![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরাটা না পড়লে অনেক আম্লিগ আমারে ছাগু ভাবতে পারে। তাই পুরাটা কষ্ট কইরা পইরেন। আগামি ৩-৪ মাসে আর ব্লগের ধারে কাছে আসতে পারবো না।
আজকে খালেদার ভাষণের পর মাথা পুরা আউলাইয়া গেল। ধারণা করেছিলাম খালেদা পুরোপুরি জামাতকে সমর্থন করবে না। কিন্তু খালেদা আজকে সরাসরি জামাতের প্রতি তার সমর্থন ঘোষণা করে দিলো। এতে করে কি লাভ বা ক্ষতি হল?
পাড় আ.লিগ সমর্থককে স্বীকার করতে হবে, প্রতি ৫ জনে ১ জন বিএনপিকে অন্ধভাবে সমর্থন করে ( আমার বাবা)। যেখানে জামাতকে সমর্থন করে বেশি হলে ৩০ বা ৫০ জনে ১ জন। ফলে এখন একটা বিশাল জনগোষ্ঠী জামাতের পক্ষে চলে গেল। ফলে জামাতি দাঙ্গাবাজগুলো একটা মোরাল সাপোর্ট পাবে। তারা হবে আরও সহিংস। বলা যায়, দেশটা আসলেই দুই ভাগ হয়ে গেছে।
কিন্তু সব দোষ কী জামাত আর খালেদার?? অনেক চিন্তা করার পর আমার গবেষণা মুলক এই পোষ্টঃ
১। আ. লিগঃ
বাংলাদেশের "সো কলড" মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল, যারা কিনা মুক্তিযুদ্ধের আদর্শে (?) আদর্শিত। আজকের এই পরিস্থিতির জন্য তাদের দায় সবচেয়ে বেশি, কারনঃ
১। তারা ২০০৯ সালে যুদ্ধাপরাধীদের বিচারের নাম করে ক্ষমতায় আসে, কিন্তু ২০১৩ হয়ে গেলেও বিচার শেষ করতে পারেনি।
আ.লিগের এটাই কুটবুদ্ধি ছিল যে, নিরবাচনের আগ পর্যন্ত বিচারটা টেনে নিয়ে যাব। এতে কি ফায়দা হবে তাদের? বিরাট ফায়দা হবে। এখন শাহবাগের সমর্থক যারা আছে, এমনকি আমিও এখন নির্বাচন হলে আ.লিগকে ভোট দিব। কারণ বিএনপি বা জামাতকে ভোট দিলে সাইদি বা গোলাম আজমের বিচার জীবনেও হবে না।
তাছাড়া গত ৫ বছরে আ.লীগ যে অপকর্ম করেছে, টা সুন্দর ভাবে চাপা পড়ে গেল।
২। কথায় কথায় যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা হচ্ছে, ব্লা ব্লা ইত্যাদি ফাউল কথা বলে মানুষকে বিরক্ত করেছে।
৩। যেখানে সাইদির ২০ তার মধ্য ৮ টা প্রমানিত, তাতে ফাঁসি দিলো, সেখানে কাদের মোল্লার ৬ তার মধ্যে ৫ টা প্রমানিত হল, যা সাইদির চেয়েও গুরতর, তাকে কেন ফাঁসি দেয়া হল না???
এতে কি সরকারের কোনো হাত নেই?? অবশ্যই আছে।
৪। উপযুক্ত সাক্ষী জোগাড় করতে না পারার ফলে নানাভাবে বিচারকে বিতর্কিত করা হচ্ছে। এর দায়ভারও সম্পূর্ণভাবে সরকারের উপর পড়ে।
৫। ম খা ৭১ এর সময় চট্রগ্রামের জেলা প্রশাশক ছিল, কিন্তু গনহত্যার হোতা ছিল মির কাশেম আলী। কিন্তু, ৭১ এ ম খা যেহেতু পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তাকে কেন মন্ত্রির পদে রাখা হয়েছে??
