নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে...

আমি কেবলই আমার মতো

মিলন পাঠান

আমি কেবলই আমার মতো

মিলন পাঠান › বিস্তারিত পোস্টঃ

মতিঝিল অভিযানের লাশের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ও মিথ্যাচার দূর করার উপায়

০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

মতিঝিলে লাশ গুম করা হয়েছে এমন কথায় নেতা-নেত্রী-মিডিয়া বেশ সরগরম। এই বিষয়ের সুরাহা খুব সহজেই সম্ভব। যারা লাশ গুম হয়েছে বলে অভিযোগ করছে যেমনঃ এমকে আনোয়ার, সাদেক হোসেন খোকা, শামসুজ্জামান দুদু, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ বিএনপি-জামাত নেতাদের সঙ্গে হেফাজতি নেতা জুনাইদ বাবুনগরী, নূর হোসাইন কাসেমী, আবদুল রতিফ নেজমী সাহেবসহ কয়েকজন এবং বিজিবি প্রধান, ডিএমপি কমিশনার, র‌্যাব প্রধান সহ আরো কয়েকজন একসঙ্গে আলচনায় বসতে পারে। সে রাতে মতিঝিলে উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন, ধারনকৃত ও প্রচার করা ভিডিও ক্লিপ সহ সহায়ক অন্যান্য সবকিছু নিয়ে বসতে পারেন। যে কোন একটি মিডিয়া এ আলোচনার উদ্যেগ নিতে পারে। এই আলোচনায় বুদ্ধিজীবিগনও থাকবেন। লাইভ প্রচারের মাধ্যমে দেশবাসীও সরাসরি দেখবে।



এভাবেই একটি ফয়সালায় যাওয়া সম্ভব। নইলে এটা নিয়ে অপরজিনৈতিক অপপ্রচার বন্ধ হবে না। বছরের পর যুগের পরে যুগ এই অপপ্রচার চলবেই। কিন্তু সুষ্ঠু রাজনীতির স্বার্থে বন্ধ হওয়া উচিৎ।



যদিও অপপ্রচার করে লাভ নেই। এমনিতেই বন্ধ হয়ে যাবে অপপ্রচার আর গুজব। কারণ কয়েক হাজার লোক মারা গেলে তাদের স্বজন, মা-বাবা, ভাই-বোনরা ছবি নিয়ে কেঁদে কেঁদে ঢাকায় আসতো। সাভার ট্র্যাজেডি এর বড় প্রমাণ। হাজার হাজার স্বজন সাভারে ভিড় করেছে। বিভিন্ন হাসপাতালে যাচ্ছে। এখনো লাশ খুঁজছে। কিন্তু মতিঝিল-শাপলা চত্বরে কয়েক হাজার লোক মারা গিয়ে থাকলে কমপেক্ষ ১ লাখ স্বজন ঢাকায় এসে ভিড় জমাত, লাশের দাবি জানাতো অথবা নিখোঁজদের খুঁজতো। তাইনা? কিন্তু এখন পর্যন্ত এমন কোনো সংবাদ বা ঘটনা আমরা জানতে পারি নি যে, লাশ বা স্বজনের খুঁজে শত শত লোক ঢাকায় ভিড় করছেন। হাতে ছবি নিয়ে ঘুরছেন অথবা স্বজনের শোকে আহাজরীতে ভারী করে ফেলেছেন ঢাকার বাতাস। এমন কথা কোথাও কেউ শুনিনি। এটা বুঝতে খুব বেশি হিসেব-নিকেশ আর বক্তব্যের দরকার নাই। খুব সহজ কমনসেন্সে এটা বুঝা যায়।



এরপরেও সরাসরি আলচনার প্রস্তাব এই কারনে যে, এটা নিয়ে মিথ্যাচার এবং নোংরা ভোটের রাজনীতি হবে। এজন্য এই বিষয়ে সত্যতা প্রকাশ হলে আরেকটি বিষয় হবে; সেটি হলো, কতিপয় নেতার মিথ্যাচার প্রকাশিত হবে। জাতি দেখবে সরাসরি। এতে আর কেউ মিথ্যাচার করার সাহস পাবেনা। এজন্য এই প্রস্তাব।



তাই কোন একটি ইলেক্ট্রনিক মিডিয়া দ্রুত আলোচনার আয়োজন করুন। প্লিজ...................

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

মুহসিন বলেছেন: সরকার ডাটাবেজ করার জন্য একটা আহবান করতে পারে অভয় দেখিয়ে যে যাদের আত্মীয় স্বজন নিখোঁজ হবে তাদের কোনরূপ হয়রানী করা হবেনা। বরং ক্ষতিপূরণ দেয়া হবে। তাহলে দেখা যাবে কতজন প্রমাণ নিয়ে উপস্থিত হতে পারে।

০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

মিলন পাঠান বলেছেন: আপনার প্রস্তাবটিও ভালো।

ধন্যবাদ।

২| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

আশীষ কুমার বলেছেন: ঠিক

৩| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:০৭

আমি মেহমান বলেছেন: এই আওয়ামী সরকার common sense ব্যাহার করবে! কি খাইছেন বলেন - আমিও একটু খাই!!

