| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা যারা ঈদে বাড়িতে যাবে না .. . . .
লেখাপড়ার কারনে কিংবা বস্তবতার কারনে অথবা ব্যবসা বানিজ্যের কারনে অনেকেরই যাওয়া হয়না বাড়িতে। শুধু তাদের উদ্দেশ্যে লেখা - - -
হয়তো মায়ের হাতের পায়েস খাওয়া হবে না এই ঈদে। হয়তো দেখা হবেনা প্রিয় আদরের ভাই-বোনদের মিষ্টি হাসি। জোমসে আড্ডা হবেনা প্রিয় বন্ধুদের সাথে।প্রিয় স্ত্রীর চোখের কোনের চিকচিক পানি কমবে না শুধু তোমার না যাওয়ায়। কিংবা মাথায় হাত রেখে মুরুব্বি বলবেনা - বাবা অনেক বড়।
তোমাদের এই আদর মোহাব্বতগুলি স্বযত্নে আমানত রইল। যদি কোন দিন আবার দেখা হয় তবেই। স্বন্দেহ নেই দূর থেকে তোমাদরকে অনেক মিছ করবো।
নামাজ শেষে হয়তো অনেকেই সময় কাটাবে প্রিয় মানুষের সাথে। আমরা তখন . . . . . । তবে দোয়া করতে ভূলো না আমাদের। আমরা হয়তো প্রিয় মানুষদের ছোয়া পাবোনা। তবে ঠিকিই দোয়া করবো।
আমরা ঢাকায় ঈদ করার মাঝে আনান্দ খুজি না। স্বপ্ন একটা সুন্দর পৃথিবীর। তাই আমাদের কোন কষ্ঠ নেই। নেই কোন অহমিকা। আছে শুধু হৃদয় ছোয়া ভালবাসা।
ঈদ মোবারক তোমাদের। যেদিন তোমাদের সাথে ঈদ করবো হয়তো সেদিন আবার দেখা হবে। ঈদ মোবারক আসসালাম।

২|
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৫
স্বপ্নের ঘুড়ি বলেছেন: আইসেন। দাওয়াত রইল
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: তোমরা যারা ঈদে বাড়িতে যাবে না .. . . .আমিতো ভাবছিলাম তাদের দাওয়াত দিতাছেন আপনার বাড়িতে। মনে মনে রেডি হইতেছিলাম ঈদে আপনার ওখানে বেড়াতে যেতে,,