![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক)
আমার সৌরজগতে একটাই সূর্য ছিলে তুমি,
যাকে ঘিরে আমার পৃথিবী আবর্তিত হতো,
কিন্তু তোমার জগতে, তোমাকে ঘিরে
আবর্তিত অনেক গ্রহের ভিড়ে
একটা ছিলাম আমি,
যাকে তুমি কখনই আলাদা করে দেখ নি,
দাওনি স্বতন্ত্রের সম্মান।
তাই একটা সময় প্লুটোর মতো আভিমানে
কিংবা অবহেলায় আমি ও ছিটকে পড়লাম
তোমার সৌরজগতের বাইরে,
পৃথিবীকে নিয়ে ব্যস্ত তুমি কোনদিনও জানতে পারলে না,
প্লুটোর মাঝেও প্রানের বিকাশ সম্ভব ছিল।
খ)
আমি এখন তোমার জগত থেকে বেশ দূরে,
প্রতিনিয়ত আলোর গতিতে
চলে যাচ্ছি দূর থেকে দূরে...
ক্রমশ তুমি সূর্য থেকে
দূরে আকাশে জ্বলে থাকা কোনো
ধুব্র তারায় রুপ নিচ্ছো,
ছোট হয়ে আসছো।
দূর থেকে তোমায় দেখি আর ভাবি,
কি হতো তুমি যদি আমার সূর্য হতে,
একান্তই আমার।
গ)
সময়ের সাথে আমিও এখন অনেক বদলে গেছি।
সূর্য ভেবে আকড়ে ধরতে চাওয়া তুমি,
এখন শুধু দূরের ধুব্রতারা!
সত্যি বলতে,
তোমার উজ্জ্বলটা এখনও আমায় হাতছানি দেয়,
কিন্তু উত্তপ্ত করে না।
২| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
জাজাকাল্লাহ খাইরুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভালা লাগা রইলো