাড়ের ঢালুদেশ দিয়ে হাটছিলাম -- কারো অনুভবেই যেন হদয়ের গতি বেড়ে গেল- সেটা ভয় থেকে জন্ম নেয়নি- আবার কেন জানি ভয় পাই? দুনিয়ার সব মানুষকেই যেন মনে হয় অচল... তারা যেন কিছু একটা বুঝতে পারে না । .......................... [email protected]
আমি জড় পদার্থ । মুখে কোন ভাষা আমার নেই কিন্তু হাজারো মানুষের মাঝে আলো বিতরনের আমিই নাকি কেন্দ্রস্হল । প্রতি বছরের বিশেষ কিছু দিনে আমার আনন্দের সীমা থাকে না । আমার এলাকার সাফল্যের পিছনে আমিই নাকি কলকাঠি । আমি জড় পদার্থ, আমি হাসতে জানি না ।
আমি কিছু মানুষকে মানুষ হিসেবে তৈরি করতে পারি না, সেই অপরাধে আমাকে কেউ কখনোই অপরাধী বলে না । আমি জড় পদার্থ , বেশিরভাগ মানুষই আমাকে ভালো বলে যদিও আমি কথা বলতে পারি না । অনেকেই নাকি কথা শিখে আমার অন্তরে বসে ।
মানুষের জন্মের কয়েক বছর পর থেকেই আমার সাথে পরিচয় ঘটে । কোন কারনে কেউ যদি আমার সাথে পরিচয় ঘটাতে না পারে ভদ্রলোকেরা তাকে অসভ্য বলে গালি দেয় । আমি জড় পদার্থ ।
যখন ছোট ছোট শিশুরা আমার ভিতরে বসে হৈ হুল্লুর করে আমি মুখ টিপে হাসি । যখন কে্উ ভালো রেজাল্ট করে মিষ্টি বিতরন করে আমি ঘ্রান নেই - আমি খেতে পারি না, আমি জড় পদার্থ ।
হারিয়ে যাওয়া ক্লাসমেটদের মিলনমেলা সেটাও আমাকে ঘিরে । আমার স্মৃতির পাতা থেকে সবাই কে একসাথে জড়ো করা সে কি আনন্দের, আমিই রাজসাক্ষী ।
বিশ্বাস করুন, আমি সবাই কে মানুষ হিসেবে দেখতে চাই । আপনাদের সাফল্য দেখতে চাই । দয়া করে আমার সাথে কেউ রাজনীতি করবেন না । কয়েকদিন যাবত আমাদের বুকে আগুন ধরিয়ে দিচ্ছে কতিপয় যুবক, আমরা পুড়ে ছাই হয়ে যাচ্ছি । প্রতিটা মূহূর্তই যেন আতংক।খুব দুশ্চিন্তা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে । ওদের কে আমি কোথায় বসতে দিবো । বিশ্বাস করুন, আমি নির্বাচন কেন্দ্র নই, আমিই সেই জড় পদার্থ । আমিই আপনাদের সেই প্রিয় স্কুল ঘর ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪
অরুদ্ধ সকাল বলেছেন:
আমরা সবাই হিংসুটে কম অথবা বেশি। আমরা সবাই পাপী কম অথবা বেশি। আমাদের অনেকের মাঝেই আগুন আছে সেটার প্রতিফলন ঘটাতেই আমরা ধ্বংস করি তাতে করে আমাদের কোন দোষ নেই কেননা আমরা শক্তিমান ভাবি নিজেকে আর এ জন্যই আমরা মানুষ।
সুন্দর লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে আরো সুন্দর লেখা উপহার দিন।