৬। বেয়াই এর কথা বাদই দিলাম।
৭। কেন হাসিনা নির্লজ্জ ভাবে এক দুর্নিতিবাজ আবুলের পক্ষ নিয়ে দেশের সম্মান ভুলন্থিত করেছেন?
৮। ব্লগার রাজিব শিবিরের হাতে মরার পর তার বাসায় যান, বিশ্বজিৎ মরার পর কেন তার বাসায় যান না?? বাসা চিনেন না? নাকি ভাড়া ছিল না?
বিশ্বজিতের খুনের দায়ভার ম খা আর প্রধানমন্ত্রীর উপরই পড়ে।
বামপন্থীঃ
১। এদের কুকীর্তির জন্য দেশের আজ এই দশা। বঙ্গবন্ধুকে মারার দায়ভার অনেকটা তাদের উপর পড়ে। এই মেনন- ইনুদের ভাসানি পর্যন্ত মানুষ করতে পারে নাই।
২। বামপন্থীরা হল জামাতের আরেক পিঠ। ওরা একা জীবনেও ক্ষমতায় আসতে পারবে না। ওরা
৩। আপনার কি মনে হয়, আজ বামপন্থীরা যুদ্ধাপরাধীদের বিচারে সরব, তারা কি দেশের কলঙ্ক মোচন করতে চায়??
না, তাদের মূল প্রতিপক্ষ হল জামাত আর ধর্ম ভিত্তিক দল। তারা চায় জামাতের আরালে সকল ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করবে।
প্রমান চানঃ
যেখানে শাহবাগে কখনই ধর্মভিত্তিক রাজনীতি নিশিদ্ধের দাবি তোলা হয় নি, সেখানে ইনডিপেন্ডেন্ট টিভি ফলাও করে প্রচার করেছে, শাহবাগে নাকি দাবি ৭ টি। শেষ দাবি হল ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা!!!!
জামাত ও শিবিরঃ
১। একটা কুত্তাকেও হাজার বার মারলে ও আক্রমণ করবে, জামাত তো কুত্তারই সমতুল্য!!!
২। জামাত আসলে কোনো ইসলামী দল না, তারা বাল, বিএনপির মত মেইন্সট্রিম রাজনৈতিক দল।
৩। এরা ইসলামের ধোঁয়া তুলে মানুষকে বিভ্রান্ত করে।
৪। কয় দিন আগে এক বন্ধু বলছিল, " তুমি যখন কোনো শিবিরতের মাহফিলে যাবে, তারা তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে তুমি একজন পুর্নাঙ্গ মুসলমান না। যখন তুমি দেখবে একটা মানুষ তোমাকে ভালো পথের দিকে ডাকছে, তখন তুমি তার সব কথা বিশ্বাস করবে। ঠিক তাই হচ্ছে জামাত আর শিবিরের ক্ষেত্রে। তারা এভাবেই সাধারন মানুষকে ব্রেন ওয়াশ করেছে।"
৫। আমরা দেশকে যত না ভালোবাশি, জামাতিরা তাদের নেতাকে এর চেয়ে বেশি ভালোবাসে। ১/১১ এর সময় হাসিনা বা খালেদার জন্য লীগ বা দলের কাউকে দেখেছিলেন প্রান দিতে!!!
