নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা:....এখনো বৃষ্টি পড়ে

২১ শে জুলাই, ২০১৭ রাত ২:৫১



এখনো বৃষ্টি পড়ে
অঝোরে ঝরে অবিরাম
ঝরে যাবে দিবানিশি নিরন্তর জলোন্মাদে।

এখনো বৃষ্টি আসে
গ্রীষ্মের খরতাপে ফেঁটে চৌচির
সুবাসিত আম-কাঠালের বৃন্ত ছুঁয়ে।

বৃষ্টি কথা বলে এখনো
জৈষ্ঠ্যের ভর দুপুরে নাঙ্গা কিশোরের সাথী হয়ে
কখনো মাঠে কখনো ঘাটে দুরন্ত উল্লাসে
অবারিত স্বাধীনতার সুখ উদযাপনে।

এখনো মেঘ জমে
ঘনকালো হয়ে কৃষ্ণাম্বরে রুদ্রবীণা বাজে
কখনো ছোটাছুটি কখনো ধাপাধাপি
প্রলয় গর্জনে দশদিগন্ত নাচে।

বৃষ্টি পড়ে ছন্দ গড়ে
কাব্যরসে ভরে যায় উষর জমিন
কত জল কত ফুলফল
মানব আঙিনা আনন্দ তুফানে উচ্ছ্বল।

এখনো বৃষ্টি পড়ে
সমতলে জলারণ্য চারিদিক
কখনো ভাটির দেশে কখনো পর্বতশীর্ষে
জলপরীর পুলকিত অবগাহন।

এখনো বৃষ্টিতে
ঝরে পড়ে পার্বত্য দানব বিক্ষুব্ধ অবসাদে
মানবপ্রাণ সংহারে একী উল্লাস
কাদামাটি স্রোতে ভাসে নিশ্চল দেহযান।

এখনো বৃষ্টিতে ছাতামাথায়
রোযাদার ছুটে চলে দূর ইফতারে
জানে না কখন ভেঙে পড়ে ক্রন্দিত আকাশ
বহুতল ভবন কেঁপেকেঁপে অস্থির
পড়িছে মনে হয় তারও আগে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১:৩০

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ...ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.