নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ মধ্যবিত্ত......

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০৭



বগলছেঁড়া লম্বা টিশার্ট চলছে বছর চারেক
তালি-ভাঁজে জীবন কানা চিন্তা নাই বারেক |
বাস ভাড়াতে কুড়ি টাকা জলে গেল বলে
সেই ছেলেটি হাওয়া খেয়ে হেটে হেটে চলে |
ঘরে তাহার জন পরিজন তাকায় অধীর হয়ে
কখন বিকাশ করবে ছেলে মাইনেটা পেয়ে |
সেই ছেলেটির পকেট পুরো হাওয়া বাতাস ঢুকে
মাইনে পেয়েই তড়িৎ করে সাহস আসে বুকে |
মুঠোফোনে টেক্সটে যখন ভাসে টাকা ভালো
ঘর দুয়ারে ভোরের আলো ছড়ায় তখন আলো |
তবু মুখে হাসি তাহার চোখের কোণে জল
নিজের ঘরের প্রদীপগুলো ভালোবাসার সম্বল |
বন্ধুরে কয় কানে কানে কী যে ভাবিস এতো
তোর জন্য বাজেট এবার হবে মনের মতো |
কপি বার্গার ব্যাপার হলো-তুইতো আমার জান
টং দোকানে লেবু চায়ে জুড়ায় তাহার প্রাণ |
হাতের মুঠোয় জাভাফোনে কীপ্যাড টিপে যায়
টাচ মোবাইলের স্বপ্ন আজও উড়ে উড়ে ধায় |
সেই ছেলেটি বেজায় খুশি স্বপ্নরাজ্যে উড়ে
পরের তরে সব বিলিয়ে হাসে জীবন জুড়ে |

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৬

বিদ্যুৎ বলেছেন: আপনার কবিতা বেশ মানসম্পন্ন। আমি সামনে পেলেই পড়ি। খুব ভাল হয়েছে। লেখা চালিয়ে যান কবি। শুভ কামনা রইল।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৩

মাহমুদ আল ইমরোজ বলেছেন: বিদ্যুৎ ভাই আপনাকে আপনার কাছে কৃতজ্ঞ, মাঝেমধ্যে দু'চার কলম লেখার চেষ্টা করি, দোআ করবেন, আপনার জন্য নিরন্তর শুভ কামনা করি...

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৯

বলেছেন: কবিতা ভাললাগছে

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৫

মাহমুদ আল ইমরোজ বলেছেন: কৃতজ্ঞ, দোআ করবেন, আপনার জন্য শুভকামনা রইল...

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০০

রাজীব নুর বলেছেন: গতকাল প্রথম আলোতে নিউজ দেখলাম, নব্য ধনীদের সংখ্যা বাড়ছে।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০

মাহমুদ আল ইমরোজ বলেছেন: দাদা আমি আপনার ভক্ত ক্ষুদে একজন মানুষ, আপনার জন্য শুভ কামনা রইল.......নব্য ধনীর সংখ্যা বাড়ার চাইতে দারিদ্র্য আর বেকারত্বের হার সহনীয় পর্যায়ে নিয়ে আসা রাষ্ট্রের দায়িত্ব....কামনা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.