![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
:জানো, আজ আমার জন্য ১-১ গোলে ম্যাচ ড্র হইসে.
=গোলটা কি তুমি দিসিলা নাকি?? বাহ বাহ!
:না, গোলটা আমিই খাইসিলাম... পরে অবশ্য ২ টা সেভ ও করসি।
=এত বছরেও খেলা শিখলে না!
: হুম... ব্যর্থ।
= মিথিলার কি খবর?
: কি আর খবর! সকালে ফোন দিয়ে ঘুম থেকে উঠালো, এরপর ক্লাসে গেল। বের হয়ে দেখা করতে বলবে।
=আচ্ছা, ও যে তোকে ভালোবাসে, তুই কি ওকে ভালোবাসিস?
:না।
=তাহলে কেন অর সাথে এই ছলনা করিস? না করতে পারিস না?
:তুই কি আমাকে না করতে পেরেছিলি? আমাকে দূরে সরিয়ে দিতে পেরেছিস?
= থাক বাবা, এইদিকে আমি আর যাব না।
: তোর অই পোড়ামুখের কি খবর?
= ও আছে ওর মত, আমি আমার মত।
: মিথিলা আমার কাছে আসবে, আমি তোর কাছে যাব, তুই ওর কাছে যাবে, ও আবার আরেক জনের কাছে যাবে...
= ধুর, আমি ফোন রাখলাম, তোর সাথে কথা বলাই বৃথা!
..........................................................................
“বেশি সেন্টিমেন্টাল কথা বললে ও ফোন রেখে দেয়। এটাই ভালো!”- মনে মনে ভাবতে লাগলো রাশেদ।
পকেট হাতড়ে ৫০ টাকার একটা নোট পেল। বিড়ি কিনতে হবে। আজ সারারাত বিড়ি টানার রাত।
ওর কাছে বিড়িই সবচেয়ে ভালো বন্ধু। অন্যর জন্য নিজেই জ্বলে যায়।
১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:০২
আমি মুখতার বলেছেন: হুম্মম্মম্মম্মম্মম
২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৩
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: বাহ
১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৩
আমি মুখতার বলেছেন:
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: কোনো খবর নাই?
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৬
হায়রে দুনিয়া বলেছেন: ুম