নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও সুন্দর হোক আগামির পৃথিবী। নির্ভেজাল মনোনশীল মন ও মনন নিয় গড়ে উঠুক আগামী প্রজন্ম। আমরা হব সেই সুন্দরের রূপকার। সে স্বপ্ন নিয়ে আমাদের পথচলা।

স্বপ্নের ঘুড়ি

সত্যবাদিতা

স্বপ্নের ঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

বাবাগো অামি কাঁদতে ভূলেগেছি ---

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯

বাবাগো অামি কাঁদতে ভূলেগেছি ----

বাবাগো আমি হাত তুলেছি তোমার জন্য। আমি কাদেতেও পারিনা। আমার চোখের পানিও কেও দেখে না। যখন হায়েনাগুলো আমার সামনে তোমার আদরের মেয়েকে নষ্ঠ করেছে ।তখনও না দেখার ভান করে অট্টহাসি দিয়ে চলে গেছে ওরা ।আমি নিথর হয়ে ভুলে গেছি কান্নার অনুভূতিগুলি। আর আামি বোবা কান্নার মত হৃদয়ের রক্তগুলো স্বযত্নে তুলে রেখেছি। আমি এখন আর নিজের জন্য কাদিনা বাবা। তুমি কষ্ঠ পেওনা। আমি বেশ ভাল আছি।

মনের মধ্যে একটা ছোট্ট স্বপ্ন পুশে রেখেছি। তোমার আদরের মেয়ের উপর যে বিভৎসা ! আর তোমার উপর যে স্টীম রুলার চালিয়েছে সেটা দেখার পর। একটা কঠিন শপথ নিজের অজান্তেই বাসা বেধেছে এ হৃদয়ে। বিশ্বাস কর বাবা ! আমি চাইনি এমনটি হোক।



কি দোষ বল বাবা আমার ? আমার শিশু মন বড্ড ব্যথায় ভরা।এ ব্যাথা আমাকে দূড় শপথ নিতে বাধ্য করেছে। আমি নিজেকে গুছিয়ে নিয়েছ বাবা । আমারা আর কাদবো না। এখনতো কাদার জন্য অশ্রুও নেই আমার চোখে।

শুধু একটা প্রতিজ্ঞা বাবা করেছি। তুমি কিন্তু বাধা দেবে না। তোমার হত্যর প্রতিশোধ আমি নিবই। আমার বোনের সেদিনের করুন চাহনীর জবাব আমি দেবই। তাই তোমার কাছে দোয়া নিতে এসেছি । হয়তো প্রতিশোধ নয়তো শেষ বিচারের দিন তোমার সাথে শহীদী শিড়ীতে দেখা হবে বাবা। দোয় কর বাবা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

শামচুল হক বলেছেন: হয়তো প্রতিশোধ নয়তো শেষ বিচারের দিন তোমার সাথে শহীদী শিড়ীতে দেখা হবে বাবা। দোয় কর বাবা।
কষ্ট কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.