| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত শত মানুষ এর ভীরে
হেটেছি অনেকটা পথ।
অজুত নিজুত চোখের ভীরে,
কোন চোখই স্থির হয়নি আমার উপর,
আমার চোখ দুটোও তেমনি ছিল।
কিন্ত..................... হঠাৎ
দুটো চোখ যেন আটকে গেল
চলতে চলতে দুজনার গতিই হয়েগিয়েছিল এক।
সেই সময় যেন থমকে দাড়াল,
বিস্মৃত হল সব কোলাহল ,
সভ্যতার অসভ্য চিৎকার থেমে গেল,
দৃষ্টি শুধু স্থির রইল সেই দৃষ্টিতে।
দুটি চোখ খুঁজে পেল অন্যদুটি চোখ।
১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৮
আবু মান্নাফ খান বলেছেন: ধন্যবাদ
২|
১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১
অনিমেষ মিত্র বলেছেন: দুটি চোখ খুঁজে পেল অন্যদুটি চোখ। [/sb
সুন্দর
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
আবু মান্নাফ খান বলেছেন: ধন্যবাদ
৩|
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮
এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
আবু মান্নাফ খান বলেছেন: ধন্যবাদ ভাই
৪|
১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩
অপূর্ণ রায়হান বলেছেন: দারুন লিখেছেন ভ্রাতা +++++++
কেমন আছেন ?
১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪
আবু মান্নাফ খান বলেছেন: ধন্যবাদ ভাই।
আছি ভালই? আপনি?
নতুন একটা লেখা আছে। যদি পড়তেন , ভাললাগত।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬
*কুনোব্যাঙ* বলেছেন: ++++++++