নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলাম,দেখলাম,ঘুমালাম।

আমি মুখতার

ব্লগ এ কিছু শেখার জন্যই আমার আসা।

আমি মুখতার › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা চাওয়া আর ধন্যবাদ দেওয়া - পাক ও ভারত

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১

কয়েকদিন আগে পাকিদের ক্ষমা চাওয়া নিয়ে অনেক প্যাচ প্যাচ হইসে, আজ আমি বলব কি কারণে পাকিরা ক্ষমা চাবে আর কি কারনেই তারা ধন্যবাদ পাবে।



ক্ষমা চাইবে, কারনঃ



১। শালা হিজুর বাচ্চা গুলা ৯০০০০ সৈন্য নিয়ে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ না করে যদি আরও যুদ্ধ করত, তাহলে আমরা স্বাধীনতার গুরুত্ব আরও ভালভাবে বুঝতাম। আমাদের কাছে ৩০ লক্ষ মানুষ তেমন কিছু না, ৯ মাস অনেক কম সময়।



২। তোরা ৯০০০০ জন ভাদাদের পা ধরে চলে গেলি, তোদের যে ২-৪ টা ভাই এই দেশে পড়ে ছিল, যারা পাক বললেই অজ্ঞান, তাদের কেন এই কাল-বেটে মানুষদের মাঝখানে রেখে গেলি????????? তাদেরকেও নিতি।



ধন্যবাদ পাবে, কারনঃ



১। প্রথম ধন্যবাদ যাবে জুলফিকার আলী ভুট্টা থুক্কু ভুট্টোর কাছে। সে যদি পাকিস্তানের ক্ষমতার জন্য এত কারিকেচার না করত, আমরা হয়ত এখনো পাকিদের স্বায়ত্তশাসনে থেকেই খুশি হতাম আর দিনে ২-৪ টা আমেরিকান ড্রোন আমাদের মাথার উপর উড়তে দেখতাম। বিদেশে গর্বের সাথে বলতাম, হাম টেররিস্ট হ্যায়!!!!



এবার দাদাবাবুদের পালা।



দাদারা ক্ষমা চাবে, কারনঃ

১। অই ৯০০০০ জনকে ওরা পাকিস্তানে না পাঠিয়ে যদি আমাদের হাতে ছেড়ে দিত, তাহলে এখন আর পাকিদের আর কষ্ট করে ক্ষমা চাইতে হত না। আমরাও এখন একটা রাজনৈতিক পেচাল থেকে বাঁচতাম।



দাদাবাবুরা ধন্যবাদ পাবে, কারনঃ

১। আমাদের দেশে ৭১ এ যত মেড বাই পাকি জিনিসপত্র এমনকি চেয়ার-টেবিল ছিল, গনিমতের মালের মত তাদের দেশে চালান করেছে। আমরাও নতুন করে দেশি পন্যের প্রতি ঝুঁকেছি। থাঙ্কু দাদাস ফর ইউর লুটপাটিং।



এবার দাদাবাবুরা আমাদের ধন্যবাদ দেবে, কারনঃ



১। তাদের বিএসএফ এর ট্রেনিং এ আমাদের দেশের মানুষ ও সরকার দারুন ভুমিকা পালন করছে। সারাদিন ওরা পাহারা দেয়, বিনোদনের খোরাক হিসেবে ২-১ টা কালা - বাইটা পাবলিক মারলে দেশের আর কি হবে। তারা খুশ, হুম্ভি খুশ।







খুবই রাগের মাথায় লিখসি, কি লিখসি নিজেও জানি না। ফলে কেউ যদি উলতা পাল্টা বুঝেন, কিছু করার নাই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

জেনারেশন সুপারস্টার বলেছেন: সোনাতে দিয়া দেখতে পারেন এটা।যা লিখসেন ঠিক আছে।তবে মর্মার্থে না গিয়ে আপনাকে ব্যক্তিআক্রমণ করবে নিশ্চিৎ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

আমি মুখতার বলেছেন: সোনা ব্লগ কি ভাই ছাগুদের???? না ভাদাদের?? আজকাল সোনার খুবই নাম- ডাক শুনতেসি।

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

মাজহারুল হুসাইন বলেছেন: দাদাবাবুরা ধন্যবাদ পাবে, কারনঃ
১। আমাদের দেশে ৭১ এ যত মেড বাই পাকি জিনিসপত্র এমনকি চেয়ার-টেবিল ছিল, গনিমতের মালের মত তাদের দেশে চালান করেছে। আমরাও নতুন করে দেশি পন্যের প্রতি ঝুঁকেছি। থাঙ্কু দাদাস ফর ইউর লুটপাটিং।
>>> আরে তারা তো বাংলাদেশী মালও লুইটা লইছে । ক্যান দেখেন নাই কয়েকদিন আগে বাংলাদেশ আর্মির মাল ১ম মুজিব ব্যাটারীর কামান বাংলাদেশকেই অচল অবস্থায় গিফট করল ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

আমি মুখতার বলেছেন: কি আর বলব, দুনিয়ার নাম্বার ৩ লুইচ্চা দেশ মনে হয় ভারত। এগুলার কোন ক্লাস নাই।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

মেহেদী_বিএনসিসি বলেছেন: বাংলাদেশ হলো এক অসহায় কিশোরী বালিকার মতো..........যেখানেই যায়.......সবাইর লিপ্সার শিকার হয়.......হোক তা পাকি বা ভারত....বা বাংলাদেশে রয়ে যাওয়া তাদের দালাল।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

আমি মুখতার বলেছেন: পলাশির যুদ্ধে ক্লাইভ কিছুই করতে পারত না যদি না মীরজাফর আর তার চেলারা বেইমানি না করত। ঠিক তেমনি এখনো ভাদা আর পাদারা কিছুই করতে পারত না যদি আমাদের দেশে এতগুলা মীরজাফর না থাকত। বঙ্গবন্ধু প্রথম দিকে ভারতের দাবির কাছে না পারলেও শেষে তিনি তাদের প্রতি কঠোর হয়েছিলেন। আমাদের দেশে যদি এরকম বঙ্গবন্ধু- জিয়া বা ভাসানির মত নেতা থাকত তবে শত মিরজাফরেও কাজ হত না আর ফেলানিকে ঝুলে থাকতে হত না।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

মোটেও উল্টা পাল্টা লিখেন নাই মনে হইল । তবে অনেকে হয়ত নাও বুঝতে পারে ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

আমি মুখতার বলেছেন: উল্টা পাল্টা লেখি নাই, তবে বুঝতে যে কষ্ট হবে টা জানতাম, তাই শেষে অই কথা টা দিসিলাম। যারা স্বাধীনতার ৪০ বছর পড়েও বুঝল না, তারা এখন নাই বুঝল। :-P

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সুন্দর স্যাটায়ার।

ডজ সাহেবের এই স্যাটায়ারটা পড়তে পারেন। উনি ভালই লিখেন।

Click This Link

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

আমি মুখতার বলেছেন: উনি তো বস!!!! দোয়া কইরেন যেন পড়ে আরও ভালো লিখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.