![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতি- ২,
ডিফিরেন্ট টাচ
হাল জামানার রাজনীতি ভাই করতাছীজে আমরা সবাই, মূখে মূখে স্বদেশ প্রেম আসলে তা অন্তরে নাই।।
এ মন হায় একবার, দুইবার নেতা হইবার চায়।।
শুনছি নাকি নেতারা সব মার্সিডিজ চালায়।।
ইলেকশনে দাঁড়াইবেন ভাই অন্যরকম যোগ্যতা চাই, টাকা-পইসা না থাকিলে হইয়া যাইবেন ডিসকোয়ালীফাই।
দেশের সেবা করব বলে জানগণের ধোয়া তুলে প্রতারণা করছি শুধু, জনস্বার্থ সব ভুলে যাই।
সংসদ এখন মাছের বাজার স্পিকরই এ কথা কয়। এক মিনিটে লক্ষ খরচ একদিনেতে কয় কোটি হয় ??
হিসাব চায় এ জনগণ নিজেরই টাকার ।। গরিব দেশের বিলাসিতার এ কোন কারবার, হিসাব চায় এ জনগণ নিজেরই টাকার ।।
বাড়িতেছে করের বোঝা সার্ভিসটা এমন কী পায়। আমলা, এমপি, মন্ত্রী শাহেব বিনা ট্যাক্সে সবকিছু পায়। গ্যাস, বিদ্যুৎ, বাসের ভাড়া, তাহার উপর বাড়ী ভাড়া, দ্রব্য মূল্যের কষাঘাতে জীবন চাকা চালানো দায়।
মাছে ভাতে এই বাঙালী, ডালে ভাতে কল্পনাতার। অপুষ্টিতে ভুখছে মানুষ , হচ্ছেটা কী প্রশ্ন সবার।
উপাই নাই এদেশেতে বাঁচিয়া থাকার ।। তাড়াতাড়ি সুযোগ খুঁজি বিদেশে যাইবার।
শেয়ার বাজার ক্লেংকারি দুষ্টু লোকের পকেট ভারী, লক্ষ লক্ষ পুরুষ-নারী আত্মঘাতীর প্রস্তুতি নেয়। ফটকা বাজার গুণাকরিক অসভ্যতা বিশেষ ওদের, উপদেষ্টা, মন্ত্রীসভা বলছে কি তা বুঝে শুনে।।
রোমে যখন আগুণ জ্বলে, নিরূ তখন বাঁশী বাঁজায়। আমার দেশের নীরু দেখেন নির্বিকারে দিব্যি ঘুমায়।
বিকার নাই এ প্রভুদের, কোন বিকার নাই। মৃত্যু পথ যাত্রী এরা ব্লাড ডনেশন চায়।
গণতন্ত্রের কথা বলি, গণতন্র মাইনা চলি, ঘুণে ধরা সুশীল সমাজ জনগণের বিপক্ষে যায়।
বুদ্ধি বিবেক জাগ্রত চাই সামনে চলার পথটা দেখাই ভূতের মতো পেছন হাটা বন্ধ করি আমরা সবাই।
গুণীর কদর না জানিলে ক্যামনে গুণী জন্ম নেবে ডঃ ইউনুস এই দেশের আর ভবিষ্যতে কইটা হবে।
বিবেক চাই এমন করে সত্যিটা বলার, নুরুল কবির, আসিফ নজরু ল, আসাফুর দোউলার, মিছিল চাই এই কাতারে এমনি লোকের, উচিত কথা বলার মানুষ আসবে কবে ঢের।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাক তুমি, অনিয়ম ই নিয়ম মোদের এমন জন্ম ভুমি, সেজে আমার জন্ম ভুমি !!!!!
Rajneeti-2 youtube link
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
মেঠোপথ বলেছেন: .......................
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
দেশপ্রেমিক পোলা বলেছেন: গানটি অসাধারণ। চরম সত্য কথা বলেছে গানে। কিন্তু সত্যই যেখানে মিথ্যা সেখানে এসব গানের মুল্য নেই। প্রমান এই পোস্ট কতবার পঠিত হয়েছে সেটি। গানের কথাগুলো রাজনীতির নোংরা মাঠে তার পবিত্রতা হারিয়েছে। এজন্য কেউ শোনে না এই গান। অথচ এই গানের প্রতিটি কথা একেবারে সত্য। আমরা বন্য পশু হয়ে যাচ্ছি যেমন পশুদের সমাজে মানুষের কথার কদর নেই।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
মেঠোপথ বলেছেন:
আমরা বন্য পশু হয়ে যাচ্ছি যেমন পশুদের সমাজে মানুষের কথার কদর নেই। কথা সত্য।
ধন্যবাদ আপনাকে।
এ ব্যান্ডের রাজনীতি গানটিও অনেক সুন্দর। সুনবেন আশাকরি। ইউটিউব এ খুজলে পাবেন।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯
বেলা শেষে বলেছেন: Salam & Respect to you.
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
নতুন বলেছেন: চরম সত্য কথা বলেছে গানে
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩
বেলা শেষে বলেছেন: Brothers letus we sing all together: Joy Hassina - Joy Hassina.............!