![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে মা বোন অসহায় হয়ে ৭১ ক্ষমা পায়নি বাচ্চু রাজাকার দের মতও পশুদের হাত থেকে,
যারা ক্ষত বিক্ষত শরীর মন নিয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে বুক পেতে নিয়েছিল গরম সিসার ঝাক,
যে শিশুটি ভুমিষ্ঠ হওয়ার পরই কিছু না বুঝেই মরে গিয়েছিল এ বাংলার মাটিতে,
তাদের আত্মা এতদিন বাচ্চু রাজাকার দের মুখে পবিত্র কুরআনের কথা শুনে তৃপ্ত হয়ে ঘুমুতে পারেনি ,
বার বার এসে বসেছে বিবেক বান মানুষ এর মনে।
তারা আজ ঘুমুবে। মিছিলে র শত কন্ঠের অনুরননে তারা আজ একটু জিরিয়ে নেবে। কিছুটা ক্ষোভ তারা আজ ঝেড়ে ফেলবে আমাদের উপর থেকে।
কিন্তু তাদের চির শান্তির ঘুম হবে সেদিন যে দিন সব রাজাকার আল-বদর আলশামস এর নেড়ি কুত্তা (কুকুর বলেতেও কেমন জানি লাগে) গুলো ফাঁসীর মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুর ভয়ে ভীত হবে।
আল্লাহ কোন কোন ঋণ দুনিয়াতেই শোধ করেদেন। আমাদের সৌভাগ্য শহীদদের সে ঋণের কিছুটা শোধ করার তৌফিক মহান আল্লাহ পাক আমাদের দিয়েছেন।
২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪
আবু মান্নাফ খান বলেছেন: তাদের মাঝে থাকলে তাদেরও বিচার এর আওতায় আনা হোক এটাই আমাদের দাবি। কিন্তু যে কাজ শুরু হয়েছে সেটা কে সাধুবাদ জানান যেতে পারে।
অপরাধী যেই হোক আমরা চাই তার বিচার হোক। কিছু বললে ই গাইয়ে গন্ধ লাগার ভয়। কিন্তু আমি যা চিন্তা করি তা হল আজ ছাত্রলিগের ছেলেরা অরাজকতা করছে তার মানে এই নয় যে সেটা অপরাধ নয়। কিন্তু জাতির সাথে যারা বেইমানী করেছে। একটা গনহত্যা য় সহযোগিতা করেছে তাদের বিচার এর ক্ষেত্রে কোন দ্বিমত থাকতে পারে না।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২
মোঃ আব্দুস সালাম বলেছেন: বিচার তো ঠিকই হবে কিন্তু আমারও ইদানিং কেন জানি মনে হচ্ছে এইটা একটা ষড়যন্ত্র কারন আওয়ামিলীগ এর এক জনও যুদ্ধাপরাধী নাই এইটা বিশ্বাস হয়না। যেহুতু আওয়ামিলীগ শুধু ....................... অনেক কথা জমে আছে কিন্তু লিখতে ইচ্ছা হয়না। যার যা খুশি করুক। আর জামায়াত ইসলামী নিপাত যাক ।..........