নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...!!!

.... !!!

ম. রহমান

স্বপ্ন দেখার অস ুখ টা আমার ছোটবেলা থেকেই ছিলো, স্বপ্নের মাঝেই আমি হারিয়ে যেতাম তারার দেশে -মেঘের ছোয়ায় একটু পুল কিত অনুভব করি-মেঘগুলো ও যেন হারিয়ে যায়- আমার ঐ কালো কুচকুচে ভালবাসার মানুষটির দিকে চেয়ে থাকি হাজার বছর-তাও আবার স্বপ্নের মাঝে- সেদিন স্বপ্নে পাহাড়ের ঢালুদেশ দিয়ে হাটছিলাম -- কারো অনুভবেই যেন হদয়ের গতি বেড়ে গেল- সেটা ভয় থেকে জন্ম নেয়নি- আবার কেন জানি ভয় পাই? দুনিয়ার সব মানুষকেই যেন মনে হয় অচল... তারা যেন কিছু একটা বুঝতে পারে না । .......................... [email protected]

ম. রহমান › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতা চায় না, অধিকার চায় ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫২

আজকে যারা আন্দোলন করতেছে তারা আমাদেরই সন্তান, ছোট ভাই কিংবা আদরের বোন । ওরা ক্ষমতা চাচ্ছে না, কেউই "আপনাদের মতো লীডার" হতে চাচ্ছে না, ওদের মাঝে কেউই আপনাদের মতো মারপ্যাচ বুঝে না, ওরা অধিকার চাচ্ছে, নিরাপদে চলার, নিরাপদে বেঁচে থাকার । ওদের মাধায় হাত বুলিয়ে দেখুন, আপনার বুকে লুটিয়ে পড়বে, চোখ দিয়ে অশ্রু ঝরবে, বোবা কান্না থেকে এক সময় হাউ মাউ করে কেঁদে উঠবে ।

জানি না আমাদের সরকারের উপর মহল এ আন্দোলন নিয়ে কি ভাবছেন ? যদি ভাবেন, গলা ফাটিয়ে শ্লোগান দিবে, গলা বসে গেলে এমনি এমনি বন্ধ হয়ে যাবে, ভুল ভাবছেন । যদি ভাবেন, পুলিশ বাহানী দিয়ে লাঠির ব্যবহার করবেন, বুলেট ছোড়ে দিবেন, ওমনি ওমনি চুপ মেরে যাবে, ভুল ভাবছেন । যদি ভাবেন, ওদের পরিবার দিয়ে চাপ দিবেন, স্কুল কলেজের শিক্ষকদের দিয়ে শাসিয়ে ওদের কে অধিকার আদায় থেকে সরিয়ে দিবেন, ভুল ভাবছেন । ওদের কে আপনী টাকা দিয়ে কিনতে পারবেন না । ওরা আপনাদের সিষ্টেম এখনো বুঝে না । ওরা এনালগ যুগের মানুষ নয়, আগেই ধরে ফেলেছে সিষ্টেমে গন্ডগোল আছে । সিস্টেম পরিবর্তন করুন । ওরা চাইলেও এখন স্কুলে ফিরে যেতে পারবে না । ওরা এখনো হারতে শিখেনি কারন আপনাদের সিস্টেমের মাঝে এখনো ওরা ঘোরপাক খায়নি । ওরা ওদের বন্ধুদের রক্তের সাথে বৈইমানী করবে না । ওরা ওদের অধিকার চায়, ওরা মানুষের মতো বাচঁতে চায় ।

একবার আসুন না, রাস্তায় নেমে । ওদের মাথায় হাত রেখে বুকে জড়িয়ে ধরুন, ওয়াদা করুন, ওদের অধিকার দিবেন । ওদের কে বলুন, তোমাদের ম্যাসেজ আমরা পেয়ে গেছি । ভুল থাকলে স্বীকার করুন, আপনাদের লিমিটেশন আছে সেটা ও বলুন । ওরা শুনতে চায়, জানতে চায়, এগুলো ওদের অপরাধ নয় । ওদের কাছে সাহায্য চান আগামী দিন গুলোতে ওরাও যেন কোন অনিয়ম না করে । ওদের কে কোন এক স্হানে নিয়ে গিয়ে শপথ করান রাস্তায় ফুট ওভার ব্রীজ ব্যবহার করবে, সিগন্যাল মেনে চলবে, যেখানে সেখানে ময়লা ফেলবে না, পরীক্ষায় নকল করবে না, ঘুষ খাবে না, ঘুষ দিবে না, মাদক ছুঁয়েও দেখবে না । দেখুন না কাজে আসে কিনা !!! যদি সৎ সাহস থাকে, ভালোবাসা দিয়ে ওদের কে আগলে ধরুন, বুলেট ছুঁড়ে নয় ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: ছাত্রছাত্রীরা,
কোন নোংরা লেখার প্লাকার্ড হাতে ধরোনা। কোন চক্রান্তে তোমরা জড়িয়ে পড়োনা।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যারা আন্দোলন করতেছে তারা আমাদেরই সন্তান, ছোট ভাই কিংবা আদরের বোন । ওরা ক্ষমতা চাচ্ছে না, কেউই "আপনাদের মতো লীডার" হতে চাচ্ছে না, ওদের মাঝে কেউই আপনাদের মতো মারপ্যাচ বুঝে না, ওরা অধিকার চাচ্ছে, নিরাপদে চলার, নিরাপদে বেঁচে থাকার । ওদের মাধায় হাত বুলিয়ে দেখুন, আপনার বুকে লুটিয়ে পড়বে, চোখ দিয়ে অশ্রু ঝরবে, বোবা কান্না থেকে এক সময় হাউ মাউ করে কেঁদে উঠবে ।
কথাটির বাস্তবতা আছে,
তবে গনতন্ত্রের দেশে প্রতিবাদ করে বা সমস্যা চিহ্নিত করার পর
কাজটুকু হলো রাজনীতিবিদ, সমাজপতি এর্ং দেশের সুশীল সমাজের।
যদি উনারা বাস্তবতা মে নে কাজ শুরু করে ন তো ভাল,
নাহলে ধিক্কার দিন, বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখুন
কিন্তু আমাদেরই সন্তান, ছোট ভাই কিংবা আদরের বোনকে
উসকানী দেবেন না, আমাদের ব্যর্থতার দায় তাদের উপর চাপাবেন না।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.