নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Humaun Kabir

মি. হুমায়ুন কবির

মি. হুমায়ুন কবির › বিস্তারিত পোস্টঃ

কেন?

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

দুই নেত্রীর জাতাকলে আজ আমাদের দেশের সাধারণ মানুষ নিষ্পেশিত দিশেহারা। দেশের চলমান পরিস্থিতি থেকে অব্যাহতি পেতে দেশের বুদ্ধিজীবি বিশিষ্টজনরা শেষ চেষ্টা করেও দুই নেত্রীকে মতােক্য নিয়ে আসতে পুরোপুরি ব্যার্থ হয়েছে। ফলে দিনের পর দিন সহিংসতা বাড়ছে। আর এ সকল সহিংসতার দায় কাঁধে নিতে হচ্ছে অতি সাধারণ মানুষদের। নিপীড়নের আগুনে কয়লা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। পরিতাপ যে, তারা রাজনীতির ‌‌‌‌'র'-ও জানেন না। পরিবারকে দু'বেলা দুমোঠো ভাত যোগার করাই তাদের একমাত্র লক্ষ্য অথচ আজ তাদেরই বানানো হচ্ছে রাজনীতির রথ, তাদের ওপর ভর করে পরস্পর ঘৃন্য আক্রোষে দু'নেত্রী মত্ত হয়েছেন মানুষ খুন করার মত নিষ্ঠুর খেলায়। যা নিয়ে আসছে ভবিষ্যত বাংলাদেশের ভয়াভহ পরিস্থিতি। আর এই সুযোগে তৃতীয় পরাশক্তিরা বগল বাজিয়ে নেচে-গেয়ে তাল দিচ্ছে দেশের মাটিতে এসে। যা আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য দারুন হুমকিস্বরূপ। এ বিষয়গুলো আমরা আদৌ Guess করছি ? আমরা হিংসাত্বক রাজনীতি চর্চা করে নিজেরা নিজের দেশকে আজ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। সেই সাথে সামনের প্রজন্মকেও এই অপরাজনীতি চর্চার কুটকৌশল হাতে-কলমে শিখিয়ে দিচ্ছি। প্রজন্মকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ধ্বংসের Destination......(!) কেন???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

পাঠক১৯৭১ বলেছেন: ১৯ কোটি যা পারছে না, তারানকো তা করতে পারলে, তারানকো থেকে বাংলাদেশে টেস্ট-টিউব শিশু তৈরি করতে হবে।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনার ভুল বসত্ব পরপর দুইটি একই পোস্ট এসেছে একটা ডিলেট করেদেন।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

মি. হুমায়ুন কবির বলেছেন: Donnobad, Chesta korci

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫০

েফরারী এই মনটা আমার বলেছেন: তারানকো=আচিনা=খা লেদা=গো আযম=রাজাকার=মীরজাফর এদের সকলকে না বলুন।বাংলাদেশের স্বাধীনতা - সার্বভৌমত্ব হরনের ষড়যণ্ত্র চলছে। সকলেই সাবধান হোন । দেশ প্রেমিক সেনাবাহিনী প্রস্তুত থাকুন ।http://www.somewhereinblog.net/blog/AYAAJ1977/29903073

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.