| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এইচ খালেদ
হিপনোটিক হিমালয় .,
সে কি জানে?
তুমি যার অশরীর এ
নিঃশব্দে, ছাপ রেখে যাও অভিমানে।
চিন্তাকুল এ বয়স্ক যে রমনী
ফিরে আসো যার চেনা ঘ্রানে।
সে কি জানে?
মিথ্যে রাগের বিন্দু বিন্দু ভালোবাসা!
চেনা গ্রহে,
সবকিছুতেই যার পিপাসা।।
সে কি জানে??
সে তোমার সংগোপন এ,
নিত্য যার যাওয়া আসা।।
২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৭
এম এইচ খালেদ বলেছেন: ধন্যবাদ
২|
২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৭
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর।
মিষ্টি
২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৩
এম এইচ খালেদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
খুব ভাল লেগেছে! ছোট কিন্তু বুলন্দ!