নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা:......রাতের চাকায়

২১ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:১০

রাতের চাকায় বেড়িয়ে এলাম
পুরো ঢাকা শহর,
চোখের পলকে পেরিয়ে গেলাম
শত গাড়ির বহর।
ঘড়ির কাঁটায় দেখতে পেলাম
রাত বারোটা বাজে
পরীর ডানায় দিয়ে হেলান
উড়তে শুরু লাজে।

মতিঝিলে শাপলার হাটে
ধুমচে বেঁচাকেনা,
জীন পরীদের আঁটসাঁটে
সরব ব্যাংক আস্তানা।
হিরাঝিলে ডিনার হলো
আজবদেশী খাবার,
কাঁটাকুঁটো ভর্তা দিলো
একনিমেষে সাবাড়।

মাখনলালের মিষ্টি খাবে
আমায় দিলো আগে,
কুটুম পেয়ে আত্মহারা
শুধু রসই আমার ভাগে।
পড়াশোনা করবে এবার
গাছের কোলে বসে,
গভীররাতে গুঞ্জন সবার
কার্জনহলে ভাসে।

আমি এবার বিদায় ঢঙয়ে
ছবক চাইনা ভাই,
জীন-পরীদের আসর ভেঙে
তড়িঘড়ি পালাই।
একলা আমি ভোঁ-দৌড়ে
টিএস সিতে আসি,
ভিসি স্যারের বাড়ির মোড়ে
গার্ডেরা ফুঁকে বাঁশি।

রাতের সফর থমকে গেলে
নিশিকাব্য লিখি,
কাব্যরসে চোখের কোলে
ঘুমপাড়ানি দিখি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: এটা কবিতা না, ছড়া হবে।

২| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে ।

৩| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.