৬। জামাত খুবই শু সংঘটিত দল। তাদের প্রথম সারির নেতারা অপরাধী তা মধম সারির নেতারা জানে। কিন্তু নেতার আদেশ অমান্য করার পপ্রথা তাদের দলে নেই। ফলে তারা অরাজকতা চালাচ্ছে।
কিন্তু একটা কথা সবাইকে স্বীকার করতে হবে, আজম,সাইদি, নিজামি, মুজাহিদ, কামারুজ্জামান মারা গেলেও জামাত কিন্তু বন্ধ হবে না। তাদের তৃণমূল খুবই শক্ত। তাও তারা শক্তি ক্ষয় করছে আর আস্তিক- নাস্তিকতার ধোঁয়া তুলে মানুষকে বিভ্রান্ত করছে।
বিএনপিঃ
১। আজ যদি বিএনপি জামাতকে ১০০% সমর্থন না দিয়ে পুর্বের ন্যায় হিজুগিরি কিংবা আমাদের সমর্থন দিত, তবে দেশ আজ গৃহযুদ্ধের হাত থেকে বাঁচত।
এই কয় দিন জামাত যে তাণ্ডব করছে, আজ বিএনপির সমর্থনের পর তারা আরও বাড়াবে।
২। বিএনপির অনেক নেতা চিল্লাইতেসে, ৪০ বছর পর বিচার করার কী দরকার, তাদের জন্য
৪০ কি ৪০০ বছর ও বড় ব্যাপার না। মানুষ বাল্কে ২০০৯ সালে ভোট দিসিল কারণ তারা যুদ্ধাপরাধীদের বিচার চাইত। কিন্তু বাল আজ এইতাকে রাজনৈতিক জিনিস বানাইসে।
আর বিএনপি কাদের সাথে জোট করসে!!! যারা ৭১ এ জিয়ার বিরুদ্ধেই যুদ্ধ করত তাদের সাথে! একটা জোট তখন হয় যখন তার মধ্যে মতের মিল হয়। কিন্তু জামাত আর বিএনপির মধ্যে কি মিল আছে!!!??! তারা করছে ভোটের রাজনীতি, দেশের নয়। এই কথা বাল আর বামপন্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য।
৩। বিএনপি যদি আজকে শাহবাগে সমর্থন দিত, তবে অনেক মানুষ তাদের ভোট দিত ঠিকই, তবুও একটা সন্দেহ থাকত। কিন্তু জামাতকে সমর্থন দেবার ফলে তারা জামাতিদের ভোটব্যাঙ্ক তাদের দখলে নিল।
৪। আপনারা কি ভাবসেন, বিএনপি আমগোরে সাপোর্ট করবো??
ওগো আলিম আর ফাকার ( সাকা) জেলে পইড়া আছে। অগোরে ছাড়া বিএনপি তো অচল!!!
পরিশেষেঃ
যুদ্ধাপরাধীদের বিচার চাই। এই বিচার করতে গিয়ে আর চাইতে গিয়ে আজ সবার মুখোস খুলে গেছে।
আমাদের বাবা- মা রা এদের চিনার পরও ভোট দিয়েছে। বারবার সুযোগ দিয়েছে। আর তারা আমাদের দুর্নীতির মেডেল আর লাশ ছাড়া কি দিয়েছে??
দয়া করে এই বাল, বিএনপি, শিবির আর বামদের সমর্থন করা ছারুন! নইলে ওরা দেশে শেষ করে দেবে!
আজকের এই পরিস্থিতির দায় বর্তায় আ.লিগ, বিএনপি, জামাত, বামপন্থী এমনকি আমাদের বাপ মা দের উপর ও, কারণ তারা এই সব কুলাঙ্গারদের ভোট দিয়েছেন।।
.........................
দেশে আগে হাজারটা সমস্যা দেখলেও আশার আলো ঠিকই ঝলকানি দিত। কিন্তু আজকে আমি আলোর সামান্যতম রশ্মি দেখতে পারছি না।
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:২৮
আমি মুখতার বলেছেন: ২ টায় দেশ ডুবাইলো আর আপনি ৭ -৪ নিয়া লাগসেন।
আম্লিগ ক্ষমতায়, তাই তাদেরটাই অভিয়াসলি বেশি হাইলাইটেড হবে!!!
২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:০১
কালীদাস বলেছেন:
বামপন্থীঃ
১। এদের কুকীর্তির জন্য দেশের আজ এই দশা। বঙ্গবন্ধুকে মারার দায়ভার অনেকটা তাদের উপর পড়ে। এই মেনন- ইনুদের ভাসানি পর্যন্ত মানুষ করতে পারে নাই।
এই পয়েন্টটা বুঝলাম না। বঙ্গবন্ধুকে মারার দায় বামদের উপরে পড়ে কিভাবে? বামরা জিয়াকে জেল থেকে বের করেছিল বলে বলছেন?
