নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

ছবি ও মিলান উপাধ্যায় - বিদায় ক্ষণের ঘন্টা বাজে - পর্ব - ০১

০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩০



তাহলে...... বিদায় !!

এতদিনের যাত্রার এই সমাপ্তি কি এভাবে হবে, ভেবেছিল ছবি বা মিলানের কেউই? সমাপ্তির সময়টুকুতে দুজনের কারও কি চোখ ছলছল করছে? হয়তো এত দীর্ঘ পথের সুখসময়গুলোকে মনে করে দুজনেই হাসির অভিনয় করে চলছে? কিন্তু সত্যি বলতে গেলে তাদের দুজনের কেউই সেই বিদায়ের সাক্ষী হতে চাইছে না...

আচ্ছা, তাদের দুজনের কষ্টের সময়টুকুকে শক্তিমান সূর্যি মামাও কি বুঝতে পারছে? তাই তো নিজ শক্তিটুকু দমিয়ে রেখে অস্তমিত হচ্ছে সেও । মিলান আকাশের দিকে চেয়ে আছে । হয়তো ঈশান কোণে কোথাও বৃষ্টির কোন জল জমে আছে কিনা, তা খুঁজছে সে । তার চোখের ঈশান কোণে যে জলকে সে চাপা দিয়ে রেখেছে, সেটাকে আকাশের বৃষ্টির জল বলে চালিয়ে দেওয়ার প্রাণান্তর চেষ্টায় আছে সে । ওদিকে ছবি তাকিয়ে আছে উলটো পাশে, আসলেই কি সে কোথাও তাকিয়ে আছে নাকি তার দৃষ্টি তাদের সম্পর্কের নিশ্চিত সমাপ্তিজাতীয় পরিণতির দিকেই? প্রশ্নের উত্তর এই মুহূর্তে জানা নেই মানুষ দুজনের কাছেই ।

- আচ্ছা...?

অস্বস্তিকর নীরবতা ভাঙার জন্য কিছু একটা বলতে চেয়েও চুপ হয়ে গেলো মিলান । যেন বলাটা ঠিক হবে কিনা এমন দ্বিধাদ্বন্দ্ব চলছে তার মনেই...

- কি ?
- কিছু না, থাক, বাদ দাও
- নাহ, বলো
- বাদ দাও না, প্লিজ
- কেন, ইচ্ছাটা কি পুরোপুরি শেষ ?

ছবির এমন প্রশ্ন শুনে অনেকক্ষণ পর মিলান যেন ছবির চোখের দিকে তাকালো ক্ষণিকের জন্য । মেয়েটার মুখ থেকে এমন কিছু শুনবে, আশা করেনি সে । পরক্ষনেই আবার সামনের দিকে তাকিয়ে জবাব দিলো...

- না, শেষ হবে কেন? সেটা কি আদৌ কখনও শেষ হবে?
- তাহলে বলো...
- কি বলবো?
- ঐ যে...... আচ্ছা, বলে চুপ মেরে গেলে
- নাহ, মনে পড়েছিল একটা কথা
- কি কথা ?
- বলাটা কি উচিত হবে কিনা বুঝতে পারছি না

এবার মিলানের এমন কথায় অবাক হয়ে মিলানের চোখের দিকে তাকালো ছবি । যে ছেলেটা নিঃসঙ্কোচে মেয়েটাকে থামিয়ে রেখে নিজেই বকবক করে যেতো সারাক্ষণ, সে কিনা আজকে কথা বলতে উচিত, অনুচিতের কথা ভাবছে...!! আসলেই সময় কতটা বদলে গেছে...

- আচ্ছা, উচিত মনে না হলে বলো না
- ঠিক আছে, তাহলে বলেই ফেলি
- চাইলে বলতে পারো
- আচ্ছা, তোমার কি আমাদের প্রথম দেখা হওয়ার স্মৃতি মনে আছে ?
- হ্যা, খুব মনে আছে
- হুম, আমারও । মনে হয়, এই তো সেদিনের ঘটনা, না ?
- হুম, এতগুলো মানুষের সামনে চোখে চোখ পড়া, তোমাকে তাচ্ছিল্য করা, এরপর তুমিই আগ বাড়িয়ে সাহস করে মোবাইল নাম্বারটা চাইলে, আমিও দেখতে চাইলাম তুমি সাহস করে আর কি করো, এভাবেই সব শুরু । আর আজকে এতগুলো বছর পর...
- হ্যা, আসলেই বোকা ছিলাম অনেক । আবেগ অনেক বেশি ছিল, পাগলামি করেছি কত, এখন ভাবলে হাসি আসে...

সূর্য অস্ত গেছে, এই গৌধুলিলগন এমনিতেই মন খারাপের প্রভাবক, তার উপর আবার দুটি মানুষ সমঝোতায় দুটি আলাদা পথ বেছে নিচ্ছে, তাহলে একবার ভাবলেই বুঝা যায় তাদের কতটা মন খারাপ...

- আচ্ছা, ছবি, তুমি কিন্তু ঐ কথাটা আর বললে না?

মিলানের কথায় ছবি আবারও অবাক হলো, তাকে তো সবই বলেছে সে, তবু কোন কথাটা রয়ে গেলো গোপনে?!! মনের ভিতর তীব্র যুদ্ধ চলছে ছবির......

(বাকিটা পরবর্তী পর্বে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.