নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস মস্তিষ্ক!

আমার- নাম- মেহেদী

এই শহরে সবাই একা।

আমার- নাম- মেহেদী › বিস্তারিত পোস্টঃ

আকাঙ্ক্ষা।

১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৩




আমি জানিনা আমি কি চাই
মাঝে মধ্যে মনে হয় শুধু একটা মানুষ চাই
যাকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে
বাকী জীবনটা পার করে দেয়া যায়।

কিন্তু ভালোবাসা আর প্রেমটা ঠিক আসে না
ভেতরে ওইভাবে আর।

মুগ্ধতা সস্তা পারফিউমের মতো খুব দ্রুতই উবে যায়।
অতঃপর চোখ স্ক্রল করে বেড়ায়
নতুন কোন মুখকে!

আমি আসলে ঠিক জানিনা আমি কি চাই
এক জীবনে আর কয়বার ই বা প্রেমে পড়া যায়?

কিন্তু আমি আবারো প্রেমে পড়তে চাই
কাউকে ভীষনভাবে ভালোবাসতে চাই।

পরম মমতায় খুব যত্ন করে
বুকের ভেতর আগলে রাখতে চাই।

কিন্তু বিশ্বাসটা আসে না ভেতরে ওইভাবে আর

এক জীবনে একটি হৃদয় নিয়ে
কতবারই বা বাজি ধরা যায়?



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২| ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৪

মাসুদ রানা শাহীন বলেছেন: সুন্দর!

৩| ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাইতে থাকুন
দেখবেন একদিন
পেয়ে গেছেন!

৪| ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৬

সাগর কলা বলেছেন: - সুন্দর হয়েছে ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.