আমার পারসোনাল ওপিনিয়ন- বিএনপির ভুমিকা জামায়াতের চেয়ে বেশি, জামায়াতকে পরিস্কার শেল্টার দিয়ে যাচ্ছে অনেকদিন হল, সারাদেশে ওদের আর কোন ক্লিয়ার বজ নেই। এবং লজিকাল বিএনপি সাপোর্টাররা অনেকদিন হল জামায়াতের প্রশ্নে কোন জবাব খুঁজে পায়না হাইকমান্ডের।
লীগের ব্যাপারে কিছু বলার নাই। এরা বারবার পাওয়ার থেকে মার খেয়ে ভাগে শুধুমাত্র ক্রাইমের জন্য।
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
আমি মুখতার বলেছেন: আপনের কমেন্ট করি, আর একটু পর দেখি নাই!! :/
৭৫ এর দিকে জোট সেনা বিদ্রোহ হয়েছে তার প্রায় সব গুলই ছিল বামদের চাল। তাছাড়া বঙ্গবন্ধু মরার পর ইনুর ট্যাংক এ উঠে নাচার কথা তো অনেকেই শুনসে।
৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:০৫
মেকগাইভার বলেছেন: দেশের সব ঘুষখোর পলিটিশিয়ানদের শহবাগে এনে ফায়ার স্কোয়াডে গুলি করে না মারা পর্যন্ত কোন সমস্যর সমাধান হবে না।
দোষ আওয়ামী লীগ বা বিএনপি র না। দোষ এসব দলের ঘুষখোর নেতাদের।
ঘুষখোর নেতাগুলাকে শুট করে মারতে হবে ফায়ার স্কোয়াডে।
তারপর এসব দলের ভেতর থেকেই ভালো নেতা বের হয়ে আসবে।যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত শুটিং চলতে থাকবে।
বিপ্লব দরকার এই শুটিং গুলো করার জন্য।
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
আমি মুখতার বলেছেন: আপনাকে একটা রুশ গল্প শুনাইঃ
একবার এক পশু খামারের মালিকের বিরুদ্ধে খামারের সব পশু বিদ্রোহ করল। বিদ্রোহের কারনঃ মালিক নাকি তাদের উপর অমানুশিক নির্যাতন করে!
বিদ্রোহীরা শূকরকে তাদের নেতা বানাল। অনেক কাঠ-খড় পেরিয়ে তারা মালিককে হটাতে সক্ষম হল।
কিছু দিন পর দেখা গেল, সেই শুকর এখন ২ পায়ে হাঁটে!!
........ এটার শেষ লাইনটা বুঝতে পারসেন???
৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:০৫
আলাপচারী বলেছেন: আপনার রাগ আর ক্রোধকে স্যালুট। এটাই চাই। এটাই না-লেজুর বৃত্তি। এটাই তারুণ্য
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
আমি মুখতার বলেছেন: সবাইকে সজাগ হতে হবে! আর গোলামি না!
৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:০৯
অবুঝ ম্যান বলেছেন: independent tv টা বুঝলাম না। সব সময় চার ধাপ পেছনোর নিউজ দেয় আর একই ফুটেজ। ওদের সাংবাদিকরা কি কচু খাই। বুঝিনা। যেখানে অন্য চ্যানেল সরাসরি এবঙ সঠিক সংবাদ দেয় সেখানে এই চ্যানেলটি কেমন যেন ঝিমু ঝিমু ভাব।
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
আমি মুখতার বলেছেন: বুঝিতে হইবেক কার মালিকানায় এই চ্যানেল!
৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪১
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আপনি বললেন আম্লিগের কুটবুদ্ধি,
তষ্কররাও বলছিল আম্লিগ বিচারের নামে মুলা ঝুলাইয়া রাখবে।
কিন্তু বাস্তবে কি হল?
