নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ অবসরে ভাবনা

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৬



অবসর কোথায় মনু অবসরতো নাই
জগৎ জুড়ে সকলি ব্যস্ত উড়াইয়া ছাই|
দুটো কথা বলবো বলে বসে থাকি আশায়
কেউতো আসে না ডুবে যাই গভীর হতাশায়|
কোথায় গেলে পাব তারে বল চুপিচুপি আমায়
এই শূন্য ধরাধামে একাকীতে কাটে সময়|

ভোরের আকাশে সূর্য উঠে নাই তখনও
মনু তোমার ওঠতে দেরি হয়নি কখনও|
ক্লান্তিতে সূর্য পালিয়ে যায় বেলাশেষে
তুমি কর্মসাগরে হাবুডুবুতে হেসে হেসে|
তাজ্জব হয়ে যাই সেই তোমার মনে আমি
হারিয়ে গেলাম আজ সবই জানে অন্তর্যামী|
পথে পথে ঘুরি জানি না কোন ঠিকানায়
অবশেষে খুঁজে পাবো সেই হারানো তোমায়|
কঠিন সুতোয় বাঁধবো বলে করেছি দৃঢ পণ
সতত মনের গহীনে তুমি আজো বড়ই আপন|

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোথায় গেলে পাব তারে বল চুপিচুপি আমায়
এই শূন্য ধরাধামে একাকীতে কাটে সময়|

............................................................ হেথা নয় সেথা নয়
কোথায় হারাল আমার হিয়া
খুঁজে দেখ অন্তর দিয়া !!!

২| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৯

মাহমুদ আল ইমরোজ বলেছেন: সেটাই, অন্তর দিয়েই খুঁজতে হবে......ধন্যবাদ

৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩০

নজসু বলেছেন: ব্যস্ততা আমাকে দেয় না অবসর তাই বলে ভেবো না আমায় স্বার্থপর

গানটি চোখ বন্ধ করে একবার শুনুন।

কবিতা ভালো লেগেছে।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩০

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত কবিতা।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার কবিতা ! আরো সুন্দর সুন্দর কবিতা চাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.