নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...!!!

.... !!!

ম. রহমান

স্বপ্ন দেখার অস ুখ টা আমার ছোটবেলা থেকেই ছিলো, স্বপ্নের মাঝেই আমি হারিয়ে যেতাম তারার দেশে -মেঘের ছোয়ায় একটু পুল কিত অনুভব করি-মেঘগুলো ও যেন হারিয়ে যায়- আমার ঐ কালো কুচকুচে ভালবাসার মানুষটির দিকে চেয়ে থাকি হাজার বছর-তাও আবার স্বপ্নের মাঝে- সেদিন স্বপ্নে পাহাড়ের ঢালুদেশ দিয়ে হাটছিলাম -- কারো অনুভবেই যেন হদয়ের গতি বেড়ে গেল- সেটা ভয় থেকে জন্ম নেয়নি- আবার কেন জানি ভয় পাই? দুনিয়ার সব মানুষকেই যেন মনে হয় অচল... তারা যেন কিছু একটা বুঝতে পারে না । .......................... [email protected]

ম. রহমান › বিস্তারিত পোস্টঃ

পতিতার পেট ও ভালোবাসার সাধ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬

পতিতার পেট ও ভালোবাসার সাধ

একজন পতিতার ও ভালবাসতে ইচ্ছে জাগে !
পেটের কাছে পরাজিত হয়ে রাতভর চ্যাটের সাথে সংগ্রাম করে,
যখনই ভালবাসতে ইচ্ছে জাগে, ঘড়ির কাঁটার কাছে হার মানে ।
একজন পতিতার জীবনেও গল্প থাকে !
কেউ ইচ্ছে করে ভালবাসার সুখ কে হারিয়ে ফেলে না,
এই সমাজের মানুষগুলো, ওদের কে পতিতা বানায় ।
রাতের বেলায় যারা ভালোবাসার নাটক করে,
তারাই দিনের বেলায় ওদের কে সমাজ থেকে আলাদা করে ।
কয়েক টুকরো কাগজের জন্য, ভালবাসাকে বির্সজন দেয়
নষ্ট জীবনের সাথে আর কাউকে মেশাতে চায় না ।
পেট পূজো দিতেই সংগ্রাম করে রাতের পর রাত
হোক সেটা ঘুটঘুটে অন্ধকার কিংবা পূর্নিমার আলোয়
কাগজ হাতে নিয়ে, হাসিমুখে নিজেকে আড়াল করে সমাজ থেকে
অপেক্ষা করে রাতের আধারের, মুখোশধারী সমাজ সেবকদের
যারা তাদের কে কাগজ দিয়ে কিনে, একটা পরিচয় দেয়
সমাজ থেকে বিচ্যুতি করে দেয় সে পরিচয়,
কিছু কাগজের বিনিময়ে হারিয়ে যায় চেনা জানা মানুষের থেকে
পেট কে ঠান্ডা করে সে কাগজ দিয়ে, আর ভালোবাসার মানুষকে
ভালোবেসে যায় নিরবে নিভৃতে !!!

রচনাকাল : ১৪ই ফেব্রুয়ারী ২০১৯

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

ম. রহমান বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.