নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে...

আমি কেবলই আমার মতো

মিলন পাঠান

আমি কেবলই আমার মতো

মিলন পাঠান › বিস্তারিত পোস্টঃ

"সিটি করপোরেশন নির্বাচনে ভোটের আবেদন"

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৫

মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষে ভোট দিন।

রাজাকারদের রক্ষকদের বিপক্ষে ভোট দিন।

রাজাকারের সন্তানের বিপক্ষে শহীদের সন্তানকে ভোট দিন।

বঙ্গবন্ধুর খুনীদের রক্ষকদের বিপক্ষে ভোট দিন।

জাতীয় ৪ নেতার খুনীদের রক্ষকদের বিপক্ষে ভোট দিন।

যুদ্ধাপরাধীদের বিচারের স্বপক্ষে ভোট দিন।

ধর্মান্ধতার বিপক্ষে ভোট দিন।

১৩ দফার বিপক্ষে ভোট দিন।

হেফাজত-জামাতের উগ্রতার বিপক্ষে ভোট দিন।

বাঙালি জাতীয়তাবাদের পক্ষে ভোট দিন।

৬৪ জেলায় একসঙ্গে বোমা হামলাকারীদের বিপক্ষে ভোট দিন।

২১শে আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিপক্ষে ভোট দিন।

আইভী রহমানসহ ২৪ শহীদের হত্যাকারীদের বিপক্ষে ভোট দিন।

বাংলা ভাইয়ের ধর্মান্ধ-উগ্র অপচেতনার বিপক্ষে ভোট দিন।

বাংলা ভাইদের সৃষ্টিকারিদের বিপক্ষে ভোট দিন।

ধর্মীয় জঙ্গীবাদের বিপক্ষে ভোট দিন।

গনতন্ত্রের স্বপক্ষে ভোট দিন।

অপরাজনীতির বিপক্ষে রাজনীতির স্বপক্ষে ভোট দিন।

অপশাসনের বিপক্ষে সুশাসনের স্বপক্ষে ভোট দিন।

মিথ্যাচারের বিপক্ষে সত্যের পক্ষে ভোট দিন।

অনৈতিকতার বিপক্ষে নৈতিকতার স্বপক্ষে ভোট দিন।

উন্নয়নের ধারা অব্যহত রাখার পক্ষে ভোট দিন।




জয়বাংলা জয়বঙ্গবন্ধু।



বিদ্রঃ নির্লজ্জভাবেই দুর্নীতির বিষয়ে কিছুই লিখলাম না। কেননা, এগুলোর উদাহরন হিসেবে হয়ত অসংখ্য আসবে দু'পক্ষেই; যা ডিম আগে নাকি মুরগী আগে এরুপ বিতর্কের মতো অশেষযোগ্য। হয়ত অনেকের মতে দুই পক্ষই এসবে জড়িত শুধুমাত্র কম আর বেশি! আর হ্যা, ফেসবুক এ ব্লগে প্রচারনার বিষয়ে আচরনবিধির নির্দেশও আমি জানিনা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৬

জহির উদদীন বলেছেন: আনারস ও টেলিভিশন মার্কায় দলে দলে ভোট দিন...
জয়বাংলা...লোটাবাটি সামলা....

২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:১০

নয়ামুখ বলেছেন: যাই বলেননা কেনো, কামরান ভাইকে এবার ভোট দিতে পারবোনা । এর আগে তিন তিনটা নির্বাচনে তাকেই কিন্তু ভোট দিয়েছিলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.