নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্ম-অন্ধ, অন্ধ-ধর্ম বিরোধী দূরে থাকুন !!

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !!

বিকারগ্রস্থ মস্তিস্ক

অতি নগন্য এক চিজ

বিকারগ্রস্থ মস্তিস্ক › বিস্তারিত পোস্টঃ

মুস্তাকিম এবং আমার ছোট বোনের কিছু গল্পগাথাঁ ছবি ব্লগ - স্থান শাহাবাগ !!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

সংগ্রহ করা হইছে ফেইসবুক থেকে মুস্তাকিম আহামেদ সানি ভাইয়ের লেখাটুকু - আমার মনকে প্রচুন দোলা দিয়েছে এবং এই প্রহসন রায়ের ক্ষুদ্ধতার বহিঃপ্রকাশ হয়েছে !!



ফেইসবুকে একজনের কাছ থেকে জানতে পেরেই শাহবাগের উদ্দ্যেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম। পকেটে সম্বল ২টাকার একটা ছেঁড়া নোট। আম্মুকে না বলেই বের হয়েছি।



সাইন্স ল্যাব পর্যন্ত যাওয়ার পরেই হঠাত পুলিশ ল্যাব এইডের ভিতর ঢুকিয়ে দিল। এক গেইট দিয়ে ঢুকে দেরি না করেই আরেক গেইট দিয়ে বের হয়ে আসলাম। যাওয়া লাগবে খুব তাড়াতাড়ি।



সাইন্স ল্যাবের মোড়ে যেতেই হঠাত এক রিকশাচাল্ক পিছন থেকে ডাক দিলেন,"মামা কই যাবেন?"

আমি বললাম, যাবো শাহবাগ,কিন্তু আমি হেঁটেই যেতে পারবো। উনি বল্লেন,"চলেন আপনেরে নামায় দিয়ে আসি"



আমি অসহায়ের মত বললাম - মামা আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে ঠিকই,কিন্তু পকেটে দুই টাকা ছাড়া কিছুই নেই।



আমাকে বিস্মিত করে দিয়ে বল্লেন,"এইটা কি বলেন, আমি এইমাত্র ওই রাস্তা দিয়ে আসছি,আপনি কি কাজে যাইতেসেন খুব ভালো মতই জানি, আপনার কাছ থেকে টাকা নিবোনা, শুধু একটা অনুরোধ,ওই জায়গায় গিয়ে আমার কথাটা বইলেন,আমার কাকী আট মাসের গর্ভের বাচ্চা সহ এই কাদের মোল্লার হাতে ধর্ষিত হইছে, আমি কি বিচার চাইতে পারিনা?"



যেতে যেতে বারবার চোখ ভিজে আসছিল... নাহ,দেশে এখনও যুদ্ধ করার মত কিছু মানুষ বেঁচে আছে :'(



ফেইসবুক স্ট্যাটাস লিংক !!



Mustakim Ahmed Sunny এর লেখা !! জানি না এটা ব্লগে প্রচার হয়েছে কি না তবে - সবাইকে জানানোর জন্য যে আমাদের গন দাবীকে এতো ছোট করে নষ্ট করে দিয়েছে যেই রায় সেই রায় জনগন মেনে নিতে পারে নি !!









































































ছবিগুলো তুলেছে আমার ছোট বোন অহনা -- মাত্র ক্লাস ফোরে পড়ে তবুও প্রতিবাদ সরুপ সে এখানে অংশ গ্রহন করেছে !!



Be a BANGALI by posting and writing "যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই" everywhere একটা Event খুলা হয়েছে কাল সকাল ৯ টায় অবস্থান নেওয়া এবং প্রতিবাদ জানানোর জন্য - এই রায় এবং সামনের যে প্যান্ডুলাম ঝুলছের জাতির সামনের সেই ঝুলন্তু প্যান্ডুলাম জানির আবেগ অনুভূতিকে রক্তাক্ত যাতে না করতে পারে সেই দাবী নিয়েই সবাই থাকবে !! আমাদের অবস্থান বেশি হওয়া উচিন !! সবাইকে আমন্ত্রন জানাচ্ছি !!

















মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

লিঙ্কনহুসাইন বলেছেন: বাবার সাথে বসে টিভি দেখতে দেখতে বাবাকে বললাম, ''আগামীকাল শাহবাগে যাবই যাব। আজ পারিনি কাল যাব''
বাবা বলল, ''কাল তো হরতাল, আর এতো দূরের পথ কিভাবে যাবি?''
বললাম, ''চিন্তা করোনা, আমি যখন পণ করেছি যাব, যেকোনো মূল্যে যাওয়ার চেষ্টা করবো''
বাবা মানা করেনি, শুধু বলল, ''সাবধানে যাবি, আমাদের কিন্তু তুই ছাড়া আর কেউ নাই''
আমি কিছু বলিনি মুখে। বাবা কষ্ট পেতে পারে আমার কথা শুনে এই ভেবে। তাই মনে মনে বললাম, ''এই দেশটার ও কেউ নাই আমাদের মতো তরুণ প্রজন্ম ছাড়া।''

(শশি হিমু )

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ধন্যবাদ :)

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭

স্বপনবাজ বলেছেন: যদি ফাঁসিতে ঝুলাতে না পারি তাহলে যুদ্ধ শুরু করবো, তখন শুধু ফাঁসির আকুতি নয়, দুর্নীতি, দেশ বিক্রির সকল শয়তানদের এক গর্তে পুঁতে ফেলার ব্যাবস্হা করবো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
বাহ! ভালো কথা --

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

এপসাইন বলেছেন: ভালো লাগেনা আর।। আর কত ফাজলেমি করব। ফাঁসি দিতে কষ্ট হইলে আমগ হাঁতে দে আমরা মারি । amio jabo vai.. :(

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:


হিহিহি আপনি ঐকিক নিয়মের কথা বলছেন :)

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

নিয়েল ( হিমু ) বলেছেন: তবুও এই কুত্তার বাচ্চার ফাঁশি হয় না কেন ?
দাবি আদায় করেই ছাড়ব

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
টাকার কাছে বিক্রিত হয়েছে ---



কিছুটা রাজনীতিক হাতিয়ার তো বৈকি !! রাজনীতি বড়ই বিনোদন !!

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১১

আমিই মিসিরআলি বলেছেন: রায় শোনার পর থেকে অজানা আশংকায় অন্তরাত্মা কেঁপে উঠেছিল,
আমরা নতুন প্রজন্ম কি আবার ১৯৭১'র অপেক্ষায় আছি !!!
আরেকটা গনজাগরনের দরকার ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

গনজাগরন হয়েছে -- এইটা ফ্যাসিবাদী কিছু ছড়াক তা চাই না --

দাবি একটাই ফাসিঁ চাই
পক্ষ নিলে রক্ষা নাই !!


৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

অনীনদিতা বলেছেন: বাহ্ খুব সুন্দর ছবি তুলেছেতো আপনার বোন:)
ভালো লাগা দিলাম:)

একটাই দাবি,ফাসিঁ ফাসিঁ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

আরে পুড়াই পাক্কনী --- বুড়ি অনেক এগ্রেসিভ - নয় দিনই গিয়েছে -

আর আমি মাত্র তিন দিন :(


একটাই দাবি,ফাসিঁ ফাসিঁ ---

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

রাফা বলেছেন: এই লেখাটা আমি অন্য কার ব্লগে যেনো পড়েছিলাম।এবং মন্তব্যও করেছিলাম।

এরাই আমাদের প্রকৃত বাংলাদেশি।মন্তব্যটা এরকমই ছিলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

উপরে নাম দেওয়া আছে , ফেইসবুক লিংক দেওয়া আছে --

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

যাযাবর৮১ বলেছেন:




গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:



গন দাবি একটাই !!!! সাথে জামাত নিষিদ্ধকরন হোক তাতে নীতিক সমর্থন আছে --

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাসি চাই .....ফাসি ভিন্ন দাবী নাই ...।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য .....

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

আপনাকেও ধন্যবাদ !!

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

আপনার ফ্যান হইয়া যাইতাছি তো -- :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.