ট্রাইবুনাল গঠন ও প্রসিকউটার নিয়োগ করে বিচার কাজ শুরু হল। সরকারের এসবে দক্ষতা ও সদিচ্ছা ছিল, তা না হলে তিন তিন জন কে দোষী সাব্যস্ত করা সম্ভব হত না, যে খানে বিরুদ্ধ পক্ষ অনেক নামিদামি আইনজিবী নিয়োগ দিয়ে সর্ব শক্তি ব্যয় করেছিল।
শাহাবাগের জনমত তাজা থাকতেই দ্রুততার সাথে ৪টি আইন সংশোধন ও সংযোজন করে ফেলে। এর মধ্যে অতি গুরুত্বপুর্ন আইনটি হচ্ছে -
রায় ঘোষনার ২ মাসের ভেতর আপিল আবেদন ও নিস্পত্তি সারতে হবে।
তার মানে খেলা ফাইনাল জুলাই-আগষ্টের ভেতরই।
তাইলে মুলা ঝুলাইয়া রাখলো কোথায়?
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪০
আমি মুখতার বলেছেন: মুলা তো ঠিকই ঝুলাইসে! আমার কথাগুলা আপনি বুঝেন নাই।
যেখানে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়ে গেল প্রায় ৩ কি ৪ বছর হবে, সেখানে .আজম, নিজামি, মুজাহিদের বিরুদ্ধে এত প্রমান থাকার পরও কেন বিচার হতে এত দেরি হচ্ছে!!??!
তারা চায়, নির্বাচনের শেষ দিকে বিচার শেষ করবে আর বলবে আমরা আমাদের ইশ্তেহার কিছুতা বাস্তবায়ন করেছি, পরের বাড় আসলে ১১ তাকায় চাল খাওয়াব!!!
এই সব বাটপারি দেখার পরও মানুষ না দেখার ভান করে!!!
৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
হাবিব০৪২০০২ বলেছেন: দয়া করে এই বাল, বিএনপি, শিবির আর বামদের সমর্থন করা ছারুন! নইলে ওরা দেশ শেষ করে দেবে!
কঠিনভাবে সহমত। সবগুলাই শুধু নিজের ক্ষমতায় যাওয়ার লোভে দৌড়ায়। মন থেকে জনগণের জন্য কিছু করে না
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪১
আমি মুখতার বলেছেন: তাও যে কেন আমাদের বাম- মা এগুলারেই ভোট দিসে!!!!
৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার উপস্থাপনা।
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২
আমি মুখতার বলেছেন: কারে কি কন!!!
আপনে তো কয় দিন বস লেখা লিখছেন! চালাইয়া যান ভাই!! আপনের সব পোস্ট এক সাথে পরুম!
৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩০
মো: আজিজ মোর্শেদ বলেছেন: দোষ আসলে আমাদেরই। এর পরেও দেখবেন নির্বাচন আসলে আমরা নাচিতে নাচিতে ভোট দিয়া আসবো আর বলবো আমার গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসলাম। এই গণতানিত্রক দেশে(!) আমরা এই একটা অধিকারই পাই।
গতবার ভোট দিই নাই(অন্তত এই ভেবে নিজেকে সান্তনা দিই যে এদের এই অকাজের সাপোর্টার আমি নই)।
এবারও দেব না বা না বোট দিয়ে আসবো।
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪
আমি মুখতার বলেছেন: আপনার প্রথম কথার সাথে সহমত। আমরা জুলুম সহ্য করসি, ফলে তারা আমাদের উপর চেপে বসেছে।
এদেরকে ভোট দেওয়া মানে ৫ বছর বাঁশ খাওয়া!
১০| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: একেবারে পুরাপুরি সহমত লেখার সাথে। BAL এর রাজনীতি আমার আর সহ্য হইতেসে না। আসলে বাংলাদেশের রাজনীতির উপরেই চরম বিরক্ত।
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
আমি মুখতার বলেছেন: আমার কেন জানি মনে হয়, ওদের গোঁয়ার্তুমির জন্যই দেশের এই অবস্থা। তারা জেনে বুঝেই দেশের বারোটা বাজিয়েছে।
অবশ্য কোনো দলের দোষই কম নয়।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
রমনা টেক বলেছেন: আওয়ামীদের বিরুদ্ধে ৭ টি আর বিএনপিদের বিরুদ্ধে ৪টি বাক্য। কারণটা কি বলেনতো দেখি।