| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এইচ খালেদ
হিপনোটিক হিমালয় .,
বার্তা আসে বাতাসের শব্দে,
ঠান্ডা জানালার প্রতিবিম্ব নেমে আসে বিছানার রুক্ষ শরীরে
আমি চাইলেই পারি ,
ক্লান্তি গুছে দিতে কবিতার প্রানে,
মুছে দিতে ঘাসে জমা প্রেমের ভীরুরাত ।
স্বপ্নগুলো ঝিম ধরে থাকে,
বিব্রত কালো রাত বিশ্বাসের দূর্বাঘাস এ ধূলিসাৎ ।
খোলা বারান্দার চুলের গন্ধে ভেসে ,,
উড়ে যায় দূর্বলতার প্রতিটা দীর্ঘশ্বাস
তখন আমার কলম এর খোঁচায়
ঠিকরে পরে কথার গোছালো আত্মবিশ্বাস ।
শ্যাওলা জমা আমার নিস্তব্দতায়,
বেচে থাকার সাহস বেচে ওঠে , বেচে ওঠে ছন্দ
মস্তিষ্কের সংগ্রামী বিবেচনায় ।
( আশার ছন্দ )এম এইচ খালেদ 
২০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:২৮
এম এইচ খালেদ বলেছেন: ধন্যযোগ
২|
২১ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
শব্দ ও বাক্যজাল বুননের ছন্দে সত্যি মুগ্ধকর! কবিতা খুব ভাল হচ্ছে! আমার বেশ ভাল লাগল! শুভকামনা কবি!
২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:০৮
এম এইচ খালেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ .।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৭
অন্তু নীল বলেছেন: ভালো লাগল।