০৮ ই মে, ২০১৩ রাত ৮:১৫

মিলন পাঠান বলেছেন: সরকারকে আমি উদ্যেগ নিতে বলি নাই। যে কোন মিডিয়া এই উদ্যেগ নিতে পারে। সেখানে সবার উপস্থিতিতেই প্রমানিত হতে পারে।

এবং জামাত-হেফাজত-বিএনপি নামের তালিকা প্রকাশ করতে পারে।

ভাই রে, এটুকু বুঝতে কি আর ফরহাদ মাজহার হওয়া লাগে? কিছু না খাইলেও চলে...

৪| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:১১

কলাবাগান১ বলেছেন: ১০ হাজার পুলিশ/র‌্যাব অভিজানে অংশ নিয়েছিলেন। তার মধ্যে কি একজন ও নাই যে উনার নিজের চোখে দেখা ২৫০০ লাশের কথা বলা??????

৫| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:৩৬

সত্য কথা বলি বলেছেন: তোমাদের নিয়ন্ত্রিত মিডয়ার দাদারা কয়জন স্বজনের খোঁজ নিয়েছে বলতো ! যেসব মিডিয়া তাদের পক্ষে কোন কথাই বলছে না, তাদের কাছে গিয়ে এরা জনে জনে জানিয়ে আসবে নাকি যে কার কয়জন হারিয়েছে ! গেলেই যে তোমাদের পুলিশ দাদারা গ্রেপ্তার করবে না ,তার নিশ্চয়তা কে দেবে তাদের ?

০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৮

মিলন পাঠান বলেছেন: যার মানুষ মারা গেছে তার ডর ভয় থাকার কথা না। এখনো অনেক টিভি আছে যেগুলো জামাত-বিএনপির। এনটিভি, আরটিভি, বাংলা ভিশন এরা তো আছে।

আর পুলিশ নিজেই তো বলেছে যে, নাম পরিচয় প্রকাশ করুন।

ভাই রে, আমার ভাই-বাপ আত্মীয় কেউ মারা গেলে আমি যেকোন পরিস্থিতিতে সামনে এগিয়ে যাবোই।

কে মারা গেছে যদি প্রকাশ এটুকু প্রকাশই করতে না পারে তবে এটা অপপ্রচার এবং নোংরা ভোটের রাজনীতি।

৬| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:৪৮

মনিরুল ইসলাম বাবু বলেছেন: এত লাশ গেল কোথায় তাইলে। কোথাও কোন দুর্গন্ধও পাওয়া যাচ্ছেনা।

৭| ০৮ ই মে, ২০১৩ রাত ৯:০৭

আমার প্রতিকৃতি বলেছেন: কি যে কন ভাই, আপনেও একটা ইয়ে.. :P সব ইয়াতিম আসিল... /:)

৮| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:৫৮

সত্য কথা বলি বলেছেন: দেখে নেন ঢাকা মেডিকেলে একসাথে ১১ লাশ। অনলাইন বাংলা নিউজপেপার 'বাংলার চোখ' অসংখ্য ছবি দিয়েছে। এটি তারই একটি.. (ছবি আপলোড হচ্ছেনা, তাই দিতে পারলামনা। তবে এখানে কমেন্টে 'আলোর দিশা' নিকে পাবেন Click This Link)

বাংলার চোখ

৯| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:০৩

সত্য কথা বলি বলেছেন: আপলোড হয়েছে এবার......

০৯ ই মে, ২০১৩ দুপুর ১:০০

মিলন পাঠান বলেছেন: সব মিলিয়ে কয়জন মারা গেছে?? সেই হিসেবের সঙ্গে এখানে রাখা লাশের সংখ্যা মিলিয়ে দেখুন। তাহলে কিছুটা উত্তর পাবেন হয়ত।


এই পোষ্ট Click This Link পড়লে আরো বুঝবেন।

১০| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:১৫

সরকার মারুফ বলেছেন: আপনার কি মাথা খারাপ? এই সরকারের কাছে মানুষ মারা এখন পানিভাত হয়ে গেছে। নিহত কিংবা নিখোঁজের স্বজনরা ভয়েই সরব হবে না। নীরবে অশ্রু ফেলবে শুধু। আমি এরকম দুই তিনজনের কথা জানি, যারা নিখোঁজ। ওয়েট করেন, সত্য একদিন প্রকাশিত হবেই। এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েন না।

আর মিডিয়া এই উদ্যোগ নেবে? হাসাইলেন।

এই সরকার মিডিয়া বন্ধ করতে কোনো আইন-কানুনের তোয়াক্কা করে বলে আপনার মনে হয়??

০৯ ই মে, ২০১৩ দুপুর ১:০৯

মিলন পাঠান বলেছেন: ভাই, কারো ভাই-বাপ-আত্মীয় মারা গেলে সে নিশ্চয়ই কোন ভয়ে ঘরে বসে থাকবে না। এটা সহজ হিসাব।

সাভার ঘটনা এর বড় প্রমান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.