![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফয়সাল শাহী, একজন ছাত্র। পড়ালিখার পাশাপাশি একটু আরেকটু ব্লগিং ও ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি। মূলত আমি প্রযুক্তি বিষয়ে বিভিন্ন ব্লগে লিখে থাকি।
প্রযুক্তিগত সুবিধা আসবেই , একে ঠেকানো যায় না। কিন্তু আমরা বাঙ্গালীরা এর অপব্যবহার করি খুব বেশি।
মোবাইলে 3G এসে গিয়েছে। টেলিটক শুরু করেছে আগেই , অন্যান্যরাও শুরু করে দিয়েছে। আশাকরা যায় আগামী বছরের মার্চ মাসের মধ্যে সমগ্র দেশে 3G সুবিধা পাওয়া যাবে।
লক্ষ্য করে দেখুন, 3G উদ্বোধন করার সময় খবর এলো '' মন্ত্রী আজ ভিডিও কলের মাধ্যমে 3G উদ্বোধন করলেন '' - হাইলাইটস এই খবরে , যেন 3G একমাত্র ভিডিও কলেই ব্যবহৃত হবে। অথচ '' মন্ত্রী একটি কম্পিউটার থেকে ইন্টারনেট ব্রাউজ করার মাধ্যমে এটি উদ্বোধন করলেন '' - এমন হলেই হতো না? বলা বাহুল্য সমস্ত মোবাইল অপারেটরগন এই ভিডিও কলের উপরই তাদের প্রচারনায় জোর দিবেন। বর্তমানে যেভাবে রাত ১২ টার পর কল রেট সর্বনিম্ন - একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখেই এই রাত ১২ টার প্রচারনা তা বুঝাই যায়।
তাই, 3G এর অপব্যবহার ভয়াবহ রূপ নিতে পারে। এখানেও রাত ১২ টার পরে বিশেষ অফার দিবে মোবাইল অপারেটরগন এটা নিশ্চিত। কি কি হতে পারে ভিডিও কলে এটি আমরা সবাই জানি এবং বুঝি। কত যে কেলেঙ্কারি , কত ভিডিও যে অনলাইনে প্রকাশ হবে , তা এখনই কল্পনা করা যায়।
অনুরোধঃ
১ / বোকার মত ভিডিও কল এ এমন কিছু করবেন না , যাতে আপনি বিব্রত হন।
২ / আপনার ছেলে, ছোট ভাই, কন্যা, বোন কে 3G সাপোর্ট করে , এমন সেট কিনে না দেয়াই ভালো। যদি একান্তই দিতে হয়, নজর রাখবেন তার উপর। কারন হিন্দি সিরিয়াল দেখে আপনি যা ধারনা করেছেন , তার চেয়ে অনেক বেশী কিন্তু তারা বুঝে গিয়েছে!!
২| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: সুন্দর পোস্ট!!!
৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুব ভাল একটা ব্যাপার তুলে এনেছেন, অনেক ধন্যবাদ।
আমরা সবাই সচেতন হই এবং অন্যকে সতর্ক করি।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো পোস্ট।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
শাহ আজিজ বলেছেন: ইচ্ছে থাকলেও ঠেকাতে পারবেন সবাই মিলে?? এই বাংলাদেশের কল গার্লরা রাত জেগে আনন্দ দেবে তাদেরকে যারা এটা ভালবাসে ।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
অজানাবন্ধু বলেছেন: খুব ভাল একটা ব্যাপার তুলে এনেছেন,
অনেক অনেক............ ধন্যবাদ।
আমরা সবাই সচেতন হই এবং অন্যকে সতর্ক করি।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
পরের তরে বলেছেন: আসলেই ভাববার বিষয় এই টা। যাই হোক আশা করি সকলে এই বিষয়টিতে সচেতন হবেন।
পোষ্ট দাতাকে ধন্যবাদ একটি গুরুত্বপুর্ন বিষয়কে তুলে ধরবার জন্য। জাজাকাল্লাহ..........
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৯
মোমেরমানুষ৭১ বলেছেন: সত্যি বলেছেন ভাই দেশ যত এগুচ্ছে অপরাধ তত বাড়ছে